ETV Bharat / state

ইলামবাজারে BJP কার্যালয়ে ভাঙচুর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - ইলামবাজারে BJP কার্যালয় ভাঙচুর

ইলামবাজারে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সভায় আসার আগে BJP কার্যালয়ে তৃণমূল কর্মীরা চড়াও হয় বলে অভিযোগ । কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয় । যদিও অভিযোগ অস্বীকার করেন অনুব্রত মণ্ডল ।

image
BJP কার্যালয় ভাঙচুর
author img

By

Published : Dec 30, 2019, 7:19 PM IST

ইলামবাজার,৩০ ডিসেম্বর : ইলামবাজারে BJP-র কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে । আজ জাতীয় নাগরিক পঞ্জি (NRC) ও নাগরিক সংশোধনী আইন (CAA)- এর বিরোধিতায় ইলামবাজারে একটি সভা করেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । অভিযোগ, সভায় যোগ দিতে যাওয়ার সময় তৃণমূল কর্মীরা ভাঙচুর চালায় । যদিও অভিযোগ অস্বীকার করেন অনুব্রত ।

ইলামবাজারে আজ তৃণমূলের সভায় ছিলেন চন্দ্রনাথ সিংহ, অভিজিৎ সিংহ, অসিত মাল সহ অন্যান্যরা । সভাস্থল থেকে কয়েকশো মিটার দূরে রয়েছে BJP-র একটি কার্যালয় । সভায় আসার সময় তৃণমূলের মিছিল থেকে বেরিয়ে কিছু লোক সেই কার্যালয়ে ভাঙচুর করে বলে অভিযোগ । পুলিশের সামনেই ভাঙচুরের অভিযোগ ওঠে । এনিয়ে অনুব্রতকে প্রশ্ন করা হলে তিনি বলেন, " (BJP) নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কার্যালয় ভাঙচুর করেছে । আর এখন দোষ দিচ্ছে তৃণমূলের উপর ।"

অনুব্রত আজ সভায় জাতীয় নাগরিক পঞ্জি (NRC) প্রসঙ্গে বলেন,"কোনও NRC মানি না। রাজ্যে NRC হতেও দেব না । কেউ বাড়িতে দলিল দেখতে এলে, সার্ভে করতে এলে দলিল দেবেন না ।"

ইলামবাজার,৩০ ডিসেম্বর : ইলামবাজারে BJP-র কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে । আজ জাতীয় নাগরিক পঞ্জি (NRC) ও নাগরিক সংশোধনী আইন (CAA)- এর বিরোধিতায় ইলামবাজারে একটি সভা করেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । অভিযোগ, সভায় যোগ দিতে যাওয়ার সময় তৃণমূল কর্মীরা ভাঙচুর চালায় । যদিও অভিযোগ অস্বীকার করেন অনুব্রত ।

ইলামবাজারে আজ তৃণমূলের সভায় ছিলেন চন্দ্রনাথ সিংহ, অভিজিৎ সিংহ, অসিত মাল সহ অন্যান্যরা । সভাস্থল থেকে কয়েকশো মিটার দূরে রয়েছে BJP-র একটি কার্যালয় । সভায় আসার সময় তৃণমূলের মিছিল থেকে বেরিয়ে কিছু লোক সেই কার্যালয়ে ভাঙচুর করে বলে অভিযোগ । পুলিশের সামনেই ভাঙচুরের অভিযোগ ওঠে । এনিয়ে অনুব্রতকে প্রশ্ন করা হলে তিনি বলেন, " (BJP) নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কার্যালয় ভাঙচুর করেছে । আর এখন দোষ দিচ্ছে তৃণমূলের উপর ।"

অনুব্রত আজ সভায় জাতীয় নাগরিক পঞ্জি (NRC) প্রসঙ্গে বলেন,"কোনও NRC মানি না। রাজ্যে NRC হতেও দেব না । কেউ বাড়িতে দলিল দেখতে এলে, সার্ভে করতে এলে দলিল দেবেন না ।"

Intro:ইলামবাজার, ৩০ ডিসেম্বরঃ অনুব্রত মণ্ডলের সবার আগে সভাস্থল থেকে কয়েকশো মিটার দূরে ইলামবাজারে বিজেপি কার্যালয়ে ভাঙচুর। সভায় যোগ দিতে আসার সময় বিজেপি কার্যালয়ে চড়াও হয় ভাঙচুর চালায় তৃণমূলের নেতাকর্মীরা বলে অভিযোগ। যদিও, তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন নিজেদের মধ্যে দ্বন্দ্ব কার্যালয় ভাঙচুর হয়েছে।Body:ইলামবাজার, ৩০ ডিসেম্বরঃ অনুব্রত মণ্ডলের সবার আগে সভাস্থল থেকে কয়েকশো মিটার দূরে ইলামবাজারে বিজেপি কার্যালয়ে ভাঙচুর। সভায় যোগ দিতে আসার সময় বিজেপি কার্যালয়ে চড়াও হয় ভাঙচুর চালায় তৃণমূলের নেতাকর্মীরা বলে অভিযোগ। যদিও, তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন নিজেদের মধ্যে দ্বন্দ্ব কার্যালয় ভাঙচুর হয়েছে।

এদিন ইলামবাজারে এন আর সি ও সিএএ বিরুদ্ধে সভা করেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সভায় উপস্থিত ছিলেন, রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সহ সভাপতি অভিজিৎ সিংহ, বোলপুরে সাংসদ অসিত মাল সহ অন্যান্য নেতৃত্ব।
এদিন সভা শুরু আগে সভাস্থল থেকে কয়েকশো মিটার দূরে বিজেপি কার্যালয়ে ভাঙচুর করার অভিযোগ ওঠে। সভায় আসার সময় মিছিল থেকে বিজেপি কার্যালয়ে চড়াও হয়ে চেয়ার, জিনিসপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের সভাকে কেন্দ্র করে পুলিশ মোতায়েন ছিল। পুলিশের সামনেই ভাঙচুর করার অভিযোগ ওঠে।
সভায় বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, "কোন এন আর সি মানি না। রাজ্যে এন আর সি হতে দেব না। কেউ বাড়িতে দলিল দেখতে এলে, সার্ভে করতে এলে দেবেন না দলিল।"
বিজেপি কার্যালয় ভাঙচুর প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, "নিজেদের দ্বন্দ্বে ভেঙেছে। কয়েকটা বাতা খুলে দিয়েছে।"Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.