ETV Bharat / state

বীরভূমে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে 19 - Lockdown in birbhum

পাঁচ দিন আগে জেলায় কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা ছিল 9 । সেই সংখ্যা বাড়িয়ে করা হল 19 ।

Containment zone 19 within 5 days
Containment zone 19 within 5 days
author img

By

Published : Jul 15, 2020, 12:04 AM IST

সিউড়ি, 14 জুলাই : কোরোনার সংক্রমণ রুখতে গত 9 জুলাই থেকে কনটেইনমেন্ট জ়োনগুলিতে কড়াভাবে লকডাউন শুরু হয়েছে । প্রথমদিকে বীরভূমে 9 টি কনটেনমেন্ট জোন ছিল। মাত্র পাঁচ দিন পেরোতে না পেরোতেই সেই জ়োনের সংখ্যা বেড়ে দাঁড়াল 19-এ ।

বীরভূমে 10টি কনটেনমেন্ট জোন বেড়েছে । যাদের মধ্যে প্রথম কনটেইনমেন্ট জ়োন এলাকা তৈরি হয়েছে সিউড়ির এক নম্বর ব্লকের করিধ্যা গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লি নামে একটি পাড়ায় । যেখানে গত রবিবার এক যুবতি কোরোনায় আক্রান্ত হন । তাঁকে বোলপুর কোভিড হাসপাতালে পাঠান হয় ।পাশাপাশি তাঁর সংস্পর্শে থাকা প্রায় 40 জনের কোভিড পরীক্ষা করানো হয় । যদিও তাঁদের রিপোর্ট সম্পর্কে এখনও প্রশাসনের তরফ থেকে কিছু জানানো হয়নি ।

ওই এলাকার 40টি বাড়ির সদস্যকে হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে । নিয়ম অনুযায়ী নিত্য প্রয়োজনীয় জিনিস ও খাবার ফোনে অর্ডার করলে পুলিশ তা ব্যারিকেডের বাইরে থেকেই তাদের সরবরাহ করছে । ইতিমধ্যে দমকলকর্মীরা এলাকায় স্যানিটাইজ় করেছে ।

বীরভূমে যে সমস্ত এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের মধ্যে সবথেকে বেশি রয়েছে রামপুরহাট 1 নং এবং 2 নং ব্লকে । মোট কনটেইনমেন্ট জোনের সংখ্যা 13 টি । বোলপুর এলাকায় কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা 5টি ও সিউড়ি 1 নং ব্লক এলাকায় 1 টি ।

সিউড়ি, 14 জুলাই : কোরোনার সংক্রমণ রুখতে গত 9 জুলাই থেকে কনটেইনমেন্ট জ়োনগুলিতে কড়াভাবে লকডাউন শুরু হয়েছে । প্রথমদিকে বীরভূমে 9 টি কনটেনমেন্ট জোন ছিল। মাত্র পাঁচ দিন পেরোতে না পেরোতেই সেই জ়োনের সংখ্যা বেড়ে দাঁড়াল 19-এ ।

বীরভূমে 10টি কনটেনমেন্ট জোন বেড়েছে । যাদের মধ্যে প্রথম কনটেইনমেন্ট জ়োন এলাকা তৈরি হয়েছে সিউড়ির এক নম্বর ব্লকের করিধ্যা গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লি নামে একটি পাড়ায় । যেখানে গত রবিবার এক যুবতি কোরোনায় আক্রান্ত হন । তাঁকে বোলপুর কোভিড হাসপাতালে পাঠান হয় ।পাশাপাশি তাঁর সংস্পর্শে থাকা প্রায় 40 জনের কোভিড পরীক্ষা করানো হয় । যদিও তাঁদের রিপোর্ট সম্পর্কে এখনও প্রশাসনের তরফ থেকে কিছু জানানো হয়নি ।

ওই এলাকার 40টি বাড়ির সদস্যকে হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে । নিয়ম অনুযায়ী নিত্য প্রয়োজনীয় জিনিস ও খাবার ফোনে অর্ডার করলে পুলিশ তা ব্যারিকেডের বাইরে থেকেই তাদের সরবরাহ করছে । ইতিমধ্যে দমকলকর্মীরা এলাকায় স্যানিটাইজ় করেছে ।

বীরভূমে যে সমস্ত এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের মধ্যে সবথেকে বেশি রয়েছে রামপুরহাট 1 নং এবং 2 নং ব্লকে । মোট কনটেইনমেন্ট জোনের সংখ্যা 13 টি । বোলপুর এলাকায় কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা 5টি ও সিউড়ি 1 নং ব্লক এলাকায় 1 টি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.