ETV Bharat / state

বোলপুর-সিউড়ি-রামপুরহাট পৌরসভায় বসছে প্রশাসক , প্রাক্তন চেয়ারম্যানরাই দায়িত্বে

author img

By

Published : May 16, 2020, 5:46 PM IST

মে-জুন মাসে রাজ্যের কয়েকটি পৌরসভায় নির্বাচন হওয়ার কথা ছিল । কিন্তু , লকডাউনের কারণে সেসব স্থগিত হয়ে গিয়েছে । অন্যদিকে, বীরভূমের বোলপুর , সিউড়ি , রামপুরহাট পৌরসভার মেয়াদ শেষ হচ্ছে 17 মে । তাই এই তিন পৌরসভায় প্রশাসক বসানো হল । 18 মে থেকে এই তিন পৌরসভায় প্রশাসক বসিয়ে প্রশাসনিক কাজকর্ম চলবে ।

Birbhum
বীরভূম

বীরভূম , 16 মে : কোরোনা ভাইরাসের জেরে স্থগিত পৌরসভা নির্বাচন । অন্যদিকে, আগামীকাল শেষ হচ্ছে বীরভূমের তিন পৌরসভার মেয়াদ ৷ মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বীরভূমের তিন পৌরসভায় বসানো হলো প্রশাসক । 18 মে থেকে বোলপুর , সিউড়ি , রামপুরহাট পৌরসভায় প্রশাসক বসিয়ে চলবে প্রশাসনিক কাজকর্ম । আপাতত তিন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে ।

কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে দীর্ঘ লকডাউন । মে-জুন মাসে রাজ্যের কয়েকটি পৌরসভায় নির্বাচন হওয়ার কথা ছিল । কিন্তু , সেসব স্থগিত হয়ে গিয়েছে । অন্যদিকে, বীরভূমের বোলপুর , সিউড়ি , রামপুরহাট পৌরসভার মেয়াদ শেষ হচ্ছে 17 মে । তাই এই তিন পৌরসভায় প্রশাসক বসানো হল । ইতিমধ্যে পৌর ও নগর উন্নয়ন দপ্তর থেকে এমনই নোটিশ দেওয়া হয়েছে বীরভূম জেলা শাসক , নির্বাচন কমিশনের সেক্রেটারি , তিন পৌরসভার চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট মহলকে । 18 মে থেকে এই তিন পৌরসভায় প্রশাসক বসিয়ে প্রশাসনিক কাজকর্ম চলবে । জানা গিয়েছে, আপাতত তিন পৌরসভায় যারা চেয়ারম্যান ছিলেন তাঁরাই কেয়ারটেকার হিসেবে দায়িত্ব সামলাবেন ।

প্রসঙ্গত , বোলপুর পৌরসভার 20 টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে 19 টি , একটি ওয়ার্ড BJP-র দখলে । সিউড়ি পৌরসভার 18 টি ওয়ার্ডই তৃণমূলের দখলে । রামপুরহাট পৌরসভার 18 টি ওয়ার্ডের মধ্যে 16 টি তৃণমূলের দখলে , একটিতে CPI(M) ও একটিতে BJP রয়েছে । মে-জুন মাসে এই পৌরসভাগুলিতে নির্বাচন হওয়ার কথা ছিল ।

বীরভূম , 16 মে : কোরোনা ভাইরাসের জেরে স্থগিত পৌরসভা নির্বাচন । অন্যদিকে, আগামীকাল শেষ হচ্ছে বীরভূমের তিন পৌরসভার মেয়াদ ৷ মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বীরভূমের তিন পৌরসভায় বসানো হলো প্রশাসক । 18 মে থেকে বোলপুর , সিউড়ি , রামপুরহাট পৌরসভায় প্রশাসক বসিয়ে চলবে প্রশাসনিক কাজকর্ম । আপাতত তিন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে ।

কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে দীর্ঘ লকডাউন । মে-জুন মাসে রাজ্যের কয়েকটি পৌরসভায় নির্বাচন হওয়ার কথা ছিল । কিন্তু , সেসব স্থগিত হয়ে গিয়েছে । অন্যদিকে, বীরভূমের বোলপুর , সিউড়ি , রামপুরহাট পৌরসভার মেয়াদ শেষ হচ্ছে 17 মে । তাই এই তিন পৌরসভায় প্রশাসক বসানো হল । ইতিমধ্যে পৌর ও নগর উন্নয়ন দপ্তর থেকে এমনই নোটিশ দেওয়া হয়েছে বীরভূম জেলা শাসক , নির্বাচন কমিশনের সেক্রেটারি , তিন পৌরসভার চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট মহলকে । 18 মে থেকে এই তিন পৌরসভায় প্রশাসক বসিয়ে প্রশাসনিক কাজকর্ম চলবে । জানা গিয়েছে, আপাতত তিন পৌরসভায় যারা চেয়ারম্যান ছিলেন তাঁরাই কেয়ারটেকার হিসেবে দায়িত্ব সামলাবেন ।

প্রসঙ্গত , বোলপুর পৌরসভার 20 টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে 19 টি , একটি ওয়ার্ড BJP-র দখলে । সিউড়ি পৌরসভার 18 টি ওয়ার্ডই তৃণমূলের দখলে । রামপুরহাট পৌরসভার 18 টি ওয়ার্ডের মধ্যে 16 টি তৃণমূলের দখলে , একটিতে CPI(M) ও একটিতে BJP রয়েছে । মে-জুন মাসে এই পৌরসভাগুলিতে নির্বাচন হওয়ার কথা ছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.