সিউড়ি, 8 জুলাই: "মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন, তাই করেন", এদিনের এই চাকরি দেওয়া প্রসঙ্গে বললেন অনুব্রত মণ্ডল। আমেরিকার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলামুখ কয়লা খনি হতে চলেছে বীরভূমের দেউচা-পাচামি ৷ এখানে জমিদাতাদের মধ্যে এদিন 260 জনকে জুনিয়র কনস্টেবল পদে চাকরি দেওয়া হল (260 Persons Got Job for Donate Land in Deucha Pachami) ৷
কিন্তু, এখানে খনি করতে গেলে প্রায় 21 হাজার মানুষকে উচ্ছেদ করতে হবে ৷ যাঁদের মধ্যে অধিকাংশ বাসিন্দা আদিবাসী, সাঁওতাল জনজাতি। এছাড়াও রয়েছে, বিশাল বনভূমি ও জলাভূমি। তাই এই এলাকার বাসিন্দাদের একটা বড় অংশ জমি দিতে নারাজ ৷ যদিও, জমিদাতাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমির ন্যায্য মূল্য-সহ অন্যত্র বসতির জায়গা, চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷
সেই মতো এদিন সিউড়িতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে জমিদাতা পরিবারের 260 জনকে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগপত্র দেওয়া হল ৷ অনুষ্ঠানে ছিলেন, রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদের সভাপতি অনুব্রত মণ্ডল, ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলাশাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, বিধায়ক অভিজিৎ সিংহ প্রমুখ।
আরও পড়ুন : কলকাতা পৌরনিগমে কর্মীদের ভাতা কাঠামোয় আসছে পরিবর্তন
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সি প্রশংসা করে অনুব্রত মণ্ডল বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করেন ৷ মিথ্যা কথা বলেন না ৷ দেউচা-পাচামিতে কয়লা খনি হলে 1 লক্ষ মানুষের চাকরি হবে ৷ বীরভূম জেলার উন্নয়ন হবে।" এ বিষয়ে জেলাশাসক বিধান রায় বলেন, "প্রতিশ্রুতি মতো জমিদাতাদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হল। আগামীতেও এই প্রক্রিয়া চলবে ৷"