বগটুই (বীরভূম), 24 মার্চ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) আশ্বাসের পরও ক্ষোভের আগুন নেভার লক্ষণ নেই বীরভূমের বগটুই গ্রামে ৷ বরং সোমবার রাতে যাঁদের পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে (Miscreants Allegedly Brunt Alive Several Villagers of Bagtui), তাঁদের পরিজনদের দাবি যে, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁরা কথা বলার সুযোগ পাননি ৷ নিহতদের পরিজনদের অভিযোগ, চোখের সামনে মা-স্বামীকে পুড়তে দেখেছি৷ আমাদের সঙ্গেই কথা বললেন না মুখ্যমন্ত্রী ।
বৃহস্পতিবার রামপুরহাট মহকুমা এলাকার ওই গ্রামে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Visits Bagtui) ৷ সেখানে গিয়ে নিহতদের পরিজনদের সঙ্গে কথা বলেন ৷ সকলের সামনেই রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যে, অন্যতম অভিযুক্ত আনারুল হোসনেক গ্রেফতার করতে হবে ৷ এছাড়া তিনি ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেন (Mamata Announces Compensation for Bagtui Victims Family) ৷ নিহতদের পরিবার থেকে একজনকে চাকরিও পাবেন বলেও জানান মুখ্যমন্ত্রী ৷
কিন্তু মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরই কান্না ভেঙে পড়েন অনেকে ৷ অনেকে ক্ষোভ উগরে দেন ৷ তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী এসেও তাঁদের সঙ্গে কথা বলেননি । তাই তাঁরা বলছেন, ‘‘ক্ষতিপূরণ চাই না, ফাঁসির সাজা দেওয়া হোক অভিযুক্তদের (Bagtui Victims Relatives wants Capital Punishment of Accused Persons) ।’’
চোখের সামনে নিজের মা, বাচ্চা, স্বামীকে পুড়তে দেখেছেন । খাটের তলায় ঢুকে কোনও রকমে প্রাণ বাঁচিয়েছেন শুকতারা খাতুন নামে স্থানীয় একটি মেয়ে ৷ অন্য ঘরে নিজের দিদা, ছোট বোনকে অগ্নিদগ্ধ হতে দেখেছেন তিনি ৷ এদিন কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, "আমি কাকে নিয়ে থাকব ৷ ক্ষতিপূরণ নিয়ে কি হবে? আমি চাই দোষীদের ফাঁসির সাজা দেওয়া হোক ।"
আরও পড়ুন : Mamata at Bagtui : বগটুই-কাণ্ডে ক্ষতিপূরণের ঘোষণা, তৃণমূল নেতা আনারুলকে গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রীর