ETV Bharat / state

Post Poll Violence Case: সিবিআই দফতরে হাজিরা বিজেপি নেতার, হিংসার ঘটনায় রাজ্য নেতৃত্বকে তোপ

ভোট-পরবর্তী হিংসার মামলায় দুর্গাপুরে সিবিআই দফতরে হাজিরা দিলেন বিজেপি নেতা কালোসোনা মণ্ডল (BJP Leader Kalosona Mandal at CBI Camp in Durgapur in Post Poll Violence Case) ৷ তিনি প্রথম বিজেপি নেতা যাঁকে সিবিআই জিজ্ঞসাবাদের জন্য তলব করেছিল ৷ হাজিরা দিতে এসে হিংসার ঘটনায় বিজেপির রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়ে সমালোচনা করেন তিনি ৷

BJP Leader Kalosona Mandal at CBI Camp in Durgapur in Post Poll Violence Case
BJP Leader Kalosona Mandal at CBI Camp in Durgapur in Post Poll Violence Case
author img

By

Published : Jun 13, 2022, 12:38 PM IST

দুর্গাপুর, 13 জুন : ভোট-পরবর্তী হিংসার মামলায় প্রথমবার সিবিআই হাজিরার সামনে পড়লেন কোনও বিজেপি নেতা ৷ বীরভূম জেলার বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডল এ দিন সিবিআই দফতরে হাজিরা দেন ৷ সেখানেই ভোট-পরবর্তী হিংসায় রাজ্য নেতৃত্বের ভূমিকার সমালোচনা করলেন বিতর্কিত এই বিজেপি নেতা ৷ অভিযোগ করলেন, রাজ্য নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে অনুরোধ করেছিলেন ৷ কিন্তু, কেউ সাহায্য করেননি বলে অভিযোগ করেন কালোসোনা মণ্ডল ৷

সোমবার সকাল সাড়ে 9টা নাগাদ দুর্গাপুরে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে যান কালোসোনা মণ্ডল ৷ সিবিআই ক্যাম্পে হাজিরা দিতে গিয়ে তিনি জানান, বিধানসভা ভোটের ফলাফলের দিন বীরভূমের একাধিক জায়গায় বিজেপি নেতা-কর্মীদের উপর হামলা চালানো হয় ৷ সেই সময় তিনি এবং স্থানীয় বিজেপি নেতারা আক্রান্তদের পাশে দাঁড়িয়ে ছিলেন ৷ তাঁর অভিযোগ, রাজ্য নেতৃত্বের কাছে সাহায্য চাওয়া হলেও, সেখান থেকে কোনও সহযোগিতা আসেনি ৷

সিবিআই দফতরে হাজিরা বিজেপি নেতা কালোসোনা মণ্ডলের

আরও পড়ুন : Birbhum CMOH at CBI Camp: ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআই দফতরে বীরভূমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক

তবে, কালোসোনা মণ্ডলকে সিবিআই এর তলব নিয়ে পাল্টা প্রাক্তন বিজেপি সাধারণ সম্পাদককে ঠুকেছেন বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা ৷ বীরভূমের বিজেপি জেলা সভাপতি বলেন, অনুব্রত মণ্ডলের সঙ্গে হয়তো তাঁর কথা হত ৷ তাই রাজসাক্ষী হিসেবে সিবিআই কোলাসোনা মণ্ডলকে ডেকে পাঠাতে পারে বলে, মন্তব্য করেন ধ্রুব সাহা ৷ তবে, বীরভূমের জেলা বিজেপি সভাপতির মন্তব্যকে পাত্তা দিতে নারাজ কালোসোনা মণ্ডল ৷ বলেন, পাগলের প্রলাপ বকছেন, ওঁর কথা শুনে লাভ নেই ৷ তবে, প্রথম কোনও বিজেপি নেতাকে সিবিআই ভোট-পরবর্তী হিংসায় তলব করায়, কিছুটা হলেও অস্বস্তিতে জেলা বিজেপি নেতৃত্ব ৷

দুর্গাপুর, 13 জুন : ভোট-পরবর্তী হিংসার মামলায় প্রথমবার সিবিআই হাজিরার সামনে পড়লেন কোনও বিজেপি নেতা ৷ বীরভূম জেলার বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডল এ দিন সিবিআই দফতরে হাজিরা দেন ৷ সেখানেই ভোট-পরবর্তী হিংসায় রাজ্য নেতৃত্বের ভূমিকার সমালোচনা করলেন বিতর্কিত এই বিজেপি নেতা ৷ অভিযোগ করলেন, রাজ্য নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে অনুরোধ করেছিলেন ৷ কিন্তু, কেউ সাহায্য করেননি বলে অভিযোগ করেন কালোসোনা মণ্ডল ৷

সোমবার সকাল সাড়ে 9টা নাগাদ দুর্গাপুরে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে যান কালোসোনা মণ্ডল ৷ সিবিআই ক্যাম্পে হাজিরা দিতে গিয়ে তিনি জানান, বিধানসভা ভোটের ফলাফলের দিন বীরভূমের একাধিক জায়গায় বিজেপি নেতা-কর্মীদের উপর হামলা চালানো হয় ৷ সেই সময় তিনি এবং স্থানীয় বিজেপি নেতারা আক্রান্তদের পাশে দাঁড়িয়ে ছিলেন ৷ তাঁর অভিযোগ, রাজ্য নেতৃত্বের কাছে সাহায্য চাওয়া হলেও, সেখান থেকে কোনও সহযোগিতা আসেনি ৷

সিবিআই দফতরে হাজিরা বিজেপি নেতা কালোসোনা মণ্ডলের

আরও পড়ুন : Birbhum CMOH at CBI Camp: ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআই দফতরে বীরভূমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক

তবে, কালোসোনা মণ্ডলকে সিবিআই এর তলব নিয়ে পাল্টা প্রাক্তন বিজেপি সাধারণ সম্পাদককে ঠুকেছেন বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা ৷ বীরভূমের বিজেপি জেলা সভাপতি বলেন, অনুব্রত মণ্ডলের সঙ্গে হয়তো তাঁর কথা হত ৷ তাই রাজসাক্ষী হিসেবে সিবিআই কোলাসোনা মণ্ডলকে ডেকে পাঠাতে পারে বলে, মন্তব্য করেন ধ্রুব সাহা ৷ তবে, বীরভূমের জেলা বিজেপি সভাপতির মন্তব্যকে পাত্তা দিতে নারাজ কালোসোনা মণ্ডল ৷ বলেন, পাগলের প্রলাপ বকছেন, ওঁর কথা শুনে লাভ নেই ৷ তবে, প্রথম কোনও বিজেপি নেতাকে সিবিআই ভোট-পরবর্তী হিংসায় তলব করায়, কিছুটা হলেও অস্বস্তিতে জেলা বিজেপি নেতৃত্ব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.