ETV Bharat / state

Adhir Chowdhury: অনুব্রত আর তৃণমূলে থাকবে না বিজেপিতে যাবে, দাবি অধীরের - অনুব্রতর বিজেপিতে যোগ

অনুব্রত মণ্ডল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন, এমনই দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ৷

Etv Bharat
অনুব্রতকে আক্রমণ অধীরের
author img

By

Published : May 24, 2023, 8:35 PM IST

অধীর চৌধুরীর বক্তব্য

বোলপুর, 24 মে: "কেষ্ট আর তৃণমূলে থাকবে না, মোদিকে খুশি করতে এখন গেরুয়া পরছে ।" বুধবার বীরভূমের বোলপুরের সভা থেকে এই মন্তব্যই করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ গরুপাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ৷ ইডির মামলায় বর্তমানে তিনি দিল্লির তিহাড় জেলে বন্দি ৷ এই পরিস্থিতিতে অনুব্রত দলবদল করতে পারেন বলে এদিন মন্তব্য করলেন অধীর ৷

এদিন বোলপুরের রেলময়দানে সভা করে কংগ্রেস । সেই সভা থেকে অধীর চৌধুরী বলেন, "মমতার লাইসেন্স ছিল, মেরে খা কেষ্টা । দিদির নোট কামানোর মেশিন কেষ্ট ।" তাঁর কথায়,"কেষ্ট আগামিদিনে আর তৃণমূলে থাকবে না ৷ মিলিয়ে নেবেন আপনারা ৷ কেষ্টার ফতুয়ার রঙ পালটে গিয়েছে । আগে কেষ্ট সবুজ পরত দিদিকে খুশি করার জন্য । এখন কেষ্ট গেরুয়া রঙ পরছে মোদিকে খুশি করার জন্য ৷" অর্থাৎ, অনুব্রত মণ্ডল জামিন পাওয়ার পর আর তৃণমূলে থাকবে না, বিজেপিতে যোগ দেবেন এই ইঙ্গিতই দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর জানান, তাঁর ধারণা, অনুব্রত মণ্ডল ইডি-সিবিআইয়ের হাত থেকে বাঁচতে বিজেপিতে যোগ দান করবেন ।

বোলপুরের এদিনের সভায় অনুব্রতর প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেন অধীর চৌধুরী ৷ তাঁর কটাক্ষ, অনুব্রতর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে । এতো হাতি কা পেট মে ইলাচি কা দানা ৷ এরকম কত কেষ্ট বাজারে আছে ৷ দিদি গর্ব করে বলে । কেষ্ট নাকি বাঘ ৷ এই বাঘ কয়লা খায়, বালি খায়, পাথর খায়, টাকা খায় । প্রসঙ্গত, ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের 11 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । এই একই মামলায় অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলও ইডি'র হাতে গ্রেফতার হয়ে তিহাড় জেলেই বন্দি রয়েছেন ৷

আরও পড়ুন: নবান্নে মমতা-কেজরি বৈঠক নিয়ে আক্রমণ শুভেন্দুর, পালটা দিলেন কুণাল

অধীর চৌধুরীর বক্তব্য

বোলপুর, 24 মে: "কেষ্ট আর তৃণমূলে থাকবে না, মোদিকে খুশি করতে এখন গেরুয়া পরছে ।" বুধবার বীরভূমের বোলপুরের সভা থেকে এই মন্তব্যই করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ গরুপাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ৷ ইডির মামলায় বর্তমানে তিনি দিল্লির তিহাড় জেলে বন্দি ৷ এই পরিস্থিতিতে অনুব্রত দলবদল করতে পারেন বলে এদিন মন্তব্য করলেন অধীর ৷

এদিন বোলপুরের রেলময়দানে সভা করে কংগ্রেস । সেই সভা থেকে অধীর চৌধুরী বলেন, "মমতার লাইসেন্স ছিল, মেরে খা কেষ্টা । দিদির নোট কামানোর মেশিন কেষ্ট ।" তাঁর কথায়,"কেষ্ট আগামিদিনে আর তৃণমূলে থাকবে না ৷ মিলিয়ে নেবেন আপনারা ৷ কেষ্টার ফতুয়ার রঙ পালটে গিয়েছে । আগে কেষ্ট সবুজ পরত দিদিকে খুশি করার জন্য । এখন কেষ্ট গেরুয়া রঙ পরছে মোদিকে খুশি করার জন্য ৷" অর্থাৎ, অনুব্রত মণ্ডল জামিন পাওয়ার পর আর তৃণমূলে থাকবে না, বিজেপিতে যোগ দেবেন এই ইঙ্গিতই দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর জানান, তাঁর ধারণা, অনুব্রত মণ্ডল ইডি-সিবিআইয়ের হাত থেকে বাঁচতে বিজেপিতে যোগ দান করবেন ।

বোলপুরের এদিনের সভায় অনুব্রতর প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেন অধীর চৌধুরী ৷ তাঁর কটাক্ষ, অনুব্রতর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে । এতো হাতি কা পেট মে ইলাচি কা দানা ৷ এরকম কত কেষ্ট বাজারে আছে ৷ দিদি গর্ব করে বলে । কেষ্ট নাকি বাঘ ৷ এই বাঘ কয়লা খায়, বালি খায়, পাথর খায়, টাকা খায় । প্রসঙ্গত, ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের 11 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । এই একই মামলায় অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলও ইডি'র হাতে গ্রেফতার হয়ে তিহাড় জেলেই বন্দি রয়েছেন ৷

আরও পড়ুন: নবান্নে মমতা-কেজরি বৈঠক নিয়ে আক্রমণ শুভেন্দুর, পালটা দিলেন কুণাল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.