ETV Bharat / state

Anubrata Mandal: অনুব্রত মণ্ডল নমিনেশন ফাইল করতে দেয়নি এটা শুনতে রাজি নই, বললেন বীরভূম জেলা সভাপতি - Anubrata Mandal

সামনেই একুশে জুলাইয়ের সমাবেশ ৷ তাই নিয়ে প্রতিদিনই প্রস্তুতি বৈঠক চলছে ৷ বুধবার বোলপুরে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mandal)৷

Anubrata Mandal
100 দিনের কাজে বিষাক্ত পার্থেনিয়াম গাছ সাফ করার নির্দেশ অনুব্রতর
author img

By

Published : Jul 6, 2022, 9:38 PM IST

বোলপুর, 6 জুলাই: একুশে জুলাই নিয়ে বুধবার বোলপুরে দলীয় কার্যালয়ে সভা করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ৷ একুশে জুলাইয়ের সভায় 2 লক্ষ লোক তিনি নিয়ে যাবেন বলে জানান ৷ তাঁর কথায়, "একুশে জুলাই আবেগ, একুশে জুলাই আনন্দ ৷"

এদিন তিনি পঞ্চায়েত ভোট নিয়ে বলেন,"পঞ্চায়েতে সব দলকে অনুরোধ নমিনেশন ফাইল করুন ৷ ফাইল না করে বলবেন না অনুব্রত মণ্ডল নমিনেশন ফাইল করতে দেয়নি, এটা শুনতে রাজি নই( Anubrata Mandal message to opposition party on election nomination issue)৷"

বোলপুরে দলীয় সভায় অনুব্রত মণ্ডল

মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, "মহারাষ্ট্রে তো এমএলএ নিয়ে ভাঙতে হয়েছে ৷ এমনি ঠেলে ফেলে তো দেয়নি ৷ এখানে যদি আমাদের এমএলএরা ভাঙাতে পারে ভাঙাবে ৷ এটা কি সম্ভব ? আবার ঘুরে ওরা চলে আসবে না তো যে কটা আছে ?"

রাজনীতির বাইরে তিনি 100 দিনের কাজে ক্ষতিকারক পার্থেনিয়াম গাছ কেটে ফেলার নির্দেশ দেন ৷ তিনি বলেন, "পার্থেনিয়াম খুব ক্ষতিকারক । হাঁপানি হয় এই গাছ থেকে । তাই দলীয় কর্মীদের সবাইকে বললাম 100 দিনের কাজে এই গাছ কেটে আগুনে পুড়িয়ে দিতে ৷"

আরও পড়ুন : আমি মহাদেবের ভক্ত, সিবিআই আমাকে ফলস ডাকছে; অনুব্রত

বোলপুর, 6 জুলাই: একুশে জুলাই নিয়ে বুধবার বোলপুরে দলীয় কার্যালয়ে সভা করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ৷ একুশে জুলাইয়ের সভায় 2 লক্ষ লোক তিনি নিয়ে যাবেন বলে জানান ৷ তাঁর কথায়, "একুশে জুলাই আবেগ, একুশে জুলাই আনন্দ ৷"

এদিন তিনি পঞ্চায়েত ভোট নিয়ে বলেন,"পঞ্চায়েতে সব দলকে অনুরোধ নমিনেশন ফাইল করুন ৷ ফাইল না করে বলবেন না অনুব্রত মণ্ডল নমিনেশন ফাইল করতে দেয়নি, এটা শুনতে রাজি নই( Anubrata Mandal message to opposition party on election nomination issue)৷"

বোলপুরে দলীয় সভায় অনুব্রত মণ্ডল

মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, "মহারাষ্ট্রে তো এমএলএ নিয়ে ভাঙতে হয়েছে ৷ এমনি ঠেলে ফেলে তো দেয়নি ৷ এখানে যদি আমাদের এমএলএরা ভাঙাতে পারে ভাঙাবে ৷ এটা কি সম্ভব ? আবার ঘুরে ওরা চলে আসবে না তো যে কটা আছে ?"

রাজনীতির বাইরে তিনি 100 দিনের কাজে ক্ষতিকারক পার্থেনিয়াম গাছ কেটে ফেলার নির্দেশ দেন ৷ তিনি বলেন, "পার্থেনিয়াম খুব ক্ষতিকারক । হাঁপানি হয় এই গাছ থেকে । তাই দলীয় কর্মীদের সবাইকে বললাম 100 দিনের কাজে এই গাছ কেটে আগুনে পুড়িয়ে দিতে ৷"

আরও পড়ুন : আমি মহাদেবের ভক্ত, সিবিআই আমাকে ফলস ডাকছে; অনুব্রত

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.