ETV Bharat / state

Child Fever : 24 ঘণ্টায় বোলপুর মহকুমা হাসপাতালে জ্বরে আক্রান্ত 160 শিশু ভর্তি - বোলপুর মহকুমা হাসপাতাল

আতঙ্ক বাড়াচ্ছে অজানা জ্বর ৷ গত 24 ঘণ্টায় বীরভূমের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে জ্বরে আক্রান্ত 160টি শিশুকে ৷ পরিষেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ ৷

160 children admitted in bolpur subdivision hospital due to fever
Child Fever : 24 ঘণ্টায় বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি জ্বরে আক্রান্ত 160 শিশু
author img

By

Published : Sep 24, 2021, 4:54 PM IST

বোলপুর, 24 সেপ্টেম্বর : অজানা জ্বর আতঙ্ক বাড়াচ্ছে অভিভাবকদের ৷ ইতিমধ্যেই রাজ্যের নানা প্রান্তে জ্বরে আক্রান্ত অসংখ্য শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷ সূত্রের খবর, গত 24 ঘণ্টায় শুধুমাত্র বীরভূমের বোলপুর মহকুমা হাসপাতালেই অন্তত 160টি শিশুকে ভর্তি করা হয়েছে ৷ তারা প্রত্যেকেই জ্বরে আক্রান্ত ৷

আরও পড়ুন : Child fever : উত্তরবঙ্গে মেডিক্যালে ফের এক শিশুর মৃত্যু

ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা জেলায় ৷ শিশুদের নিয়ে আশঙ্কায় রয়েছেন তাদের বাবা-মায়েরা ৷ হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের পরিষেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ৷ যদিও বোলপুর মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার বুদ্ধদেব মুর্মু বলেন, ‘‘মরশুম বদলাচ্ছে ৷ সেই কারণেই ঘন ঘন জ্বরে পড়ছে শিশুরা ৷ তবে এনিয়ে অযথা আতঙ্কের কোনও কারণ নেই ৷ অভিভাবকরা আগের তুলনায় অনেক বেশি সচেতন হয়েছেন ৷ সেই কারণেই বাচ্চাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসছেন তাঁরা ৷ আমরাও যথাসাধ্য চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি ৷’’

হাসপাতালে ভর্তি এক শিশুর আত্মীয় জানালেন, বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছে তাঁদের বাড়ির খুদে সদস্য ৷ সেই কারণেই হাসপাতালে নিয়ে আসতে হয়েছে তাকে ৷ কিন্তু হাসপাতালে কার্যত তিল ধারণের জায়গাও নেই ৷ এক-একটি শয্যায় দুই থেকে তিনটি শিশুকে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে ৷ সঙ্গে রয়েছেন তাদের মায়েরা ৷ ফলে শিশুবিভাগের ভিতর শিকেয় উঠেছে করোনাবিধি ৷ শারীরিক দূরত্ব মেনে চলা এখানে একেবারেই অসম্ভব ৷ তার উপর অধিকাংশ অভিভাবকই মাস্ক পরছেন না ৷ ফলে হাসপাতাল থেকেই সংক্রমণের আশঙ্কা বাড়ছে ৷ আসন্ন তৃতীয় ঢেউয়ের আগে যা চিন্তা বাড়াচ্ছে কর্তৃপক্ষের ৷ কিন্তু, তারাও নিরুপায় ৷

আরও পড়ুন : Child Fever : বাড়ছে শিশুদের জ্বরের প্রকোপ, আতঙ্কে মালদা মেডিক্যালে উপচে পড়ছে ভিড়

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে মাত্র 24 ঘণ্টাতেই অন্তত 160টি শিশুকে ভর্তি করতে হয়েছে ৷ বোলপুর ছাড়াও নানুর, লাভপুর-সহ জেলার বিভিন্ন জায়গা থেকে জ্বরে আক্রান্ত শিশুদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে ৷

বোলপুর, 24 সেপ্টেম্বর : অজানা জ্বর আতঙ্ক বাড়াচ্ছে অভিভাবকদের ৷ ইতিমধ্যেই রাজ্যের নানা প্রান্তে জ্বরে আক্রান্ত অসংখ্য শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷ সূত্রের খবর, গত 24 ঘণ্টায় শুধুমাত্র বীরভূমের বোলপুর মহকুমা হাসপাতালেই অন্তত 160টি শিশুকে ভর্তি করা হয়েছে ৷ তারা প্রত্যেকেই জ্বরে আক্রান্ত ৷

আরও পড়ুন : Child fever : উত্তরবঙ্গে মেডিক্যালে ফের এক শিশুর মৃত্যু

ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা জেলায় ৷ শিশুদের নিয়ে আশঙ্কায় রয়েছেন তাদের বাবা-মায়েরা ৷ হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের পরিষেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ৷ যদিও বোলপুর মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার বুদ্ধদেব মুর্মু বলেন, ‘‘মরশুম বদলাচ্ছে ৷ সেই কারণেই ঘন ঘন জ্বরে পড়ছে শিশুরা ৷ তবে এনিয়ে অযথা আতঙ্কের কোনও কারণ নেই ৷ অভিভাবকরা আগের তুলনায় অনেক বেশি সচেতন হয়েছেন ৷ সেই কারণেই বাচ্চাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসছেন তাঁরা ৷ আমরাও যথাসাধ্য চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি ৷’’

হাসপাতালে ভর্তি এক শিশুর আত্মীয় জানালেন, বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছে তাঁদের বাড়ির খুদে সদস্য ৷ সেই কারণেই হাসপাতালে নিয়ে আসতে হয়েছে তাকে ৷ কিন্তু হাসপাতালে কার্যত তিল ধারণের জায়গাও নেই ৷ এক-একটি শয্যায় দুই থেকে তিনটি শিশুকে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে ৷ সঙ্গে রয়েছেন তাদের মায়েরা ৷ ফলে শিশুবিভাগের ভিতর শিকেয় উঠেছে করোনাবিধি ৷ শারীরিক দূরত্ব মেনে চলা এখানে একেবারেই অসম্ভব ৷ তার উপর অধিকাংশ অভিভাবকই মাস্ক পরছেন না ৷ ফলে হাসপাতাল থেকেই সংক্রমণের আশঙ্কা বাড়ছে ৷ আসন্ন তৃতীয় ঢেউয়ের আগে যা চিন্তা বাড়াচ্ছে কর্তৃপক্ষের ৷ কিন্তু, তারাও নিরুপায় ৷

আরও পড়ুন : Child Fever : বাড়ছে শিশুদের জ্বরের প্রকোপ, আতঙ্কে মালদা মেডিক্যালে উপচে পড়ছে ভিড়

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে মাত্র 24 ঘণ্টাতেই অন্তত 160টি শিশুকে ভর্তি করতে হয়েছে ৷ বোলপুর ছাড়াও নানুর, লাভপুর-সহ জেলার বিভিন্ন জায়গা থেকে জ্বরে আক্রান্ত শিশুদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.