দুবরাজপুর, 11 এপ্রিল : দুবরাজপুরে বিজেপি প্রার্থীর উপর হামলা । প্রার্থীর গাড়ি লক্ষ্য করে চলে ইট বৃষ্টি । গুরুতর আহত হন 2 বিজেপি কর্মী ৷ তাঁদের অভিযোগ, "খেলা হবে" স্লোগান দিতে দিতে ছুটে আসে কয়েকজন । তারপরই তাঁদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় ।
প্রসঙ্গত, দুবরাজপুরের লোকপুর থানার নাগড়াকোন্দা পঞ্চায়েতের ভাদুলিয়া গ্রামে রবিবার প্রচারে যান দুবরাজপুর বিধানসভার বিজেপি প্রার্থী অনুপ সাহা । তখন তাঁর গাড়ির পিছনে আসছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা ৷ সেই সময় এই হামলা হয় বলে অভিযোগ ৷
ঘটনা প্রসঙ্গে অনুপবাবু বলেন , " আমি প্রচারে গিয়েছি , তখন থেকেই তৃণমূলের লোকজন স্লোগান দিতে দিতে এসে হামলা করে । আমার গাড়ি ভেঙে দেওয়া হয় । আমাদের কর্মীরা আহত ।"
এই ঘটনার ফলে গাড়ির কাচ ভেঙে যায় এবং গাড়ির পিছনে আসতে থাকা বিজেপি কর্মীদের মধ্যে দু'জন আহত হয় ৷ তাদের দুবরাজপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । বিজেপির তরফে খয়রাশোল থানায় অভিযোগ দায়ের করা হয় ।
যদিও এই ঘটনার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে দুবরাজপুরের তৃণমূলের ব্লক সভাপতি ভোলা মিত্র বলেন, "মানুষ বিজেপির উপর ক্ষুব্ধ । তাই ক্ষোভ প্রকাশ করেছে ।"
আরও পড়ুন : এটা গণহত্যা, তথ্য লোপাটের জন্য আমাকে আটকে দেওয়া হল : মমতা