ETV Bharat / state

পোস্টাল ব্যালটে ভোট ঘিরে অশান্তি, বিজেপির বিরুদ্ধে পথে নামল তৃণমূল শিক্ষক সংগঠন - TMC

বিজেপি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অশান্তির সৃষ্টি করেছে, এই অভিযোগ তুলে এদিন প্রতিবাদে নামে তৃণমূল শিক্ষক সংগঠন । তৃণমূল শিক্ষা সেলের জেলা সভাপতি প্রলয় নায়েকের নেতৃত্বে হাতে পোস্টার নিয়ে চলতে থাকে বিক্ষোভ ।

পোস্টাল ব্যালটে ভোট ঘিরে অশান্তি, বিজেপির বিরুদ্ধে পথে নামল তৃণমূল শিক্ষক সংগঠন
পোস্টাল ব্যালটে ভোট ঘিরে অশান্তি, বিজেপির বিরুদ্ধে পথে নামল তৃণমূল শিক্ষক সংগঠন
author img

By

Published : Apr 22, 2021, 7:05 PM IST

বোলপুর, 22 এপ্রিল : পোস্টাল ব্যালটে ভোট ঘিরে অশান্তিতে বিজেপিকে দায়ী করে এবার পথে নামল তৃণমূল শিক্ষক সংগঠন । বোলপুর বাঁধগোড়া কালীকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের সামনে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল । এমনকী, তৃণমূলের শিক্ষক সংগঠনের তরফে নির্বাচন কমিশনে একটি অভিযোগ করা হয়েছে বোলপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ।

বীরভূম জেলা তৃণমূল শিক্ষা সেলের সভাপতি প্রলয় নায়েক বলেন, "বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় যেভাবে পোস্টাল ভোটে অশান্তি করল, তা আমরা আগে কখনও দেখিনি। আমরা কোনও শিক্ষক-শিক্ষিকাকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করিনি । স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিচ্ছে । সেখানে বিজেপি অশান্তি করেছে ।"

বিজেপির বিরুদ্ধে পথে নামল তৃণমূল শিক্ষক সংগঠন

প্রসঙ্গত, গতকাল বোলপুর উচ্চ বিদ্যালয় ও বোলপুর বাঁধগোড়া কালীকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পোস্টাল ব্যালটে ভোট হচ্ছিল । তাতে ছাপ্পার অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বিজেপি । ঘটনাস্থলে গিয়ে ভোট বাতিলের দাবি করেন বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় । ঘটনাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় । এসডিপিও-র নেতৃত্বে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।

আরও পড়ুন : কেন্দ্র-রাজ্যের জন্য কোভিড টিকার এক দামের দাবিতে সরব মমতা

বিজেপি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অশান্তির সৃষ্টি করেছে, এই অভিযোগ তুলে এদিন প্রতিবাদে নামে তৃণমূল শিক্ষক সংগঠন । তৃণমূল শিক্ষা সেলের জেলা সভাপতি প্রলয় নায়েকের নেতৃত্বে হাতে পোস্টার নিয়ে চলতে থাকে বিক্ষোভ ।

বোলপুর, 22 এপ্রিল : পোস্টাল ব্যালটে ভোট ঘিরে অশান্তিতে বিজেপিকে দায়ী করে এবার পথে নামল তৃণমূল শিক্ষক সংগঠন । বোলপুর বাঁধগোড়া কালীকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের সামনে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল । এমনকী, তৃণমূলের শিক্ষক সংগঠনের তরফে নির্বাচন কমিশনে একটি অভিযোগ করা হয়েছে বোলপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ।

বীরভূম জেলা তৃণমূল শিক্ষা সেলের সভাপতি প্রলয় নায়েক বলেন, "বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় যেভাবে পোস্টাল ভোটে অশান্তি করল, তা আমরা আগে কখনও দেখিনি। আমরা কোনও শিক্ষক-শিক্ষিকাকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করিনি । স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিচ্ছে । সেখানে বিজেপি অশান্তি করেছে ।"

বিজেপির বিরুদ্ধে পথে নামল তৃণমূল শিক্ষক সংগঠন

প্রসঙ্গত, গতকাল বোলপুর উচ্চ বিদ্যালয় ও বোলপুর বাঁধগোড়া কালীকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পোস্টাল ব্যালটে ভোট হচ্ছিল । তাতে ছাপ্পার অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বিজেপি । ঘটনাস্থলে গিয়ে ভোট বাতিলের দাবি করেন বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় । ঘটনাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় । এসডিপিও-র নেতৃত্বে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।

আরও পড়ুন : কেন্দ্র-রাজ্যের জন্য কোভিড টিকার এক দামের দাবিতে সরব মমতা

বিজেপি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অশান্তির সৃষ্টি করেছে, এই অভিযোগ তুলে এদিন প্রতিবাদে নামে তৃণমূল শিক্ষক সংগঠন । তৃণমূল শিক্ষা সেলের জেলা সভাপতি প্রলয় নায়েকের নেতৃত্বে হাতে পোস্টার নিয়ে চলতে থাকে বিক্ষোভ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.