ETV Bharat / state

Rampurhat Massacre : ক্ষতিপূরণ নয়, অভিযুক্তদের ফাঁসির দাবিতে সরব বগটুইয়ে নিহতদের পরিজন - Mamata Announces Compensation for Bagtui Victims Family

সোমবার বীরভূমের বগটুইয়ে আটজনকে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে ৷ বৃহস্পতিবার ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ তিনি অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করতে বলেছেন ৷ ক্ষতিপূরণের ঘোষণা করেছেন ৷ কিন্তু গ্রামবাসীদের দাবি যে ক্ষতিপূরণ নয়, অভিযুক্তদের ফাঁসি হোক (Bagtui Victims Relatives wants Capital Punishment of Accused Persons) ৷

bagtui-victims-relatives-wants-capital-punishment-of-accused-persons
Rampurhat Massacre : ক্ষতিপূরণ নয়, অভিযুক্তদের ফাঁসির দাবিতে সরব বগটুইয়ে নিহতের পরিজন
author img

By

Published : Mar 24, 2022, 5:27 PM IST

Updated : Mar 24, 2022, 6:57 PM IST

বগটুই (বীরভূম), 24 মার্চ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) আশ্বাসের পরও ক্ষোভের আগুন নেভার লক্ষণ নেই বীরভূমের বগটুই গ্রামে ৷ বরং সোমবার রাতে যাঁদের পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে (Miscreants Allegedly Brunt Alive Several Villagers of Bagtui), তাঁদের পরিজনদের দাবি যে, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁরা কথা বলার সুযোগ পাননি ৷ নিহতদের পরিজনদের অভিযোগ, চোখের সামনে মা-স্বামীকে পুড়তে দেখেছি৷ আমাদের সঙ্গেই কথা বললেন না মুখ্যমন্ত্রী ।

বৃহস্পতিবার রামপুরহাট মহকুমা এলাকার ওই গ্রামে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Visits Bagtui) ৷ সেখানে গিয়ে নিহতদের পরিজনদের সঙ্গে কথা বলেন ৷ সকলের সামনেই রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যে, অন্যতম অভিযুক্ত আনারুল হোসনেক গ্রেফতার করতে হবে ৷ এছাড়া তিনি ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেন (Mamata Announces Compensation for Bagtui Victims Family) ৷ নিহতদের পরিবার থেকে একজনকে চাকরিও পাবেন বলেও জানান মুখ্যমন্ত্রী ৷

কিন্তু মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরই কান্না ভেঙে পড়েন অনেকে ৷ অনেকে ক্ষোভ উগরে দেন ৷ তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী এসেও তাঁদের সঙ্গে কথা বলেননি । তাই তাঁরা বলছেন, ‘‘ক্ষতিপূরণ চাই না, ফাঁসির সাজা দেওয়া হোক অভিযুক্তদের (Bagtui Victims Relatives wants Capital Punishment of Accused Persons) ।’’

ক্ষতিপূরণ নয়, অভিযুক্তদের ফাঁসির দাবিতে সরব বগটুইয়ে নিহতদের পরিজন

চোখের সামনে নিজের মা, বাচ্চা, স্বামীকে পুড়তে দেখেছেন । খাটের তলায় ঢুকে কোনও রকমে প্রাণ বাঁচিয়েছেন শুকতারা খাতুন নামে স্থানীয় একটি মেয়ে ৷ অন্য ঘরে নিজের দিদা, ছোট বোনকে অগ্নিদগ্ধ হতে দেখেছেন তিনি ৷ এদিন কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, "আমি কাকে নিয়ে থাকব ৷ ক্ষতিপূরণ নিয়ে কি হবে? আমি চাই দোষীদের ফাঁসির সাজা দেওয়া হোক ।"

আরও পড়ুন : Mamata at Bagtui : বগটুই-কাণ্ডে ক্ষতিপূরণের ঘোষণা, তৃণমূল নেতা আনারুলকে গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বগটুই (বীরভূম), 24 মার্চ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) আশ্বাসের পরও ক্ষোভের আগুন নেভার লক্ষণ নেই বীরভূমের বগটুই গ্রামে ৷ বরং সোমবার রাতে যাঁদের পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে (Miscreants Allegedly Brunt Alive Several Villagers of Bagtui), তাঁদের পরিজনদের দাবি যে, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁরা কথা বলার সুযোগ পাননি ৷ নিহতদের পরিজনদের অভিযোগ, চোখের সামনে মা-স্বামীকে পুড়তে দেখেছি৷ আমাদের সঙ্গেই কথা বললেন না মুখ্যমন্ত্রী ।

বৃহস্পতিবার রামপুরহাট মহকুমা এলাকার ওই গ্রামে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Visits Bagtui) ৷ সেখানে গিয়ে নিহতদের পরিজনদের সঙ্গে কথা বলেন ৷ সকলের সামনেই রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যে, অন্যতম অভিযুক্ত আনারুল হোসনেক গ্রেফতার করতে হবে ৷ এছাড়া তিনি ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেন (Mamata Announces Compensation for Bagtui Victims Family) ৷ নিহতদের পরিবার থেকে একজনকে চাকরিও পাবেন বলেও জানান মুখ্যমন্ত্রী ৷

কিন্তু মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরই কান্না ভেঙে পড়েন অনেকে ৷ অনেকে ক্ষোভ উগরে দেন ৷ তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী এসেও তাঁদের সঙ্গে কথা বলেননি । তাই তাঁরা বলছেন, ‘‘ক্ষতিপূরণ চাই না, ফাঁসির সাজা দেওয়া হোক অভিযুক্তদের (Bagtui Victims Relatives wants Capital Punishment of Accused Persons) ।’’

ক্ষতিপূরণ নয়, অভিযুক্তদের ফাঁসির দাবিতে সরব বগটুইয়ে নিহতদের পরিজন

চোখের সামনে নিজের মা, বাচ্চা, স্বামীকে পুড়তে দেখেছেন । খাটের তলায় ঢুকে কোনও রকমে প্রাণ বাঁচিয়েছেন শুকতারা খাতুন নামে স্থানীয় একটি মেয়ে ৷ অন্য ঘরে নিজের দিদা, ছোট বোনকে অগ্নিদগ্ধ হতে দেখেছেন তিনি ৷ এদিন কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, "আমি কাকে নিয়ে থাকব ৷ ক্ষতিপূরণ নিয়ে কি হবে? আমি চাই দোষীদের ফাঁসির সাজা দেওয়া হোক ।"

আরও পড়ুন : Mamata at Bagtui : বগটুই-কাণ্ডে ক্ষতিপূরণের ঘোষণা, তৃণমূল নেতা আনারুলকে গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Last Updated : Mar 24, 2022, 6:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.