সিউড়ি, 7 জুন : বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে সোমবার বীরভূমের জেলাশাসকের সঙ্গে বৈঠক করলেন সাংসদ শতাব্দী রায় ৷ এই বৈঠকে টিকাকরণ-সহ অন্যান্য বিষয়েও আলোচনা হয় । করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়লে সেক্ষেত্রে কীভাবে তার মোকাবিলা করা হবে তা নিয়েও এদিন জেলাশাসকের সঙ্গে আলোচনা করেন সাংসদ শতাব্দী রায় ।
জেলাশাসকের সঙ্গে বৈঠক সেরে তিনি ফের অন্য একটি বৈঠক করেন সিউড়ি পৌরসভার প্রশাসকমণ্ডলী এবং সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীর সঙ্গে । সেই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল কীভাবে সিউড়ি শহরকে যানজট মুক্ত ও সাজিয়ে তোলা যায় । এর পাশাপাশি সিউড়ি শহরের পানীয় জল-সহ বেশ কিছু সমস্যা নিয়েও আলোচনা হয় ।
আরও পড়ুন : মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন ভারতকে রক্ষা করতে : অভিষেক
বৈঠক শেষে শতাব্দী বলেন, "তৃতীয় ঢেউ যদি আসে কীভাবে আমরা সেটা মোকাবিলা করব । সিউড়ি শহরে ড্রেন, পানীয় জল এবং আরও বিভিন্ন যেসব সমস্যা রয়েছে সেগুলো কীভাবে সমাধান করা যাবে সে বিষয়ে আলোচনা হল । "