ETV Bharat / state

Babul Supriyo: দুর্ঘটনাগ্রস্ত কনভয়, আহত নিরাপত্তারক্ষীদের ফেলে মঞ্চ মাতালেন বাবুল - Babul Supriyo Convoy accident in Birbhum

অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে উলটে গেল তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়র কনভয়ের একটি গাড়ি (Babul Supriyo in Birbhum)৷ আহত তাঁর 7 নিরাপত্তারক্ষী ৷

Etv Bharat
বাবুল সুপ্রিয়
author img

By

Published : Feb 3, 2023, 10:22 PM IST

Updated : Feb 3, 2023, 10:51 PM IST

সাঁইথিয়া, 3 ফেব্রুয়ারি: দুর্ঘটনার কবলে পড়ল বাবুল সুপ্রিয়র কনভয় ৷ শুক্রবার রামপুরহাটে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে ৷ যদিও, সুরক্ষিত রয়েছেন তৃণমূল বিধায়ক তথা সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় । তবে কনভয়ের একটি গাড়ি উলটে আহত হন 7 জন নিরাপত্তারক্ষী (Babul Supriyo Convoy Accident)।

কলকাতা থেকে রামপুরহাটে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক তথা সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় ৷ বীরভূমের সাঁইথিয়া শহর ঢোকার আগে মাসাড্ডা গ্রামের কাছে রাত 8টা 10 নাগাদ তাঁর কনভয় দুর্ঘটনার কবলে পড়ে ৷ সেখান থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের দূরত্ব ছিল প্রায় 30 কিলোমিটার ৷ দুর্ঘটনা ঘটনার আধঘণ্টার মধ্যেই অর্থাৎ 8টা 40 নাগাদ রামপুরহাট উৎসবে গান্ধি পার্কের অনুষ্ঠান মঞ্চে ওঠেন বাবুল ৷ জানা গিয়েছে, কনভয়ের পিছনে থাকা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পালটি খায় ৷ সেই গাড়িতে থাকা প্রায় 7 জনই আহত হন । তাঁদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর ৷ আহতরা সকলেই বাবুলের নিরাপত্তারক্ষী বলে জানা গিয়েছে । আহতদের উদ্ধার করে সাঁইথিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে । বেহাল রাস্তার জন্যই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন সাঁইথিয়া থানার ওসি ও পুলিশকর্মীরা ৷ স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছন স্থানীয় তৃণমূল কর্মীরাও ৷

তবে এই দুর্ঘটনার পরেও কীভাবে নিরাপত্তারক্ষীদের ছেড়ে তিনি গান্ধি পার্কের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিলেন তাই নিয়ে উঠছে প্রশ্ন ৷ জানা গিয়েছে, প্রথমে এই অনুষ্ঠান করার কথা ছিল নচিকেতার ৷ কিন্তু হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়ায় রামপুরহাট পর্যন্ত আসার অবস্থা ছিল না ৷ তাই শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় শো ৷ তাঁর জায়গায় অনুষ্ঠান করতে আসেন বাবুল ৷

সাঁইথিয়া, 3 ফেব্রুয়ারি: দুর্ঘটনার কবলে পড়ল বাবুল সুপ্রিয়র কনভয় ৷ শুক্রবার রামপুরহাটে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে ৷ যদিও, সুরক্ষিত রয়েছেন তৃণমূল বিধায়ক তথা সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় । তবে কনভয়ের একটি গাড়ি উলটে আহত হন 7 জন নিরাপত্তারক্ষী (Babul Supriyo Convoy Accident)।

কলকাতা থেকে রামপুরহাটে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক তথা সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় ৷ বীরভূমের সাঁইথিয়া শহর ঢোকার আগে মাসাড্ডা গ্রামের কাছে রাত 8টা 10 নাগাদ তাঁর কনভয় দুর্ঘটনার কবলে পড়ে ৷ সেখান থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের দূরত্ব ছিল প্রায় 30 কিলোমিটার ৷ দুর্ঘটনা ঘটনার আধঘণ্টার মধ্যেই অর্থাৎ 8টা 40 নাগাদ রামপুরহাট উৎসবে গান্ধি পার্কের অনুষ্ঠান মঞ্চে ওঠেন বাবুল ৷ জানা গিয়েছে, কনভয়ের পিছনে থাকা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পালটি খায় ৷ সেই গাড়িতে থাকা প্রায় 7 জনই আহত হন । তাঁদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর ৷ আহতরা সকলেই বাবুলের নিরাপত্তারক্ষী বলে জানা গিয়েছে । আহতদের উদ্ধার করে সাঁইথিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে । বেহাল রাস্তার জন্যই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন সাঁইথিয়া থানার ওসি ও পুলিশকর্মীরা ৷ স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছন স্থানীয় তৃণমূল কর্মীরাও ৷

তবে এই দুর্ঘটনার পরেও কীভাবে নিরাপত্তারক্ষীদের ছেড়ে তিনি গান্ধি পার্কের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিলেন তাই নিয়ে উঠছে প্রশ্ন ৷ জানা গিয়েছে, প্রথমে এই অনুষ্ঠান করার কথা ছিল নচিকেতার ৷ কিন্তু হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়ায় রামপুরহাট পর্যন্ত আসার অবস্থা ছিল না ৷ তাই শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় শো ৷ তাঁর জায়গায় অনুষ্ঠান করতে আসেন বাবুল ৷

আরও পড়ুন : রাতের সফরে মহিলাদের সুরক্ষায় কনভয় নাইট ফ্যালকন আনল রেল

Last Updated : Feb 3, 2023, 10:51 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.