সিউড়ি, 18 এপ্রিল : বিজেপি প্রার্থীর উপর হামলায় সিউড়ি থানার সামনে শনিবার অবস্থান বিক্ষোভ করলেন শুভেন্দু অধিকারী । সাঁইথিয়ার বিজেপি প্রার্থীকে নিয়ে থানার সামনেই বসে পড়েন তিনি ।
শনিবার কোমা গ্রামপঞ্চায়েত এলাকায় প্রচারে যান সাঁইথিয়া বিধানসভার বিজেপি প্রার্থী প্রিয়া সাহা । অভিযোগ, ফেরার সময় তাঁদের উপর হামলা করে তৃণমূলের লোকজন । পুলিশের সামনেই চলে বোমাবাজি । বিজেপি প্রার্থীর গাড়ির কাঁচও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ । অপরদিকে, বীরভূম জেলায় প্রচারে আসেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী । প্রচার শেষে প্রার্থীর উপর হামলার প্রতিবাদে সিউড়ি থানার সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন তিনি । প্রার্থী প্রিয়া সাহা ও বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহাকে নিয়ে থানার সামনেই বসে পড়েন শুভেন্দু ৷
আরও পড়ুন : শেষ 10 বছরে এত শান্তিপূর্ণ ভোট দেখেনি বাংলার মানুষ...
পুলিশ আধিকারিকেরা এসে শুভেন্দুকে বোঝাতে গেলে উত্তেজিত হয়ে ওঠে দলের কর্মীরা । অভিযুক্তদের গ্রেফতারের দাবি তোলে তারা ৷ অভিযুক্তদের যতক্ষণ না গ্রেফতার করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অবস্থান চলবে বলে জানিয়েছিলেন বিজেপি নেতৃত্ব । যদিও পরে রাত বাড়লে তারা অবস্থান বিক্ষোভ তুলে নেয় ৷