নানুর, ৮ নভেম্বর : চলন্ত বাসে ধুমপানের প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক পুলিশ কর্মী ৷ আহত পুলিশ কর্মীর নাম মহম্মদ শাজাহান ৷ তাঁর অভিযোগ, চার মদ্যপ যুবক তাঁকে মারধর করেছে ৷ ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন ওই পুলিশ কর্মী ৷
বীরভূমের সদাইপুর থানায় কর্মরত এনভিএফ কর্মী মহম্মদ শাজাহান। তাঁর বাড়ি নানুরে ৷ বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে রবিবার দেখতে গিয়েছিলেন শাহজাহান। সেখান থেকে বোলপুর-কাটোয়া রুটের বাসে করে বাড়ি ফিরছিলেন তিনি ৷ অভিযোগ, ওই বাসের মধ্যে চার মদ্যপ যুবক ধুমপান করছিল। তাতে আপত্তি জানান বাসের মহিলা যাত্রীরা ৷ তা দেখে ধুমপানে বাধা দিতে যান শাজাহান ৷ এরপরেই ওই চার যুবক তাঁর উপর চড়াও হয়ে চলন্ত বাসের মধ্যেই বেধড়ক মারধর করে বলে অভিযোগ ওই পুলিশ কর্মীর। তিনি বলেন, "আমি নিজের পরিচয় দিই ৷ বাস থেকেই নানুর থানায় ফোন করি ৷ তখনই আমাকে বেশি মারতে শুরু করে ওরা ৷"
আরও পড়ুন : Civic Volunteer : এক্সাইড মোড়ে ছিনতাইয়ে অভিযুক্ত যুবকের বুকে পা, বরখাস্ত সিভিক ভলান্টিয়ার
মেরে মুখ, নাক ফাটিয়ে দেওয়া হয় তাঁর ৷ নানুরে বাস থেকে নেমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা করান মহম্মদ শাজাহান। পরে নানুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। জানা গিয়েছে, নানুরের সাওতা গ্রামে বাড়ি ওই চার অভিযুক্তের।