ETV Bharat / state

Cattle Smuggling Case: অনুব্রতর হিসাবরক্ষকের গ্রেফতারির পরে ইডির স্ক্যানারে সুকন্যা সহ 12 জন - অনুব্রত মণ্ডল

মঙ্গলবার অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করেছে ইডি (ED Arrests Anubrata Mondal Accountant) ৷ তার পর অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল-সহ 12 জন ইডি স্ক্যানারে রয়েছে বলে খবর ৷

Cattle Smuggling Case
Cattle Smuggling Case
author img

By

Published : Mar 15, 2023, 7:20 PM IST

বোলপুর, 15 মার্চ: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) হিসাবরক্ষক গ্রেফতার হতেই অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ে সুকন্যা-সহ এক ডজন ঘনিষ্ঠ সিবিআই ও ইডি-র নজরে ৷ ইডি সূত্রে জানা গিয়েছে, এক এক করে এঁদের সবাইকে দিল্লিতে ডেকে জেরা করবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারেরা ৷ প্রয়োজনে অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে ৷

গরুপাচার মামলায় বীরভূমে তৃণমূলের (Trinamool Congress) জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ইডি হেফাজতে নেওয়ার পরেই হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করা হয় ৷ জানা গিয়েছে, এই মণীশ কোঠারির কাছ থেকে পাওয়া তথ্য ও জেরায় উঠে আসা তথ্যের অসঙ্গতির কারণেই এই গ্রেফতারি । হিসাবরক্ষক গ্রেফতার করার পরেই ইডির নজরে অনুব্রত কন্যা-সহ এক ডজন ঘনিষ্ঠ নেতা-ব্যবসায়ী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে রয়েছেন । এদিন যদিও, হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা (Anubrata Daughter Sukannya) ৷

এছাড়াও, নজরে রয়েছেন শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ-সহ প্রায় 57টি শিক্ষা প্রতিষ্ঠানের মালিক মলয় পীঠ । তাঁরই গাড়ি ব্যবহার করতে দেখা গিয়েছিল অনুব্রত মণ্ডলকে । পাশাপাশি, অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্ট থেকে তাঁর অ্যাকাউন্টে লেনদেনের নথিও পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা ।

নজরে রয়েছেন বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা নানুরের তৃণমূল নেতা আব্দুল কেরিম খান । গরুপাচার মামলার তদন্তে নেমে তাঁর কাছ থেকেও বহু নথি উদ্ধার করেছিল সিবিআই । ইলামবাজার থেকে নানুর হয়ে মুর্শিদাবাদ জেলায় গরু নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা ছিল এই তৃণমূল নেতার, এমনই তথ্য মেলে গোয়েন্দাদের হাতে ৷

ইডি সূত্রে খবর, নজরে রয়েছেন বিদ্যুৎ গায়েন । অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের সঙ্গে বেশ কয়েকটি কোম্পানিতে যুগ্ম চেয়ারম্যান হিসাবে নাম পাওয়া গিয়েছে তাঁর । এছাড়া, সুকন্যা মণ্ডলের সঙ্গে 4টি ব্যাংক তাঁর যৌথ অ্যাকাউন্টের নথিও মিলেছে ৷ মিলেছে বহু জমির হদিশও । এছাড়া নজরে রয়েছেন তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুন । অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্ট থেকে তাঁর অ্যাকাউন্টেও একাধিক লেনদেনের নথি পাওয়া গিয়েছে ৷ অনুব্রতর টাকায় এই কাউন্সিলের নামে কেনা জমির নথিও গোয়েন্দারা হাতে পেয়েছেন বলে ৷

ইডির সূত্র থেকে জানা গিয়েছে, নজরে রয়েছেন অনুব্রত মণ্ডলের ভাগ্নে রাজা ঘোষ৷ নামে-বেনামে 3টি চালকল রয়েছে তাঁর ৷ সেখানে অনুব্রত মণ্ডলের লগ্নি রয়েছে । অনুব্রতর কর্মচারী অর্ক দত্তও ইডির নজরে রয়েছেন । সুকন্যা মণ্ডলের সঙ্গে একই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক তিনি ৷ কিন্তু, স্কুলে না গিয়েই বেতন নেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে ৷ এছাড়া, অর্ক দত্তের অ্যাকাউন্টে অনুব্রত টাকা লেনদেনের তথ্য মিলেছে ৷ মিলেছে বহু জমি কেনার তথ্য। অনুব্রত মণ্ডলের ছায়া সঙ্গী হিসেবে পরিচিত ছিলেন তিনি ৷

ইডি সূত্রে আরও জানা গিয়েছে যে নজরে রয়েছেন ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যও । অনুব্রত মণ্ডলের যাবতীয় রাইস মিল দেখাশোনা করতেন তিনি ৷ গরুপাচারের টাকা এই সকল রাইস মিলে লগ্নি হত ৷ প্রায় সময় অনুব্রত মণ্ডলের বাড়িতে দেখা যাত তাঁকে । কোটি কোটি টাকা লেনদেন ও জমি কেনার নথি হাতে পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা । তুফান মীর্ধা ও কৃপাময় ঘোষ নামে আরও দু’জনও রয়েছেন ইডির নজরে । এঁরা দু’জনেই বোলপুরে তৃণমূল দলীয় কার্যালয়ের সর্বক্ষণের সঙ্গী৷ অনুব্র‍তকে দিল্লি নিয়ে যাওয়ার সময় পুলিশি ঘেরাটোপে শক্তিগড়ে মিষ্টির দোকানে অনুব্রতর সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছিল এঁদের । এমনকি, আসানসোল সংশোধনাগারেও দেখা গিয়েছিল তাঁদের ৷

এছাড়া নজরে রয়েছেন বাহিরী-পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভঙ্কর সাধু ওরফে ভজন । কালো টাকা সাদা করতে লটারি টিকিটের সাহায্য নিতেন অনুব্রত মণ্ডল, এমনই তথ্য পেয়েছিল সিবিআই । এই লটারি কাণ্ডের অন্যতম সহযোগী হিসেবে নাম উঠে এসেছিল এই তৃণমূল নেতার ৷ প্রায় সময় অনুব্রত মণ্ডলের বাড়িতেই দেখা যেত তাঁকে৷ নজরে রয়েছেন বোলপুরের গাঙ্গুলি লটারি এজেন্সির মালিক বাপি গঙ্গোপাধ্যায় । লটারিতে 10 লক্ষের বেশি টাকা জিতলেই সেই টিকিট অনুব্রত মণ্ডলের জন্য সংগ্রহ করার দায়িত্ব ছিল তাঁর ৷ এমনই তথ্য পেয়েছেন গোয়েন্দারা ৷ কোটি টাকার লটারি কেলেঙ্কারিতেও উঠে এসেছিল তাঁর নাম ।

উল্লেখ্য, এই সকল অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যক্তিদের আগেই একাধিকবার কলকাতার নিজাম প্যালেসে, বোলপুরে সিবিআই অস্থায়ী ক্যাম্প অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই । এমনকি, এদের মধ্যে বেশ কয়েকজনকে দিল্লিতে ডেকেও জেরা করা হয়েছে ৷ ইডির হেফাজতে অনুব্রত যেতেই ফের নেতা-ব্যবসায়ীদের দিল্লিতে ডেকে জেরা করা হবে, এমনটাই ইডি সূত্রে জানা গিয়েছে । প্রয়োজনে অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে ৷ হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করার পর তদন্ত কোন পথে সেটাই দেখার !

আরও পড়ুন: অসুস্থতার কারণ দেখিয়ে দিল্লির ইডি দফতরে হাজিরা এড়ালেন অনুব্রত-কন্যা সুকন্যা

বোলপুর, 15 মার্চ: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) হিসাবরক্ষক গ্রেফতার হতেই অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ে সুকন্যা-সহ এক ডজন ঘনিষ্ঠ সিবিআই ও ইডি-র নজরে ৷ ইডি সূত্রে জানা গিয়েছে, এক এক করে এঁদের সবাইকে দিল্লিতে ডেকে জেরা করবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারেরা ৷ প্রয়োজনে অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে ৷

গরুপাচার মামলায় বীরভূমে তৃণমূলের (Trinamool Congress) জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ইডি হেফাজতে নেওয়ার পরেই হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করা হয় ৷ জানা গিয়েছে, এই মণীশ কোঠারির কাছ থেকে পাওয়া তথ্য ও জেরায় উঠে আসা তথ্যের অসঙ্গতির কারণেই এই গ্রেফতারি । হিসাবরক্ষক গ্রেফতার করার পরেই ইডির নজরে অনুব্রত কন্যা-সহ এক ডজন ঘনিষ্ঠ নেতা-ব্যবসায়ী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে রয়েছেন । এদিন যদিও, হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা (Anubrata Daughter Sukannya) ৷

এছাড়াও, নজরে রয়েছেন শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ-সহ প্রায় 57টি শিক্ষা প্রতিষ্ঠানের মালিক মলয় পীঠ । তাঁরই গাড়ি ব্যবহার করতে দেখা গিয়েছিল অনুব্রত মণ্ডলকে । পাশাপাশি, অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্ট থেকে তাঁর অ্যাকাউন্টে লেনদেনের নথিও পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা ।

নজরে রয়েছেন বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা নানুরের তৃণমূল নেতা আব্দুল কেরিম খান । গরুপাচার মামলার তদন্তে নেমে তাঁর কাছ থেকেও বহু নথি উদ্ধার করেছিল সিবিআই । ইলামবাজার থেকে নানুর হয়ে মুর্শিদাবাদ জেলায় গরু নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা ছিল এই তৃণমূল নেতার, এমনই তথ্য মেলে গোয়েন্দাদের হাতে ৷

ইডি সূত্রে খবর, নজরে রয়েছেন বিদ্যুৎ গায়েন । অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের সঙ্গে বেশ কয়েকটি কোম্পানিতে যুগ্ম চেয়ারম্যান হিসাবে নাম পাওয়া গিয়েছে তাঁর । এছাড়া, সুকন্যা মণ্ডলের সঙ্গে 4টি ব্যাংক তাঁর যৌথ অ্যাকাউন্টের নথিও মিলেছে ৷ মিলেছে বহু জমির হদিশও । এছাড়া নজরে রয়েছেন তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুন । অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্ট থেকে তাঁর অ্যাকাউন্টেও একাধিক লেনদেনের নথি পাওয়া গিয়েছে ৷ অনুব্রতর টাকায় এই কাউন্সিলের নামে কেনা জমির নথিও গোয়েন্দারা হাতে পেয়েছেন বলে ৷

ইডির সূত্র থেকে জানা গিয়েছে, নজরে রয়েছেন অনুব্রত মণ্ডলের ভাগ্নে রাজা ঘোষ৷ নামে-বেনামে 3টি চালকল রয়েছে তাঁর ৷ সেখানে অনুব্রত মণ্ডলের লগ্নি রয়েছে । অনুব্রতর কর্মচারী অর্ক দত্তও ইডির নজরে রয়েছেন । সুকন্যা মণ্ডলের সঙ্গে একই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক তিনি ৷ কিন্তু, স্কুলে না গিয়েই বেতন নেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে ৷ এছাড়া, অর্ক দত্তের অ্যাকাউন্টে অনুব্রত টাকা লেনদেনের তথ্য মিলেছে ৷ মিলেছে বহু জমি কেনার তথ্য। অনুব্রত মণ্ডলের ছায়া সঙ্গী হিসেবে পরিচিত ছিলেন তিনি ৷

ইডি সূত্রে আরও জানা গিয়েছে যে নজরে রয়েছেন ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যও । অনুব্রত মণ্ডলের যাবতীয় রাইস মিল দেখাশোনা করতেন তিনি ৷ গরুপাচারের টাকা এই সকল রাইস মিলে লগ্নি হত ৷ প্রায় সময় অনুব্রত মণ্ডলের বাড়িতে দেখা যাত তাঁকে । কোটি কোটি টাকা লেনদেন ও জমি কেনার নথি হাতে পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা । তুফান মীর্ধা ও কৃপাময় ঘোষ নামে আরও দু’জনও রয়েছেন ইডির নজরে । এঁরা দু’জনেই বোলপুরে তৃণমূল দলীয় কার্যালয়ের সর্বক্ষণের সঙ্গী৷ অনুব্র‍তকে দিল্লি নিয়ে যাওয়ার সময় পুলিশি ঘেরাটোপে শক্তিগড়ে মিষ্টির দোকানে অনুব্রতর সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছিল এঁদের । এমনকি, আসানসোল সংশোধনাগারেও দেখা গিয়েছিল তাঁদের ৷

এছাড়া নজরে রয়েছেন বাহিরী-পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভঙ্কর সাধু ওরফে ভজন । কালো টাকা সাদা করতে লটারি টিকিটের সাহায্য নিতেন অনুব্রত মণ্ডল, এমনই তথ্য পেয়েছিল সিবিআই । এই লটারি কাণ্ডের অন্যতম সহযোগী হিসেবে নাম উঠে এসেছিল এই তৃণমূল নেতার ৷ প্রায় সময় অনুব্রত মণ্ডলের বাড়িতেই দেখা যেত তাঁকে৷ নজরে রয়েছেন বোলপুরের গাঙ্গুলি লটারি এজেন্সির মালিক বাপি গঙ্গোপাধ্যায় । লটারিতে 10 লক্ষের বেশি টাকা জিতলেই সেই টিকিট অনুব্রত মণ্ডলের জন্য সংগ্রহ করার দায়িত্ব ছিল তাঁর ৷ এমনই তথ্য পেয়েছেন গোয়েন্দারা ৷ কোটি টাকার লটারি কেলেঙ্কারিতেও উঠে এসেছিল তাঁর নাম ।

উল্লেখ্য, এই সকল অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যক্তিদের আগেই একাধিকবার কলকাতার নিজাম প্যালেসে, বোলপুরে সিবিআই অস্থায়ী ক্যাম্প অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই । এমনকি, এদের মধ্যে বেশ কয়েকজনকে দিল্লিতে ডেকেও জেরা করা হয়েছে ৷ ইডির হেফাজতে অনুব্রত যেতেই ফের নেতা-ব্যবসায়ীদের দিল্লিতে ডেকে জেরা করা হবে, এমনটাই ইডি সূত্রে জানা গিয়েছে । প্রয়োজনে অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে ৷ হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করার পর তদন্ত কোন পথে সেটাই দেখার !

আরও পড়ুন: অসুস্থতার কারণ দেখিয়ে দিল্লির ইডি দফতরে হাজিরা এড়ালেন অনুব্রত-কন্যা সুকন্যা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.