ETV Bharat / state

অনুব্রত ও তাঁর চার আত্মীয়কে আয়কর নোটিস : সূত্র - Income Tax Department

ভোটের আগে আয়কর নোটিস বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে৷ সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে৷

অনুব্রত ও তাঁর চার আত্মীয়কে আয়কর নোটিস : সূত্র
অনুব্রত ও তাঁর চার আত্মীয়কে আয়কর নোটিস : সূত্র
author img

By

Published : Apr 23, 2021, 12:38 PM IST

Updated : Apr 23, 2021, 1:20 PM IST

কলকাতা, 23 এপ্রিল : বীরভূমের বিধানসভা আসনগুলিতে নির্বাচন আগামী 29 এপ্রিল ৷ তার আগে কেন্দ্রীয় সরকার ও তৃণমূল কংগ্রেসের মধ্যে চাপানউতোর আরও একবার শুরু হওয়ার মুখে ৷ কারণ, তৃণমূলের অন্যতম হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলকে নোটিস দিয়েছে আয়কর দফতর ৷ অন্তত সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে ৷

তবে এই বিষয় নিয়ে আয়কর দফতর বা তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কারও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ কিন্তু সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, হিসাব বহির্ভূত সম্পত্তি রাখার জন্য অনুব্রত মণ্ডল ও তাঁর চার আত্মীয়কে নোটিস দেওয়া হয়েছে ৷ এক সপ্তাহের মধ্যে তাঁদের উত্তর দিতে বলা হয়েছে ৷

যদিও ভোটের ঠিক আগে এই নোটিস ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ৷ কারণ, প্রশ্ন উঠছে যে বীরভূমে যখন বিধানসভা নির্বাচনের ঠিক আগে কেন এই সিদ্ধান্ত নেওয়া হল ৷

আরও পড়ুন : "প্রধানমন্ত্রীর সভা বাতিলের পরেই প্রচারে নিষেধাজ্ঞা, কাকতালীয় ?"

উল্লেখ্য, বিজেপি নেতারা এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা নেতারা যতবার বীরভূমে এসেছেন, ততবারই অনুব্রত মণ্ডলের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ কয়েকদিন আগে বীরভূমের ইলামবাজারে নির্বাচনী সভা করতে এসেছিলেন শুভেন্দু অধিকারী ৷ তিনিও ওই সভা থেকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সম্পত্তি সংক্রান্ত অভিযোগ তুলেছিলেন ৷

কলকাতা, 23 এপ্রিল : বীরভূমের বিধানসভা আসনগুলিতে নির্বাচন আগামী 29 এপ্রিল ৷ তার আগে কেন্দ্রীয় সরকার ও তৃণমূল কংগ্রেসের মধ্যে চাপানউতোর আরও একবার শুরু হওয়ার মুখে ৷ কারণ, তৃণমূলের অন্যতম হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলকে নোটিস দিয়েছে আয়কর দফতর ৷ অন্তত সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে ৷

তবে এই বিষয় নিয়ে আয়কর দফতর বা তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কারও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ কিন্তু সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, হিসাব বহির্ভূত সম্পত্তি রাখার জন্য অনুব্রত মণ্ডল ও তাঁর চার আত্মীয়কে নোটিস দেওয়া হয়েছে ৷ এক সপ্তাহের মধ্যে তাঁদের উত্তর দিতে বলা হয়েছে ৷

যদিও ভোটের ঠিক আগে এই নোটিস ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ৷ কারণ, প্রশ্ন উঠছে যে বীরভূমে যখন বিধানসভা নির্বাচনের ঠিক আগে কেন এই সিদ্ধান্ত নেওয়া হল ৷

আরও পড়ুন : "প্রধানমন্ত্রীর সভা বাতিলের পরেই প্রচারে নিষেধাজ্ঞা, কাকতালীয় ?"

উল্লেখ্য, বিজেপি নেতারা এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা নেতারা যতবার বীরভূমে এসেছেন, ততবারই অনুব্রত মণ্ডলের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ কয়েকদিন আগে বীরভূমের ইলামবাজারে নির্বাচনী সভা করতে এসেছিলেন শুভেন্দু অধিকারী ৷ তিনিও ওই সভা থেকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সম্পত্তি সংক্রান্ত অভিযোগ তুলেছিলেন ৷

Last Updated : Apr 23, 2021, 1:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.