ETV Bharat / state

Bombs Recover From Kashimnagar : এবার বীরভূমের মুরারই থেকে উদ্ধার 12টি বোমা - 12 bombs recovered from Kashimnagar at birbhum

বীরভূমের কাশিমনগর গ্রাম থেকে উদ্ধার 12টি বোমা ৷ উদ্ধারের পরেই বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে (bombs recovered from Kashimnagar) ৷ তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করবে ৷

Bombs Recover From Kashimnagar
ফের বীরভূমে উদ্ধার 12টি বোমা
author img

By

Published : Apr 10, 2022, 4:12 PM IST

মুরারই, 10 এপ্রিল : বীরভূমের মুরারইয়ের কাশিমনগর গ্রামে উদ্ধার 12টি বোমা (bombs recovered from Kashimnagar) । শনিবার রাত থেকে তল্লাশি চালায় মুরারই থানার পুলিশ ৷ রবিবার সকালে মেলে সাফল্য, উদ্ধার হয় ওই বোমাগুলি ৷ পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মুরারই কাশিমনগর গ্রামে কয়েকজন দুষ্কৃতী মদ্যপ অবস্থায় ওই গ্রামের বাসিন্দা মামলত শেখের বাড়ির সামনে একটি বোমা ফাটায়। বোমাবাজির পরে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায়।

এরপর ঘটানাস্থলে পৌঁছায় মুরারই থানার পুলিশ ও রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র। বোমাবাজির ঘটনায় আনসার আলি নামে একজনকে গ্রেফতারও করে পুলিশ। রবিবার সকালে আনসার আলির বাড়ির পাশে একটি প্লাস্টিকের বালতিতে পাওয়া যায় 12টি বোমা। এ বিষয়ে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র বলেন, "প্লাস্টিকের বালতিতে 12টি বোমা রয়েছে। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তারা এসে বোমগুলি নিষ্ক্রিয় করবে।"

আরও পড়ুন : ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার নানুরে, গ্রেফতার 2

উল্লেখ্য, রামপুরহাটের বগটুই হত্যাকাণ্ডের পর বগটুইয়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে নির্দেশ দেন বেআইনি আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করার। তারপর বীরভূমের, দুবরাজপুর, খয়রাশোল, লাভপুর-সহ একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার করে পুলিশ। শুধু এখানেই নয়, রাজ্যের একাধিক জায়গাতে মিলছে কখনও বোমা তো কখনও বেআইনি আগ্নেয়াস্ত্র ৷ এখনও বীরভূম জেলা-সহ রাজ্যজুড়ে পুলিশি অভিযান অব্যাহত।

মুরারই, 10 এপ্রিল : বীরভূমের মুরারইয়ের কাশিমনগর গ্রামে উদ্ধার 12টি বোমা (bombs recovered from Kashimnagar) । শনিবার রাত থেকে তল্লাশি চালায় মুরারই থানার পুলিশ ৷ রবিবার সকালে মেলে সাফল্য, উদ্ধার হয় ওই বোমাগুলি ৷ পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মুরারই কাশিমনগর গ্রামে কয়েকজন দুষ্কৃতী মদ্যপ অবস্থায় ওই গ্রামের বাসিন্দা মামলত শেখের বাড়ির সামনে একটি বোমা ফাটায়। বোমাবাজির পরে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায়।

এরপর ঘটানাস্থলে পৌঁছায় মুরারই থানার পুলিশ ও রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র। বোমাবাজির ঘটনায় আনসার আলি নামে একজনকে গ্রেফতারও করে পুলিশ। রবিবার সকালে আনসার আলির বাড়ির পাশে একটি প্লাস্টিকের বালতিতে পাওয়া যায় 12টি বোমা। এ বিষয়ে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র বলেন, "প্লাস্টিকের বালতিতে 12টি বোমা রয়েছে। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তারা এসে বোমগুলি নিষ্ক্রিয় করবে।"

আরও পড়ুন : ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার নানুরে, গ্রেফতার 2

উল্লেখ্য, রামপুরহাটের বগটুই হত্যাকাণ্ডের পর বগটুইয়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে নির্দেশ দেন বেআইনি আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করার। তারপর বীরভূমের, দুবরাজপুর, খয়রাশোল, লাভপুর-সহ একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার করে পুলিশ। শুধু এখানেই নয়, রাজ্যের একাধিক জায়গাতে মিলছে কখনও বোমা তো কখনও বেআইনি আগ্নেয়াস্ত্র ৷ এখনও বীরভূম জেলা-সহ রাজ্যজুড়ে পুলিশি অভিযান অব্যাহত।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.