বোলপুর, 21 এপ্রিল: বোলপুর উচ্চ বিদ্যালয়ে পোস্টাল ব্যালট ভোটে ছাপ্পার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ, ব্যালট বাক্স সিল করা ছিল না ৷ কেন্দ্রীয় বাহিনীও ছিল না । এই নিয়ে বিজেপি নেতা-কর্মীদের বিক্ষোভের পর বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় এসে ভোট বাতিলের দাবি তোলেন । ইতিমধ্যে নির্বাচন কমিশনে ভোট বাতিলের দাবি তুলে অভিযোগ করা হয়েছে বিজেপি তরফে ৷
বুধবার সকাল থেকে বোলপুর উচ্চ বিদ্যালয়ে শুরু হয় পোস্টাল ব্যালটের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের নির্বাচনী প্রক্রিয়া চলছিল ৷ ঘটনাস্থলে আসেন অভিযোগ, ব্যালট বাক্সগুলি সিল করা ছিল না । এমনকি, তাতে তালা দেওয়াও ছিল না । এছাড়া ভোট প্রক্রিয়া পরিচালনার জন্য কেন্দ্রীয় বাহিনীর বদলে রাজ্য পুলিশ মোতায়েন ছিল ।
এই পরিস্থিতিতে ছাপ্পা ভোট চলছিল বলে অভিযোগ তুলে বাধা দেন বিজেপির নেতা-কর্মীরা । দীর্ঘক্ষণ ভোটকেন্দ্রে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির নেতা-কর্মীরা ৷ খবর পেয়ে বোলপুর মহকুমাশাসক ও বোলপুরের এসডিপিওর নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে । পরে ঘটনাস্থলে আসেন বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় । ভোট বাতিলের দাবিতে সরব হন তিনি । নির্বাচন কমিশনের কাছে ভোট বাতিলের দাবিতে অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে । গন্ডগোলে কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় ভোট প্রক্রিয়া ।
বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, "তৃণমূল ছাপ্পা শুরু করেছে । এই রকম আগে কখনও দেখিনি । ব্যালট বাক্সে না ছিল তালা, না ছিল সিল । আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছি । আর ভোট বাতিলের দাবি করেছি ।"
আরও পড়ুন: সিউড়ির সামগ্রিক উন্নয়নই আমার মূল কাজ, বললেন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়