ETV Bharat / state

Anirban Ganguly: চব্বিশের আগে ইডি-সিবিআইয়ের জালে আরও মন্ত্রী-বিধায়ক, বিস্ফোরক অনির্বাণ গঙ্গোপাধ্যায় - explosive statement

Anirban Ganguly Exclusive Interview: 2024 লোকসভা নির্বাচনের আগে ইডি-সিবিআইয়ের জালে ধরা পড়বেন রাঘববোয়ালরা ৷ এমনই বিস্ফোরণক দাবি বিজেপির সর্বভারতীয় নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের । ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, আরও তথ্য মিলেছে ৷ কোনও বাদ-বিচার করবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ৷

Anirban Ganguly
বিস্ফোরক দাবি অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 5:34 PM IST

বিস্ফোরক দাবি অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের

বোলপুর, 28 সেপ্টেম্বর: 24-এর লোকসভা নির্বাচনের আগে বীরভূম থেকে আরও রাঘববোয়াল ধরা পড়বে । বাদ যাবেন না বিধায়ক-মন্ত্রীরাও ।ইটিভি ভারতের মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন বিজেপির সর্বভারতীয় নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় । লোকসভা নির্বাচনের আগে গরু পাচার মামলায় তৃণমূল নেতাদের গ্রেফতারির ইঙ্গিত দিয়ে তিনি বলেন, "সিবিআই-ইডি কোনও বাদ বিচার করবে না ৷ আরও তথ্য উঠে আসছে ৷" পাশাপাশি, বিরোধী জোটের নামকরণ ইন্ডিয়া দেওয়ার বিষয়েও মুখ খোলেন তিনি ৷ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর উপাচার্য বিজেপির নির্দেশে কাজ করেন কি না, সে প্রশ্নেরও সাফাই দিলেন অনির্বাণ গঙ্গোপাধ্যায় ৷

ইটিভি ভারত: ভারত ও ইন্ডিয়া দুটোই প্রাচীন নাম ৷ 'ইন্ডিয়া' জোটকে ভয় পেয়েই কি বিজেপি সরকার দেশের নাম 'ইন্ডিয়া'র ব্যবহার কম করছে ?

অনির্বাণ গঙ্গোপাধ্যায়: প্রথমত হল ইন্ডি অ্যালায়েন্স ৷ আর বাংলা-হিন্দি-সহ বহু ভাষায় ভারত বলা হয় ৷ যাঁরা ইতিহাস পড়েছেন, যাঁরা সংবিধান পড়েছেন, যাঁরা সাহিত্যচর্চা করেন, যাঁরা সারা দেশে ঘুরে বেড়ান, তাঁরা জানেন এটা খুবই স্বাভাবিক নাম বদল । যে যে ভাষায় কথা বলে সে রকম । এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, যিনি নাকি এই জোটের প্রধান মুখ, তিনি বলে বেড়াচ্ছেন জোটকে ভয় পেয়েছে । এটা হাস্যকর ।

ইটিভি ভারত: 2024 এর নির্বাচনের আগে রাম মন্দির একটা গিমিক ও বিরোধীদের কন্ঠরোধ করতে ইডি-সিবিআইকে ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ, কী বলবেন ?

অনির্বাণ গঙ্গোপাধ্যায়: যাঁরা বলছেন রাম মন্দির গিমিক, তাঁরা ভারতের সংস্কৃতির শিকড়ের থেকে আলাদা হয়ে গিয়েছেন । গিমিক তাঁরা করেন যাঁরা ইলেকশন এলে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ান । রাহুল গান্ধি তাই করেন । ইন্ডি জোটের শরিক ডিএমকে সনাতন ধর্মকে খতম করার কথা বলেছেন ৷ আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি নাকি ইন্ডি জোটে প্রাণভোমরা, তাঁর সৎ সাহস হল না এর প্রতিবাদ করার ।

আরও পড়ুন: রাজভবনে পুলিশি নজরদারির অভিযোগ, চড়ছে উত্তাপ

ইটিভি ভারত: কিন্তু, গরু পাচার মামলার আর কোনও অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না । বিজেপি-তৃণমূল সেটিং তত্ত্বই কি ঠিক তাহলে ?

অনির্বাণ গঙ্গোপাধ্যায়: থমকে যায়নি । ভালো গতিতে তদন্ত হচ্ছে । তদন্তে আরও তথ্য বেরিয়ে আসছে । 2024-এর আগে আগে এই বীরভূম জেলা থেকে আরও অনেক রাঘববোয়ালরা ধরা পড়বে । যে রাঘববোয়ালরা ভাবছে, বা গা বাঁচিয়ে চলছে এখন, তারা পার পাবে না । বিধায়ক-মন্ত্রী সকলেই আছে নজরে ৷ কত মন্ত্রী তো জেলে আছে ৷ মন্ত্রী-বিধায়ক বলে জেলে যাবে না তা হয় নাকি । পাচার চক্রে লিপ্ত হওয়ার সময় মনে ছিল না । ইডি-সিবিআই বাদ বিচার করবে না । নরেন্দ্র মোদির জামানায় ইডি-সিবিআই মুক্ত ভাবে কাজ করছে । 24-এর নির্বাচন এখনও দেরি আছে, তার আগে দেখুন না কী হয় বড় বড় রাঘববোয়ালদের ।

ইটিভি ভারত: কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিজেপি সরকারের কর্মসূচিগুলি এখানে চালু করার চেষ্টা করেন ৷ উপাচার্য কি বিজেপির লোক ? বিজেপির নির্দেশেই কি চলেন ?

অনির্বাণ গঙ্গোপাধ্যায়: একজন উপাচার্য অভিভাবক । সবাইকে নিয়ে চলার প্রবণতা তাঁর থাকতে হবে । বিজেপির কোনও উপাচার্য নেই । বিজেপি রাজনৈতিক দল হিসাবে কোনও উপাচার্যকে কোনও নির্দেশ দেয় না ৷ বিজেপির সংস্কৃতিতে নেই কোনও উপাচার্যকে কোনও রাজনৈতিক কাজে বাধ্য করা । উপাচার্যের মতো সো-কল্ড বিজেপি মাইন্ডেড আমাদের দরকার নেই । তবে এই উপাচার্য আজ আছেন কাল নেই ৷ কেউ স্থায়ী নন ৷ একজনই স্থায়ী শান্তিনিকেতনে, তিনি হলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ৷ প্রধানমন্ত্রীর নজর আছে শান্তিনিকেতনের দিকে, এখানকার ভালো হবে । সমৃদ্ধি হবে ।"

বিস্ফোরক দাবি অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের

বোলপুর, 28 সেপ্টেম্বর: 24-এর লোকসভা নির্বাচনের আগে বীরভূম থেকে আরও রাঘববোয়াল ধরা পড়বে । বাদ যাবেন না বিধায়ক-মন্ত্রীরাও ।ইটিভি ভারতের মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন বিজেপির সর্বভারতীয় নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় । লোকসভা নির্বাচনের আগে গরু পাচার মামলায় তৃণমূল নেতাদের গ্রেফতারির ইঙ্গিত দিয়ে তিনি বলেন, "সিবিআই-ইডি কোনও বাদ বিচার করবে না ৷ আরও তথ্য উঠে আসছে ৷" পাশাপাশি, বিরোধী জোটের নামকরণ ইন্ডিয়া দেওয়ার বিষয়েও মুখ খোলেন তিনি ৷ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর উপাচার্য বিজেপির নির্দেশে কাজ করেন কি না, সে প্রশ্নেরও সাফাই দিলেন অনির্বাণ গঙ্গোপাধ্যায় ৷

ইটিভি ভারত: ভারত ও ইন্ডিয়া দুটোই প্রাচীন নাম ৷ 'ইন্ডিয়া' জোটকে ভয় পেয়েই কি বিজেপি সরকার দেশের নাম 'ইন্ডিয়া'র ব্যবহার কম করছে ?

অনির্বাণ গঙ্গোপাধ্যায়: প্রথমত হল ইন্ডি অ্যালায়েন্স ৷ আর বাংলা-হিন্দি-সহ বহু ভাষায় ভারত বলা হয় ৷ যাঁরা ইতিহাস পড়েছেন, যাঁরা সংবিধান পড়েছেন, যাঁরা সাহিত্যচর্চা করেন, যাঁরা সারা দেশে ঘুরে বেড়ান, তাঁরা জানেন এটা খুবই স্বাভাবিক নাম বদল । যে যে ভাষায় কথা বলে সে রকম । এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, যিনি নাকি এই জোটের প্রধান মুখ, তিনি বলে বেড়াচ্ছেন জোটকে ভয় পেয়েছে । এটা হাস্যকর ।

ইটিভি ভারত: 2024 এর নির্বাচনের আগে রাম মন্দির একটা গিমিক ও বিরোধীদের কন্ঠরোধ করতে ইডি-সিবিআইকে ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ, কী বলবেন ?

অনির্বাণ গঙ্গোপাধ্যায়: যাঁরা বলছেন রাম মন্দির গিমিক, তাঁরা ভারতের সংস্কৃতির শিকড়ের থেকে আলাদা হয়ে গিয়েছেন । গিমিক তাঁরা করেন যাঁরা ইলেকশন এলে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ান । রাহুল গান্ধি তাই করেন । ইন্ডি জোটের শরিক ডিএমকে সনাতন ধর্মকে খতম করার কথা বলেছেন ৷ আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি নাকি ইন্ডি জোটে প্রাণভোমরা, তাঁর সৎ সাহস হল না এর প্রতিবাদ করার ।

আরও পড়ুন: রাজভবনে পুলিশি নজরদারির অভিযোগ, চড়ছে উত্তাপ

ইটিভি ভারত: কিন্তু, গরু পাচার মামলার আর কোনও অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না । বিজেপি-তৃণমূল সেটিং তত্ত্বই কি ঠিক তাহলে ?

অনির্বাণ গঙ্গোপাধ্যায়: থমকে যায়নি । ভালো গতিতে তদন্ত হচ্ছে । তদন্তে আরও তথ্য বেরিয়ে আসছে । 2024-এর আগে আগে এই বীরভূম জেলা থেকে আরও অনেক রাঘববোয়ালরা ধরা পড়বে । যে রাঘববোয়ালরা ভাবছে, বা গা বাঁচিয়ে চলছে এখন, তারা পার পাবে না । বিধায়ক-মন্ত্রী সকলেই আছে নজরে ৷ কত মন্ত্রী তো জেলে আছে ৷ মন্ত্রী-বিধায়ক বলে জেলে যাবে না তা হয় নাকি । পাচার চক্রে লিপ্ত হওয়ার সময় মনে ছিল না । ইডি-সিবিআই বাদ বিচার করবে না । নরেন্দ্র মোদির জামানায় ইডি-সিবিআই মুক্ত ভাবে কাজ করছে । 24-এর নির্বাচন এখনও দেরি আছে, তার আগে দেখুন না কী হয় বড় বড় রাঘববোয়ালদের ।

ইটিভি ভারত: কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিজেপি সরকারের কর্মসূচিগুলি এখানে চালু করার চেষ্টা করেন ৷ উপাচার্য কি বিজেপির লোক ? বিজেপির নির্দেশেই কি চলেন ?

অনির্বাণ গঙ্গোপাধ্যায়: একজন উপাচার্য অভিভাবক । সবাইকে নিয়ে চলার প্রবণতা তাঁর থাকতে হবে । বিজেপির কোনও উপাচার্য নেই । বিজেপি রাজনৈতিক দল হিসাবে কোনও উপাচার্যকে কোনও নির্দেশ দেয় না ৷ বিজেপির সংস্কৃতিতে নেই কোনও উপাচার্যকে কোনও রাজনৈতিক কাজে বাধ্য করা । উপাচার্যের মতো সো-কল্ড বিজেপি মাইন্ডেড আমাদের দরকার নেই । তবে এই উপাচার্য আজ আছেন কাল নেই ৷ কেউ স্থায়ী নন ৷ একজনই স্থায়ী শান্তিনিকেতনে, তিনি হলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ৷ প্রধানমন্ত্রীর নজর আছে শান্তিনিকেতনের দিকে, এখানকার ভালো হবে । সমৃদ্ধি হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.