ETV Bharat / state

বিজেপির বিরুদ্ধে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ থেকে লোক ঢোকানোর অভিযোগ অনুব্রতর - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

অনুব্রত মণ্ডল অভিযোগ করেছেন বিজেপি বীরভূমে যে অশান্তির পরিকল্পনা করছে ৷ এ নিয়ে বীরভূমের এসপি ও এসডিপিও-র কাছে অভিযোগ জানিয়েছেন তিনি ৷ সেই সঙ্গে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ থেকে বিজেপি রাজ্যে লোক ঢোকাচ্ছে ৷

BJP is bringing people from Uttar Pradesh and Madhya Pradesh says anubrata mondal in birbhum
বিজেপির বিরুদ্ধে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ থেকে লোক ঢোকানোর অভিযোগ অনুব্রতর
author img

By

Published : Apr 21, 2021, 8:49 PM IST

বোলপুর, 21 এপ্রিল : উত্তর প্রদেশে ও মধ্যপ্রদেশে থেকে লোক আনছে বিজেপি ৷ সঙ্গে বোমা নিয়ে আসছে ৷ এবার এই অভিযোগ করলেন খোদ অনুব্রত মণ্ডল ৷ যিনি কি না নিজেই কথার বোমা ফাটান ৷ তাঁর অভিযোগ বিজেপি বাইরে থেকে লোক এনে বীরভূমে ভোটের দিন অশান্তি পাকাতে চাইছে ৷ সেই জন্য বিজেপি আনা ওই বহিরাগতরা বোমা বাঁধছে খোদ বীরভূমে ৷ অন্যদিকে, আজ বীরভূমে পোস্টাল ব্যালটের ভোটকে ঘিরে অশান্ত হয়ে ওঠে বোলপুর ৷ যা নিয়ে বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানোর কথা বলেন বীরভূমের তৃণমূল সভাপতি ৷

অনুব্রত মণ্ডল অভিযোগ করেছেন বিজেপি বীরভূমে যে অশান্তির পরিকল্পনা করছে ৷ এ নিয়ে বীরভূমের এসপি ও এসডিপিও-র কাছে অভিযোগ জানিয়েছেন তিনি ৷ সেই সঙ্গে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ থেকে বিজেপি রাজ্যে লোক ঢোকাচ্ছে ৷ প্রসঙ্গত, এদিন বোলপুরে পোস্টাল ব্যালটের ভোটকে ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে অশান্তি হয় ৷ আজ বোলপুর উচ্চ বিদ্যালয় ও বাঁধগোড়া কালীকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পোস্টাল ভোট ঘিরে ছাপ্পা ভোটের অভিযোগ তোলে বিজেপি। ঘটনাস্থলে গিয়ে ভোট বাতিলের দাবি করেন বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় । যে ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হয় বোলপুরে ।

বিজেপির বিরুদ্ধে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ থেকে লোক ঢোকানোর অভিযোগ অনুব্রতর

আরও পড়ুন : জিতেন্দ্রকে 'মোষ'-'রাক্ষস', কমিশনকে 'ধৃতরাষ্ট্র' পাণ্ডবেশ্বরে বেলাগাম অনুব্রত
এই প্রসঙ্গে, বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ‘‘কোনও ছাপ্পা ভোট হচ্ছিল না । কি দরকার ছিল প্রার্থীর সেখানে যাওয়ার ? তৃণমূল প্রার্থী তো যাইনি । আমরা এফআইআর করব । অশান্তি করার জন্য এসব করছে বিজেপি প্রার্থী।’’

বোলপুর, 21 এপ্রিল : উত্তর প্রদেশে ও মধ্যপ্রদেশে থেকে লোক আনছে বিজেপি ৷ সঙ্গে বোমা নিয়ে আসছে ৷ এবার এই অভিযোগ করলেন খোদ অনুব্রত মণ্ডল ৷ যিনি কি না নিজেই কথার বোমা ফাটান ৷ তাঁর অভিযোগ বিজেপি বাইরে থেকে লোক এনে বীরভূমে ভোটের দিন অশান্তি পাকাতে চাইছে ৷ সেই জন্য বিজেপি আনা ওই বহিরাগতরা বোমা বাঁধছে খোদ বীরভূমে ৷ অন্যদিকে, আজ বীরভূমে পোস্টাল ব্যালটের ভোটকে ঘিরে অশান্ত হয়ে ওঠে বোলপুর ৷ যা নিয়ে বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানোর কথা বলেন বীরভূমের তৃণমূল সভাপতি ৷

অনুব্রত মণ্ডল অভিযোগ করেছেন বিজেপি বীরভূমে যে অশান্তির পরিকল্পনা করছে ৷ এ নিয়ে বীরভূমের এসপি ও এসডিপিও-র কাছে অভিযোগ জানিয়েছেন তিনি ৷ সেই সঙ্গে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ থেকে বিজেপি রাজ্যে লোক ঢোকাচ্ছে ৷ প্রসঙ্গত, এদিন বোলপুরে পোস্টাল ব্যালটের ভোটকে ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে অশান্তি হয় ৷ আজ বোলপুর উচ্চ বিদ্যালয় ও বাঁধগোড়া কালীকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পোস্টাল ভোট ঘিরে ছাপ্পা ভোটের অভিযোগ তোলে বিজেপি। ঘটনাস্থলে গিয়ে ভোট বাতিলের দাবি করেন বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় । যে ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হয় বোলপুরে ।

বিজেপির বিরুদ্ধে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ থেকে লোক ঢোকানোর অভিযোগ অনুব্রতর

আরও পড়ুন : জিতেন্দ্রকে 'মোষ'-'রাক্ষস', কমিশনকে 'ধৃতরাষ্ট্র' পাণ্ডবেশ্বরে বেলাগাম অনুব্রত
এই প্রসঙ্গে, বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ‘‘কোনও ছাপ্পা ভোট হচ্ছিল না । কি দরকার ছিল প্রার্থীর সেখানে যাওয়ার ? তৃণমূল প্রার্থী তো যাইনি । আমরা এফআইআর করব । অশান্তি করার জন্য এসব করছে বিজেপি প্রার্থী।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.