ETV Bharat / state

ইলামবাজারে বোমা বাঁধতে গিয়ে হাত উড়ে মৃত্যু এক তৃণমূল কর্মীর - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

গতকাল রাতে ইলামবাজারের ছোটচক গ্রামের বাইরে ফাঁকা জায়গায় বোমা বাঁধার কাজ চলছিল বলে অভিযোগ । সেইসময় অসাবধানতাবশত বিস্ফোরণ হয় । বিস্ফোরণে হাফিজুল শেখ নামে এক ব্যক্তির কব্জি থেকে দুটো হাতই উড়ে যায় । রাতেই তাঁকে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । আজ দুপুরে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয় ।

ইলামবাজারে বোমা বাঁধতে গিয়ে হাত উড়ে মৃত্যু এক তৃণমূল কর্মীর
ইলামবাজারে বোমা বাঁধতে গিয়ে হাত উড়ে মৃত্যু এক তৃণমূল কর্মীর
author img

By

Published : Apr 30, 2021, 2:22 PM IST

ইলামবাজার, 30 এপ্রিল : বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ৷ ঘটনায় মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর । মৃতের নাম হাফিজুল শেখ (39) ৷ বিস্ফোরণে তাঁর কব্জি থেকে দুটো হাতই উড়ে যায় ৷ ইলামবাজারের ছোটচক গ্রামের ঘটনা ।

গতকাল রাতে ইলামবাজারের ছোটচক গ্রামের বাইরে ফাঁকা জায়গায় বোমা বাঁধার কাজ চলছিল বলে অভিযোগ । সেইসময় অসাবধানতাবশত বিস্ফোরণ হয় । বিস্ফোরণে হাফিজুল শেখ নামে এক ব্যক্তির কব্জি থেকে দুটো হাতই উড়ে যায় । রাতেই তাঁকে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । আজ দুপুরে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয় । বিস্ফোরণে আহত হয় আরও একজন । তার পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন, কোভিডে প্রয়াত প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজি

জানা গিয়েছে, ভোট পরবর্তী হিংসা ছড়াতে বোমা বাঁধার কাজ চলছিল । ঘটনাকে কেন্দ্র করে ছোটচক গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে । খবর পেয়ে গ্রামে যায় ইলামবাজার থানার পুলিশ । কী উদ্দেশ্যে বোমা বাঁধছিল তা তদন্ত করে দেখছে পুলিশ ।

ইলামবাজার, 30 এপ্রিল : বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ৷ ঘটনায় মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর । মৃতের নাম হাফিজুল শেখ (39) ৷ বিস্ফোরণে তাঁর কব্জি থেকে দুটো হাতই উড়ে যায় ৷ ইলামবাজারের ছোটচক গ্রামের ঘটনা ।

গতকাল রাতে ইলামবাজারের ছোটচক গ্রামের বাইরে ফাঁকা জায়গায় বোমা বাঁধার কাজ চলছিল বলে অভিযোগ । সেইসময় অসাবধানতাবশত বিস্ফোরণ হয় । বিস্ফোরণে হাফিজুল শেখ নামে এক ব্যক্তির কব্জি থেকে দুটো হাতই উড়ে যায় । রাতেই তাঁকে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । আজ দুপুরে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয় । বিস্ফোরণে আহত হয় আরও একজন । তার পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন, কোভিডে প্রয়াত প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজি

জানা গিয়েছে, ভোট পরবর্তী হিংসা ছড়াতে বোমা বাঁধার কাজ চলছিল । ঘটনাকে কেন্দ্র করে ছোটচক গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে । খবর পেয়ে গ্রামে যায় ইলামবাজার থানার পুলিশ । কী উদ্দেশ্যে বোমা বাঁধছিল তা তদন্ত করে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.