ETV Bharat / state

Anubrata on Deucha Pachami: দেউচা-পাচামি কয়লা খনির জন্য 260 জনকে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ - 260 জনকে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ

দেউচা-পাচামি খোলামুখ কয়লা খনির জন্য জমিদাতা 260 জনকে জুনিয়র কনস্টেবল পদে চাকরি দিল রাজ্য সরকার । শুক্রবার সিউড়ির একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয় (260 Persons Got Job for Donate Land in Deucha Pachami)৷

Anubrata on Deucha Pachami
260 জনকে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ
author img

By

Published : Jul 8, 2022, 10:23 PM IST

সিউড়ি, 8 জুলাই: "মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন, তাই করেন", এদিনের এই চাকরি দেওয়া প্রসঙ্গে বললেন অনুব্রত মণ্ডল। আমেরিকার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলামুখ কয়লা খনি হতে চলেছে বীরভূমের দেউচা-পাচামি ৷ এখানে জমিদাতাদের মধ্যে এদিন 260 জনকে জুনিয়র কনস্টেবল পদে চাকরি দেওয়া হল (260 Persons Got Job for Donate Land in Deucha Pachami) ৷

কিন্তু, এখানে খনি করতে গেলে প্রায় 21 হাজার মানুষকে উচ্ছেদ করতে হবে ৷ যাঁদের মধ্যে অধিকাংশ বাসিন্দা আদিবাসী, সাঁওতাল জনজাতি। এছাড়াও রয়েছে, বিশাল বনভূমি ও জলাভূমি। তাই এই এলাকার বাসিন্দাদের একটা বড় অংশ জমি দিতে নারাজ ৷ যদিও, জমিদাতাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমির ন্যায্য মূল্য-সহ অন্যত্র বসতির জায়গা, চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷

সেই মতো এদিন সিউড়িতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে জমিদাতা পরিবারের 260 জনকে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগপত্র দেওয়া হল ৷ অনুষ্ঠানে ছিলেন, রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদের সভাপতি অনুব্রত মণ্ডল, ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলাশাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, বিধায়ক অভিজিৎ সিংহ প্রমুখ।

সিউড়ির একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়

আরও পড়ুন : কলকাতা পৌরনিগমে কর্মীদের ভাতা কাঠামোয় আসছে পরিবর্তন

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সি প্রশংসা করে অনুব্রত মণ্ডল বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করেন ৷ মিথ্যা কথা বলেন না ৷ দেউচা-পাচামিতে কয়লা খনি হলে 1 লক্ষ মানুষের চাকরি হবে ৷ বীরভূম জেলার উন্নয়ন হবে।" এ বিষয়ে জেলাশাসক বিধান রায় বলেন, "প্রতিশ্রুতি মতো জমিদাতাদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হল। আগামীতেও এই প্রক্রিয়া চলবে ৷"

সিউড়ি, 8 জুলাই: "মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন, তাই করেন", এদিনের এই চাকরি দেওয়া প্রসঙ্গে বললেন অনুব্রত মণ্ডল। আমেরিকার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলামুখ কয়লা খনি হতে চলেছে বীরভূমের দেউচা-পাচামি ৷ এখানে জমিদাতাদের মধ্যে এদিন 260 জনকে জুনিয়র কনস্টেবল পদে চাকরি দেওয়া হল (260 Persons Got Job for Donate Land in Deucha Pachami) ৷

কিন্তু, এখানে খনি করতে গেলে প্রায় 21 হাজার মানুষকে উচ্ছেদ করতে হবে ৷ যাঁদের মধ্যে অধিকাংশ বাসিন্দা আদিবাসী, সাঁওতাল জনজাতি। এছাড়াও রয়েছে, বিশাল বনভূমি ও জলাভূমি। তাই এই এলাকার বাসিন্দাদের একটা বড় অংশ জমি দিতে নারাজ ৷ যদিও, জমিদাতাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমির ন্যায্য মূল্য-সহ অন্যত্র বসতির জায়গা, চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷

সেই মতো এদিন সিউড়িতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে জমিদাতা পরিবারের 260 জনকে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগপত্র দেওয়া হল ৷ অনুষ্ঠানে ছিলেন, রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদের সভাপতি অনুব্রত মণ্ডল, ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলাশাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, বিধায়ক অভিজিৎ সিংহ প্রমুখ।

সিউড়ির একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়

আরও পড়ুন : কলকাতা পৌরনিগমে কর্মীদের ভাতা কাঠামোয় আসছে পরিবর্তন

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সি প্রশংসা করে অনুব্রত মণ্ডল বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করেন ৷ মিথ্যা কথা বলেন না ৷ দেউচা-পাচামিতে কয়লা খনি হলে 1 লক্ষ মানুষের চাকরি হবে ৷ বীরভূম জেলার উন্নয়ন হবে।" এ বিষয়ে জেলাশাসক বিধান রায় বলেন, "প্রতিশ্রুতি মতো জমিদাতাদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হল। আগামীতেও এই প্রক্রিয়া চলবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.