ETV Bharat / state

আলোচনা না করেই গেট পুনর্নির্মাণের প্রতিবাদ, অবস্থান বিশ্বভারতীর একাংশ পড়ুয়ার - Viswa Bharati University

গতকাল বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশ ওই গেটের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেছিলেন । হাতে ব্যানার-পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা । দাবি, পৌষমেলার মাঠের ভাঙা গেট পুনর্নির্মাণের বিষয়ে একতরফাভাবে সিদ্ধান্ত না নিয়ে সকলকে নিয়ে আলোচনা হোক ।

বিশ্বভারতীর পড়ুয়াদের বিক্ষোভ
বিশ্বভারতীর পড়ুয়াদের বিক্ষোভ
author img

By

Published : Sep 25, 2020, 6:08 PM IST

শান্তিনিকেতন, 25 সেপ্টেম্বর : আলোচনা না করে পৌষমেলার ভাঙা গেট পুনর্নির্মাণের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ বিশ্বভারতীর পড়ুয়াদের । পৌষমেলার ভাঙা গেটের সামনে গতকাল হাতে ব্যানার-পোস্টার নিয়ে অবস্থান-বিক্ষোভ করেন পড়ুয়ারা । তাঁদের দাবি, হাইকোর্ট গঠিত তদন্ত কমিটি শান্তিনিকেতনের আশ্রমিক-পড়ুয়াদের সঙ্গে আলোচনা করুক, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হোক ।

বিশ্বভারতীর প্রাচীর ভাঙার চেষ্টার পর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা করতে স্বতঃপ্রণোদিত মামলা করে কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতির নির্দেশে গঠিত হয় চার সদস্যের একটি তদন্ত কমিটি । সেই কমিটি বিশ্বভারতীতে এসে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে। কমিটির নির্দেশে পুলিশি নিরাপত্তায় শুরু হয় পৌষমেলার ভাঙা গেট পুনর্নির্মাণের কাজ । গতকাল বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশ ওই গেটের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেছিলেন । হাতে ব্যানার-পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা ।

আরও পড়ুন : বিশ্বভারতী ও জেলা প্রশাসনকে আলোচনা করে কাজ করার নির্দেশ হাইকোর্টের তদন্ত কমিটির

পড়ুয়াদের অভিযোগ, আদালতের গঠিত তদন্ত কমিটি শান্তিনিকেতনের আশ্রমিক-পড়ুয়াদের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই গেট নির্মাণের নির্দেশ দিয়েছে । একতরফা সিদ্ধান্ত না নিয়ে সকলের সঙ্গে আলোচনা করার দাবিতে চলতে থাকে অবস্থান-বিক্ষোভ । পড়ুয়াদের মধ্যে প্রীতম দাস বলেন, "তদন্ত কমিটি শুধুমাত্র উপাচার্যের সঙ্গে কথা বলেছেন । আমরা চাই, তদন্ত কমিটি বিশ্বভারতীর আশ্রমিক-পড়ুয়াদের সঙ্গেও কথা বলুক । কথা বলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হোক ।"

শান্তিনিকেতন, 25 সেপ্টেম্বর : আলোচনা না করে পৌষমেলার ভাঙা গেট পুনর্নির্মাণের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ বিশ্বভারতীর পড়ুয়াদের । পৌষমেলার ভাঙা গেটের সামনে গতকাল হাতে ব্যানার-পোস্টার নিয়ে অবস্থান-বিক্ষোভ করেন পড়ুয়ারা । তাঁদের দাবি, হাইকোর্ট গঠিত তদন্ত কমিটি শান্তিনিকেতনের আশ্রমিক-পড়ুয়াদের সঙ্গে আলোচনা করুক, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হোক ।

বিশ্বভারতীর প্রাচীর ভাঙার চেষ্টার পর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা করতে স্বতঃপ্রণোদিত মামলা করে কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতির নির্দেশে গঠিত হয় চার সদস্যের একটি তদন্ত কমিটি । সেই কমিটি বিশ্বভারতীতে এসে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে। কমিটির নির্দেশে পুলিশি নিরাপত্তায় শুরু হয় পৌষমেলার ভাঙা গেট পুনর্নির্মাণের কাজ । গতকাল বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশ ওই গেটের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেছিলেন । হাতে ব্যানার-পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা ।

আরও পড়ুন : বিশ্বভারতী ও জেলা প্রশাসনকে আলোচনা করে কাজ করার নির্দেশ হাইকোর্টের তদন্ত কমিটির

পড়ুয়াদের অভিযোগ, আদালতের গঠিত তদন্ত কমিটি শান্তিনিকেতনের আশ্রমিক-পড়ুয়াদের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই গেট নির্মাণের নির্দেশ দিয়েছে । একতরফা সিদ্ধান্ত না নিয়ে সকলের সঙ্গে আলোচনা করার দাবিতে চলতে থাকে অবস্থান-বিক্ষোভ । পড়ুয়াদের মধ্যে প্রীতম দাস বলেন, "তদন্ত কমিটি শুধুমাত্র উপাচার্যের সঙ্গে কথা বলেছেন । আমরা চাই, তদন্ত কমিটি বিশ্বভারতীর আশ্রমিক-পড়ুয়াদের সঙ্গেও কথা বলুক । কথা বলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হোক ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.