ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : রামপুরহাটে বিজেপি ও নির্দল প্রার্থীর বাড়িতে হামলা, কাঠগড়ায় তৃণমূল

author img

By

Published : Feb 11, 2022, 12:20 PM IST

রামপুরহাট পৌরসভার 18নং ওয়ার্ডের বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ (Attack on BJP Candidate House in Rampurhat Municipality) ৷ বৃহস্পতিবার রাতে প্রার্থী দীনেশ মণ্ডলের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ ৷ তাঁর বাড়ি ইট ছোড়া হয় ৷ এমনকি প্রার্থীপদ প্রত্যাহারের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে ৷ অন্যদিকে, 2নং ওয়ার্ডে এক নির্দল প্রার্থীর বাড়িতেও হামলা চালানো হয় ৷ গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে ৷

bengal-civic-polls-2022-attack-on-bjp-candidate-house-in-rampurhat-municipality
bengal-civic-polls-2022-attack-on-bjp-candidate-house-in-rampurhat-municipality

রামপুরহাট (বীরভূম), 11 ফেব্রুয়ারি : রাতের অন্ধকার রামপুরহাট পৌরসভায় বিজেপি ও নির্দল প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ (Attack on BJP Candidate House in Rampurhat Municipality) ৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালায় বলে অভিযোগ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ গতকাল রাতে রামপুরহাট পৌরসভার 18ন ওয়ার্ডের বিজেপি প্রার্থী এবং তাঁর দাদার বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ ৷

27 ফেব্রুয়ারি রাজ্যে 108টি পৌরসভায় ভোট (Bengal Civic Polls 2022) ৷ তার আগে একের পর এক বিরোধী দলের প্রার্থীদের বাড়িতে হামলার অভিযোগ ৷ বিজেপি প্রার্থী দীনেশ মণ্ডল অভিযোগ করেছেন, বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ একদল দুষ্কৃতী তাঁর বাড়ির সামনে জড়ো হয়ে গালিগালাজ শুরু করে ৷ এরপর বাড়ি লক্ষ্য করে ইট মারতে থাকে দুষ্কৃতীরা ৷ ঘটনায় তাঁর বাড়ির কাঁচের জানালা ভেঙে গিয়েছে বলে অভিযোগ ৷ অন্যদিকে দীনেশ মণ্ডলের বাড়ির উল্টোদিকে 9নং ওয়ার্ডের বাসিন্দা তাঁর দাদা বিনয় মণ্ডল ৷ প্রায় 20-22 জনের ওই দুষ্কৃতী দল তাঁর বাড়িতেও হামলা করে ৷ বাড়িতে ইট মেরে কাঁচ ভেঙে দেয় বলে অভিযোগ ৷

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : বহরমপুরে কংগ্রেস প্রার্থী শম্ভু কর্মকারের বাড়িতে হামলা, অভিযোগ তৃণমূলের দিকে

রামপুরহাট পৌরসভার 18নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন, তাঁকে প্রার্থীপদ প্রত্যাহার করতে বলেছে দুষ্কৃতীরা ৷ আর তা না করলে প্রাণে মারার হুমকি দিয়েছে তারা ৷ এই ঘটনায় সরসারি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন দীনেশ মণ্ডল ৷ অন্যদিকে, রামপুরহাট পৌরসভার 2নং ওয়ার্ডের নির্দল প্রার্থী আনোয়ার হোসেনের বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা ৷ বাড়িতে ঢুকে প্রার্থীকে মারধর ও ভাঙচুর করা হয় বলে অভিযোগ ৷ সেই সঙ্গে প্রার্থীপদ প্রত্যাহারের হুমকি দিয়েছে ওই দুষ্কৃতীরা ৷ দু’টি ঘটনাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ যদিও, রামপুরহাট তৃণমূলের তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

রামপুরহাট (বীরভূম), 11 ফেব্রুয়ারি : রাতের অন্ধকার রামপুরহাট পৌরসভায় বিজেপি ও নির্দল প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ (Attack on BJP Candidate House in Rampurhat Municipality) ৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালায় বলে অভিযোগ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ গতকাল রাতে রামপুরহাট পৌরসভার 18ন ওয়ার্ডের বিজেপি প্রার্থী এবং তাঁর দাদার বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ ৷

27 ফেব্রুয়ারি রাজ্যে 108টি পৌরসভায় ভোট (Bengal Civic Polls 2022) ৷ তার আগে একের পর এক বিরোধী দলের প্রার্থীদের বাড়িতে হামলার অভিযোগ ৷ বিজেপি প্রার্থী দীনেশ মণ্ডল অভিযোগ করেছেন, বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ একদল দুষ্কৃতী তাঁর বাড়ির সামনে জড়ো হয়ে গালিগালাজ শুরু করে ৷ এরপর বাড়ি লক্ষ্য করে ইট মারতে থাকে দুষ্কৃতীরা ৷ ঘটনায় তাঁর বাড়ির কাঁচের জানালা ভেঙে গিয়েছে বলে অভিযোগ ৷ অন্যদিকে দীনেশ মণ্ডলের বাড়ির উল্টোদিকে 9নং ওয়ার্ডের বাসিন্দা তাঁর দাদা বিনয় মণ্ডল ৷ প্রায় 20-22 জনের ওই দুষ্কৃতী দল তাঁর বাড়িতেও হামলা করে ৷ বাড়িতে ইট মেরে কাঁচ ভেঙে দেয় বলে অভিযোগ ৷

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : বহরমপুরে কংগ্রেস প্রার্থী শম্ভু কর্মকারের বাড়িতে হামলা, অভিযোগ তৃণমূলের দিকে

রামপুরহাট পৌরসভার 18নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন, তাঁকে প্রার্থীপদ প্রত্যাহার করতে বলেছে দুষ্কৃতীরা ৷ আর তা না করলে প্রাণে মারার হুমকি দিয়েছে তারা ৷ এই ঘটনায় সরসারি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন দীনেশ মণ্ডল ৷ অন্যদিকে, রামপুরহাট পৌরসভার 2নং ওয়ার্ডের নির্দল প্রার্থী আনোয়ার হোসেনের বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা ৷ বাড়িতে ঢুকে প্রার্থীকে মারধর ও ভাঙচুর করা হয় বলে অভিযোগ ৷ সেই সঙ্গে প্রার্থীপদ প্রত্যাহারের হুমকি দিয়েছে ওই দুষ্কৃতীরা ৷ দু’টি ঘটনাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ যদিও, রামপুরহাট তৃণমূলের তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.