ETV Bharat / state

ফের উত্তপ্ত মুরারই, রাস্তায় আগুন জ্বালিয়ে নাগরিকত্ব আইনের প্রতিবাদ

author img

By

Published : Dec 15, 2019, 12:02 PM IST

আজ সকাল থেকে ফের উত্তপ্ত রাজ্যের বিভিন্ন জেলা ৷ মুর্শিদাবাদের সাগরদিঘির পর আগুন জ্বলল বীরভূমেও ৷

উত্তপ্ত মুরারই
উত্তপ্ত মুরারই

মুরারই, 15 ডিসেম্বর : আজ সকাল থেকে ফের উত্তপ্ত রাজ্যের বিভিন্ন জেলা ৷ মুর্শিদাবাদের সাগরদিঘির পর আগুন জ্বলল বীরভূমেও ৷ পথ অবরোধ করা হল বীরভূমের মুরারই থানার হিয়াতনগর গ্রামে ৷

নাগরিকত্ব সংশোধনী আইন ও NRC-র প্রতিবাদে আজ সকাল থেকে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা ৷ বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান ৷

দেখুন ভিডিয়ো

পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে বেগ পেতে হচ্ছে পুলিশকে ৷ গতকালও মুরারই স্টেশনে প্রায় 40 মিনিট অবরোধ করেন বিক্ষোভকারীরা ৷

মুরারই, 15 ডিসেম্বর : আজ সকাল থেকে ফের উত্তপ্ত রাজ্যের বিভিন্ন জেলা ৷ মুর্শিদাবাদের সাগরদিঘির পর আগুন জ্বলল বীরভূমেও ৷ পথ অবরোধ করা হল বীরভূমের মুরারই থানার হিয়াতনগর গ্রামে ৷

নাগরিকত্ব সংশোধনী আইন ও NRC-র প্রতিবাদে আজ সকাল থেকে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা ৷ বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান ৷

দেখুন ভিডিয়ো

পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে বেগ পেতে হচ্ছে পুলিশকে ৷ গতকালও মুরারই স্টেশনে প্রায় 40 মিনিট অবরোধ করেন বিক্ষোভকারীরা ৷

Intro:Body:মুরারই, 15 ডিসেম্বর: গতকালের পর ফের আজ পথ অবরোধ বীরভূমের মুরারই থানার হিয়াতনগর গ্রামে । CAA ও NRCর প্রতিবাদে সকাল থেকে বিক্ষোভ কারীদের রাস্তায় ভিড় জমতে শুরু করেl তারপর রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ শুরু করে বিক্ষোভকারীরাl Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.