ETV Bharat / state

Panchayat Elections 2023: পঞ্চায়েত নির্বাচনের প্রায় 48 ঘণ্টা আগে বীরভূমে বিজেপি নেতা খুন, অভিযুক্ত তৃণমূল - পঞ্চায়েত নির্বাচনের শেষ দিনের প্রচারে

শ্বাসরোধ করে বিজেপি নেতাকে খুনের অভিযোগ। বীরভূমের মহম্মদবাজারের ঘটনায় ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি । ভোটের 48 ঘণ্টা আগে ফের খুন। এবার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

Panchayat Elections 2023
বিজেপি নেতা খুন
author img

By

Published : Jul 6, 2023, 12:51 PM IST

Updated : Jul 6, 2023, 1:34 PM IST

মহম্মদবাজার,6 জুলাই : পঞ্চায়েত নির্বাচনের প্রায় 48 ঘণ্টা আগেও বাংলায় মৃত্যু থামছে না। এবার শ্বাসরোধ করে খুন করা হল বিজেপি নেতাকে। বীরভূমের মহম্মদবাজারের হিংলো গ্রামপঞ্চায়েত এলাকার ঘটনা। অভিযোগের তির তৃণমূলের দিকে। নিহত বিজেপি নেতা দিলীপ মাহারা বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী ছবি মাহারার স্বামী বলে জানা যাচ্ছে ৷ খুনের ঘটনায় স্থানীয় পুলিশের উপর ক্ষোভ প্রকাশ বিজেপি নেতৃত্বের ৷ দাবি, প্রমাণ না রাখতেই শ্বাস রোধ করে দিলীপ মাহারাকে খুন করেছে তৃণমূলের লোক ৷ পুলিশের মদতেই খুন বলেও দাবি গ্রামবাসীর ৷ খুনের ঘটনাকে কেন্দ্র করে মহম্মদবাজার পুলিশের সঙ্গে গ্রামবাসীদের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়।

বৃহস্পতিবার সকালে মহম্মদবাজারের চন্দ্রপুর সারেন্ডার রাস্তায় একটি পুকুরের ধার থেকে উদ্ধার হয় দিলীপ মাহারার দেহ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এছাড়া, দেহের পাশে কয়েকটি কার্তুজের খোলাও মিলেছে ৷ যদিও দেহে গুলির চিহ্ন নেই ৷ বিষয়টি ঘিরে গ্রামবাসীদের ক্ষোভ তীব্র হয়। খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসকে মদত দেওয়ার অভিযোগ উঠেছে মহম্মদ বাজার পুলিশের বিরুদ্ধে । অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত দেহ ময়নাতদন্তের নিয়ে যেতেও বাধা দেওয়া হয় ৷ মৃতের ছেলে উৎপল মাহারা বলেন, " বাবাকে খুন করা হয়েছে ৷ পুলিশ সব প্রমাণ লোপাটের চেষ্টা করছে ৷ তৃণমূলের লোকজন এই কাজ করেছে ৷ আমরা দোষীদের শাস্তি চাই।"

আরও পড়ুন : গ্রেফতারি এড়াতে উপ-মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন শুভেন্দুই, বিস্ফোরক দাবি কুণালের

দেউচা-পাচামির প্রস্তাবিত খোলামুখ কয়লা খনি প্রকল্প এই এলাকাতেই হবে ৷ তাই স্বাভাবিক ভাবেই জমি দিতে নারাজ বাসিন্দাদের একটা ক্ষোভ রয়েছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। সেই কারণেই এই গ্রাম পঞ্চায়েতে প্রার্থী দিয়েছে বিজেপি, সিপিআইএম । এমনকি প্রার্থী দিয়েছেন জমি বাঁচাও আন্দোলনকারীরাও ৷ সব মিলিয়ে অনুব্রতহীন বীরভূমে শাসক দলের কাছে লড়াইটা কঠিন বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ এই হিংলো গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপির সমর্থনে নির্দলের প্রার্থী হয়েছেন ছবি মাহারা ৷ তাঁর স্বামী দিলীপ মাহারা বিজেপির বুথ সহ-সভাপতি। তাই পঞ্চায়েত ভোটে হাতে গোনা ঠিক দুই আগে, প্রচারের শেষ দিনে দিলীপ মাহারার খুন ঘিরে উত্তাপ বহাল মহম্মদবাজার এলাকায় ।

মহম্মদবাজার,6 জুলাই : পঞ্চায়েত নির্বাচনের প্রায় 48 ঘণ্টা আগেও বাংলায় মৃত্যু থামছে না। এবার শ্বাসরোধ করে খুন করা হল বিজেপি নেতাকে। বীরভূমের মহম্মদবাজারের হিংলো গ্রামপঞ্চায়েত এলাকার ঘটনা। অভিযোগের তির তৃণমূলের দিকে। নিহত বিজেপি নেতা দিলীপ মাহারা বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী ছবি মাহারার স্বামী বলে জানা যাচ্ছে ৷ খুনের ঘটনায় স্থানীয় পুলিশের উপর ক্ষোভ প্রকাশ বিজেপি নেতৃত্বের ৷ দাবি, প্রমাণ না রাখতেই শ্বাস রোধ করে দিলীপ মাহারাকে খুন করেছে তৃণমূলের লোক ৷ পুলিশের মদতেই খুন বলেও দাবি গ্রামবাসীর ৷ খুনের ঘটনাকে কেন্দ্র করে মহম্মদবাজার পুলিশের সঙ্গে গ্রামবাসীদের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়।

বৃহস্পতিবার সকালে মহম্মদবাজারের চন্দ্রপুর সারেন্ডার রাস্তায় একটি পুকুরের ধার থেকে উদ্ধার হয় দিলীপ মাহারার দেহ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এছাড়া, দেহের পাশে কয়েকটি কার্তুজের খোলাও মিলেছে ৷ যদিও দেহে গুলির চিহ্ন নেই ৷ বিষয়টি ঘিরে গ্রামবাসীদের ক্ষোভ তীব্র হয়। খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসকে মদত দেওয়ার অভিযোগ উঠেছে মহম্মদ বাজার পুলিশের বিরুদ্ধে । অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত দেহ ময়নাতদন্তের নিয়ে যেতেও বাধা দেওয়া হয় ৷ মৃতের ছেলে উৎপল মাহারা বলেন, " বাবাকে খুন করা হয়েছে ৷ পুলিশ সব প্রমাণ লোপাটের চেষ্টা করছে ৷ তৃণমূলের লোকজন এই কাজ করেছে ৷ আমরা দোষীদের শাস্তি চাই।"

আরও পড়ুন : গ্রেফতারি এড়াতে উপ-মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন শুভেন্দুই, বিস্ফোরক দাবি কুণালের

দেউচা-পাচামির প্রস্তাবিত খোলামুখ কয়লা খনি প্রকল্প এই এলাকাতেই হবে ৷ তাই স্বাভাবিক ভাবেই জমি দিতে নারাজ বাসিন্দাদের একটা ক্ষোভ রয়েছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। সেই কারণেই এই গ্রাম পঞ্চায়েতে প্রার্থী দিয়েছে বিজেপি, সিপিআইএম । এমনকি প্রার্থী দিয়েছেন জমি বাঁচাও আন্দোলনকারীরাও ৷ সব মিলিয়ে অনুব্রতহীন বীরভূমে শাসক দলের কাছে লড়াইটা কঠিন বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ এই হিংলো গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপির সমর্থনে নির্দলের প্রার্থী হয়েছেন ছবি মাহারা ৷ তাঁর স্বামী দিলীপ মাহারা বিজেপির বুথ সহ-সভাপতি। তাই পঞ্চায়েত ভোটে হাতে গোনা ঠিক দুই আগে, প্রচারের শেষ দিনে দিলীপ মাহারার খুন ঘিরে উত্তাপ বহাল মহম্মদবাজার এলাকায় ।

Last Updated : Jul 6, 2023, 1:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.