ETV Bharat / state

বাংলোর 3 কর্মী কোরোনায় আক্রান্ত, কোয়ারানটিনে বীরভূমের জেলাশাসক - new corona cases found

জেলাশাসকের বাংলোয় কোরোনায় আক্রান্ত ৩ কর্মচারী । তাঁদের কোরোনা হাসপাতালে চিকিৎসা চলছে ।

COVID-19
COVID-19
author img

By

Published : Jul 24, 2020, 4:45 PM IST

সিউড়ি, 24 জুলাই : এবার 14 দিনের কোয়ারানটিনে গেলেন বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বসু । জেলাশাসকের বাংলোয় কোরোনায় আক্রান্ত ৩ কর্মচারী । তাঁদের কোরোনা হাসপাতালে চিকিৎসা চলছে । অন্যদিকে, জেলায় মোট কোরোনায় আক্রান্ত 404 জন ।

শুরু হয়ে গিয়েছে গোষ্ঠী সংক্রমণ । তাই নতুন করে এলাকা ভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । বীরভূম জেলায় 31 জুলাই পর্যন্ত চলবে লকডাউন । এরই মাঝে বীরভূম জেলাশাসকের বাংলোয় কোরোনায় আক্রান্ত কর্মী । তাঁদের বোলপুরে কোরোনা হাসপাতালে চিকিৎসা চলছে ৷ সিউড়ি পৌরসভার তরফে আজ জেলাশাসকের বাংলো স্যানিটাইজ় করা হয় ।

অন্যদিকে, বীরভূমে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 404 জন । মৃত্যু হয়েছে 4 জনের । কনটেনমেন্ট জ়োন বাড়িয়ে 19 থেকে 26টি করা হয়েছে । লকডাউন মেনে চলতে চলছে কড়া পুলিশি নজরদারি । জরুরি পরিষেবা ছাড়া মানুষজনকে বাড়ি থেকে না বেরোনোর জন্য প্রচার চালানো হচ্ছে প্রশাসনের তরফে।

সিউড়ি, 24 জুলাই : এবার 14 দিনের কোয়ারানটিনে গেলেন বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বসু । জেলাশাসকের বাংলোয় কোরোনায় আক্রান্ত ৩ কর্মচারী । তাঁদের কোরোনা হাসপাতালে চিকিৎসা চলছে । অন্যদিকে, জেলায় মোট কোরোনায় আক্রান্ত 404 জন ।

শুরু হয়ে গিয়েছে গোষ্ঠী সংক্রমণ । তাই নতুন করে এলাকা ভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । বীরভূম জেলায় 31 জুলাই পর্যন্ত চলবে লকডাউন । এরই মাঝে বীরভূম জেলাশাসকের বাংলোয় কোরোনায় আক্রান্ত কর্মী । তাঁদের বোলপুরে কোরোনা হাসপাতালে চিকিৎসা চলছে ৷ সিউড়ি পৌরসভার তরফে আজ জেলাশাসকের বাংলো স্যানিটাইজ় করা হয় ।

অন্যদিকে, বীরভূমে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 404 জন । মৃত্যু হয়েছে 4 জনের । কনটেনমেন্ট জ়োন বাড়িয়ে 19 থেকে 26টি করা হয়েছে । লকডাউন মেনে চলতে চলছে কড়া পুলিশি নজরদারি । জরুরি পরিষেবা ছাড়া মানুষজনকে বাড়ি থেকে না বেরোনোর জন্য প্রচার চালানো হচ্ছে প্রশাসনের তরফে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.