ETV Bharat / state

নজরবন্দিতেও অনুব্রতের মুখে খেলা হবে বুলি

নজরবন্দি হওয়ার পর অনুব্রত মণ্ডল বলেন, "2016তেও করেছিল, 2019 সালেও করেছিল । এবারও করল । ওরা কেন করেছে, ওরাই জানে । তবে খেলা হবে ।"

author img

By

Published : Apr 27, 2021, 8:10 PM IST

Updated : Apr 27, 2021, 8:54 PM IST

Anubrata Mandal again says khela hobe
নজরবন্দি করলেও খেলা হবে, বললেন অনুব্রত মণ্ডল

বোলপুর, 27 এপ্রিল : নজরবন্দি হলেও খেলা হবে । বক্তা অনুব্রত মণ্ডল । এবারের নির্বাচনেও নজরবন্দি করা হল তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। এদিন বিকেল পাঁচটা থেকে 30 এপ্রিল সকাল সাতটা পর্যন্ত তাঁকে নজরবন্দি করল নির্বাচন কমিশন । এর আগেও 2016 ও 2019 সালে বিধানসভা ও লোকসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করা হয়েছিল ।

29 এপ্রিল শেষ দফা অর্থাৎ অষ্টম দফার নির্বাচন বীরভূম জেলায় । তার আগেই নজরবন্দি করা হল তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে । প্রায় 60 ঘণ্টা তাঁকে নজরবন্দি করল নির্বাচন কমিশন । এদিন বিকেল পাঁচটা থেকে নির্বাচনের পরের দিন অর্থাৎ 30 এপ্রিল সকাল সাতটা পর্যন্ত নজরবন্দি থাকবেন অনুব্রত ।

নজরবন্দি হওয়ার পর অনুব্রত মণ্ডল বলেন,"2016 তেও করেছিল, 2019 সালেও করেছিল । এবারও করল । ওরা কেন করেছে, ওরাই জানে । তবে খেলা হবে ।"

আরও পড়ুন : বীরভূমে ভোটের আগে অনুব্রতকে নজরবন্দি করল নির্বাচন কমিশন

প্রসঙ্গত, বোলপুরের সভা থেকে নজরবন্দি করলে অনুব্রত মণ্ডলকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আদালতে যাবেন কি না সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অনুব্রত মণ্ডল বলেন, "দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব ।"

বোলপুর, 27 এপ্রিল : নজরবন্দি হলেও খেলা হবে । বক্তা অনুব্রত মণ্ডল । এবারের নির্বাচনেও নজরবন্দি করা হল তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। এদিন বিকেল পাঁচটা থেকে 30 এপ্রিল সকাল সাতটা পর্যন্ত তাঁকে নজরবন্দি করল নির্বাচন কমিশন । এর আগেও 2016 ও 2019 সালে বিধানসভা ও লোকসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করা হয়েছিল ।

29 এপ্রিল শেষ দফা অর্থাৎ অষ্টম দফার নির্বাচন বীরভূম জেলায় । তার আগেই নজরবন্দি করা হল তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে । প্রায় 60 ঘণ্টা তাঁকে নজরবন্দি করল নির্বাচন কমিশন । এদিন বিকেল পাঁচটা থেকে নির্বাচনের পরের দিন অর্থাৎ 30 এপ্রিল সকাল সাতটা পর্যন্ত নজরবন্দি থাকবেন অনুব্রত ।

নজরবন্দি হওয়ার পর অনুব্রত মণ্ডল বলেন,"2016 তেও করেছিল, 2019 সালেও করেছিল । এবারও করল । ওরা কেন করেছে, ওরাই জানে । তবে খেলা হবে ।"

আরও পড়ুন : বীরভূমে ভোটের আগে অনুব্রতকে নজরবন্দি করল নির্বাচন কমিশন

প্রসঙ্গত, বোলপুরের সভা থেকে নজরবন্দি করলে অনুব্রত মণ্ডলকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আদালতে যাবেন কি না সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অনুব্রত মণ্ডল বলেন, "দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব ।"

Last Updated : Apr 27, 2021, 8:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.