দুর্গাপুর, 13 জুন : ভোট-পরবর্তী হিংসার মামলায় প্রথমবার সিবিআই হাজিরার সামনে পড়লেন কোনও বিজেপি নেতা ৷ বীরভূম জেলার বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডল এ দিন সিবিআই দফতরে হাজিরা দেন ৷ সেখানেই ভোট-পরবর্তী হিংসায় রাজ্য নেতৃত্বের ভূমিকার সমালোচনা করলেন বিতর্কিত এই বিজেপি নেতা ৷ অভিযোগ করলেন, রাজ্য নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে অনুরোধ করেছিলেন ৷ কিন্তু, কেউ সাহায্য করেননি বলে অভিযোগ করেন কালোসোনা মণ্ডল ৷
সোমবার সকাল সাড়ে 9টা নাগাদ দুর্গাপুরে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে যান কালোসোনা মণ্ডল ৷ সিবিআই ক্যাম্পে হাজিরা দিতে গিয়ে তিনি জানান, বিধানসভা ভোটের ফলাফলের দিন বীরভূমের একাধিক জায়গায় বিজেপি নেতা-কর্মীদের উপর হামলা চালানো হয় ৷ সেই সময় তিনি এবং স্থানীয় বিজেপি নেতারা আক্রান্তদের পাশে দাঁড়িয়ে ছিলেন ৷ তাঁর অভিযোগ, রাজ্য নেতৃত্বের কাছে সাহায্য চাওয়া হলেও, সেখান থেকে কোনও সহযোগিতা আসেনি ৷
আরও পড়ুন : Birbhum CMOH at CBI Camp: ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআই দফতরে বীরভূমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক
তবে, কালোসোনা মণ্ডলকে সিবিআই এর তলব নিয়ে পাল্টা প্রাক্তন বিজেপি সাধারণ সম্পাদককে ঠুকেছেন বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা ৷ বীরভূমের বিজেপি জেলা সভাপতি বলেন, অনুব্রত মণ্ডলের সঙ্গে হয়তো তাঁর কথা হত ৷ তাই রাজসাক্ষী হিসেবে সিবিআই কোলাসোনা মণ্ডলকে ডেকে পাঠাতে পারে বলে, মন্তব্য করেন ধ্রুব সাহা ৷ তবে, বীরভূমের জেলা বিজেপি সভাপতির মন্তব্যকে পাত্তা দিতে নারাজ কালোসোনা মণ্ডল ৷ বলেন, পাগলের প্রলাপ বকছেন, ওঁর কথা শুনে লাভ নেই ৷ তবে, প্রথম কোনও বিজেপি নেতাকে সিবিআই ভোট-পরবর্তী হিংসায় তলব করায়, কিছুটা হলেও অস্বস্তিতে জেলা বিজেপি নেতৃত্ব ৷