ETV Bharat / state

লাভপুরে আগ্নেয়াস্ত্র-সহ খুনের ঘটনায় অভিযুক্ত ধৃত

author img

By

Published : Jun 26, 2021, 3:58 PM IST

খুনের ঘটনায় অভিযুক্ত এক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র-সহ ধরা পড়ল লাভপুরে ৷ এদিন হাতিয়া গ্রাম পঞ্চায়েতের বিষয়পুর গ্রামে তাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা ৷ তাঁরাই পুলিশ খবর দেন ৷ পুলিশ এসে দুষ্কৃতীকে গ্রেফতার করে ৷ তার কাছ থেকে উদ্ধার হয় মাস্কেট, দেশি পিস্তল, গুলি, তার কাটার যন্ত্র ৷ ধৃতকে আদালতে তোলা হয়েছে ৷

লাভপুরে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত 1
লাভপুরে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত 1

লাভপুর, 26 জুন : আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল লাভপুর থানার পুলিশ । তার কাছ থেকে একটি মাস্কেট-সহ দেশি পিস্তল, পাঁচটি গুলি, তার কাটার যন্ত্র উদ্ধার হয় । এলাকায় তাকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা ৷ তাঁরাই খবর দেন পুলিশে ৷

পুলিশ জানায়, ধৃত লালন শেখ সাঁইথিয়া থানার গলাইচণ্ডীপুরের বাসিন্দা ৷ ওই এলাকায় দু'টি খুনের ঘটনায় তার নাম জড়িয়ে রয়েছে । তাই এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিল সে ৷ এদিন লাভপুর থানার হাতিয়া গ্রাম পঞ্চায়েতের বিষয়পুর গ্রামে বহুক্ষণ ঘোরাঘুরি করতে দেখা যায় তাকে ৷ পিঠে ব্যাগ নিয়ে তাকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের ৷ তাঁরাই লাভপুর থানায় খবর দেন ৷ পুলিশ এলাকায় আসে ৷ পুলিশের মোবাইল ভ্যান দেখে ব্যাগ ফেলে পালায় ওই দুষ্কৃতী । পরে স্থানীয় লোকজন ও পুলিশ ধাওয়া করে ধরে ফেলেন লালন শেখকে ।

ধৃতকে এদিন বোলপুর মহকুমা আদালতে তোলা হয় ৷ পুলিশের কাছে লালন স্বীকার করেছে যে সে খুনের ঘটনায় অভিযুক্ত ৷ তাই তার অনেক শত্রু ৷ সেই কারণেই আত্মরক্ষার্থে সে নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখত ৷

আরও পড়ুন : বাড়ি ফিরে আক্রান্ত 2 বিজেপি কর্মী, অভিযোগ তৃণমূলের দিকে

লাভপুর, 26 জুন : আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল লাভপুর থানার পুলিশ । তার কাছ থেকে একটি মাস্কেট-সহ দেশি পিস্তল, পাঁচটি গুলি, তার কাটার যন্ত্র উদ্ধার হয় । এলাকায় তাকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা ৷ তাঁরাই খবর দেন পুলিশে ৷

পুলিশ জানায়, ধৃত লালন শেখ সাঁইথিয়া থানার গলাইচণ্ডীপুরের বাসিন্দা ৷ ওই এলাকায় দু'টি খুনের ঘটনায় তার নাম জড়িয়ে রয়েছে । তাই এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিল সে ৷ এদিন লাভপুর থানার হাতিয়া গ্রাম পঞ্চায়েতের বিষয়পুর গ্রামে বহুক্ষণ ঘোরাঘুরি করতে দেখা যায় তাকে ৷ পিঠে ব্যাগ নিয়ে তাকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের ৷ তাঁরাই লাভপুর থানায় খবর দেন ৷ পুলিশ এলাকায় আসে ৷ পুলিশের মোবাইল ভ্যান দেখে ব্যাগ ফেলে পালায় ওই দুষ্কৃতী । পরে স্থানীয় লোকজন ও পুলিশ ধাওয়া করে ধরে ফেলেন লালন শেখকে ।

ধৃতকে এদিন বোলপুর মহকুমা আদালতে তোলা হয় ৷ পুলিশের কাছে লালন স্বীকার করেছে যে সে খুনের ঘটনায় অভিযুক্ত ৷ তাই তার অনেক শত্রু ৷ সেই কারণেই আত্মরক্ষার্থে সে নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখত ৷

আরও পড়ুন : বাড়ি ফিরে আক্রান্ত 2 বিজেপি কর্মী, অভিযোগ তৃণমূলের দিকে

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.