বোলপুর, 27 মে: লাদাখের গালওয়ান উপত্যকায় চিন-ভারত সীমান্তে দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষে 2020 সালে শহিদ হয়েছিলেন জওয়ান রাজেশ ওরাং ৷ তাঁর বাড়ি বীরভূমের মহম্মদবাজারের বেলঘরিয়া গ্রামে ৷ সম্প্রতি নবজোয়ার কর্মসূচিতে যোগ দিয়ে শহিদ রাজেশ ওরাংয়ের বাড়ি গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি কথা বলেছিলেন রাজেশের পরিবারের সদস্য ও গ্রামবাসীদের সঙ্গে ৷ দিয়েছিলেন তাঁদের সাহায্যের আশ্বাস ৷
শনিবার, বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বের তরফে জানানো হয়েছে, অভিষেকের প্রতিশ্রুতি মতো রাজেশ ওরাংয়ের পরিবারের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে ৷ এছাড়াও, তাঁর সফরকালীন সাধারণ মানুষের কাছ থেকে যে যে অভিযোগ ও দাবির কথা উঠে এসেছিল, সেগুলিরও সমাধান করা হয়েছে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব ৷
বিষয়টি নিয়ে শনিবার বোলপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল বিধায়ক তথা বিধানসভার উপ-অধ্যক্ষ আশিষ বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷ উল্লেখ্য, তৃণমূলের নবজোয়ার যাত্রা কর্মসূচিতে চলতি মাসের 9 থেকে 11 মে বীরভূম জেলায় এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । মুরারই, রামপুরহাট, সিউড়ি, মহম্মদবাজার, সাঁইথিয়া, বোলপুর, নানুরে একাধিক কর্মসূচিতে যোগ দেন তিনি৷ সেই সময় তাঁর সঙ্গে দেখা করে আম জনতা তাঁদের অভাব-অভিযোগের কথা তুলে ধরেন ৷
আরও পড়ুন: অভিষেককে বিক্ষোভ দেখাতে এলে ধোলাই হবে, হুঁশিয়ারি তৃণমূল কর্মীদের
তাঁর ওই সফরের মাঝেই শহিদ জওয়ান রাজেশ ওরাংয়ের বেলঘরিয়া গ্রামে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কথা বলেন রাজেশ ওরাংয়ের পরিজনের সঙ্গে ৷ সেখানে অভিষেককে তাঁরা জানান, তাঁদের স্বাস্থ্যসাথী কার্ড, কৃষক বন্ধু কার্ড নেই । শুক্রবার বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার উপঅধ্যক্ষ আশিষ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অভিজিৎ সিংহ ও লীলাবতী সাহা ৷
আরও পড়ুন: অভিষেক-মমতা ভয় পেলেই জয় শ্রীরাম শুনতে পান, কটাক্ষ সুকান্ত'র
আশিষ বন্দ্যোপাধ্যায় জামান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ওরাং পরিবার-সহ ওই গ্রামের আদিবাসী মানুষের হাতে তফশিলি জাতির শংসাপত্র তুলে দেওয়া হয়েছে৷ গ্রামে খেলার মাঠ করে দেওয়া হয়েছে ৷ এছাড়া, নিহত জওয়ানের পরিবারকে আর্থিক সাহায্য করা হয়েছে দলের তরফে৷ পাশাপাশি, স্বাস্থ্যসাথী কার্ড ও কৃষক বন্ধু কার্ডও দেওয়া হবে৷ এমনকি, জেলার বেশ কিছু জায়গায় পানীয় জলের ব্যবস্থা করা, সতীপীঠের অন্যতম সাঁইথিয়ার নন্দকেশরী মন্দির সংস্কারের জন্য সাংসদ শান্তনু সেনের তহবিল থেকে 25 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জেলা তৃণমূল নেতৃত্ব এদিন জানিয়েছে ৷ এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন,"আমাদের নেতারা শুধু মানুষের অভাব-অভিযোগ শুনে প্রতিশ্রুতি দেন তা নয় ৷ সেই প্রতিশ্রুতি পালনও করেন ৷ দেখলেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর শেষেই দ্রুত সমস্যাগুলির সমাধান করা হল ।"