ETV Bharat / state

পৌষমেলার নিরাপত্তায় ১ কম্পানি প্রাক্তন সেনাকর্মী - shantiniketan

আগামী 24 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে শান্তিনিকেতনে পৌষমেলা ৷ মেলার নিরাপত্তার জন্য আজ সকালে 1 কম্পানি প্রাক্তন সেনাকর্মী এসে পৌঁছেছে ৷ দুপুর থেকেই মোতায়েন রয়েছে তারা ৷ বিশ্বভারতীর তরফ থেকে পৌষমেলায় নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রধানমন্ত্রীকে আবেদন জানানো হয়েছিল ৷ সেই আবেদনের ভিত্তিতে কলকাতার আর্মি ওয়েলফেয়ার প্লেসমেন্ট সার্ভিস থেকে 100 জন সেনাকর্মী মোতায়েন করা হয়েছে ৷

an ex-serviceman
মোতায়েন ১ কোম্পানি প্রাক্তন সেনাকর্মী
author img

By

Published : Dec 20, 2019, 10:15 PM IST

শান্তিনিকেতন, 20 ডিসেম্বর : মঙ্গলবার (24 ডিসেম্বর) থেকে শুরু হতে চলেছে শান্তিনিকেতনে পৌষমেলা ৷ মেলার নিরাপত্তার জন্য আজ সকালে 1 কম্পানি প্রাক্তন সেনাকর্মী এসে পৌঁছেছে ৷ তারা দুপুর থেকেই মোতায়েন রয়েছে ৷ বিশ্বভারতীর তরফ থেকে পৌষমেলায় নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীকে আবেদন জানানো হয়েছিল ৷ সেই আবেদনের ভিত্তিতে কলকাতার আর্মি ওয়েলফেয়ার প্লেসমেন্ট সার্ভিস থেকে 100 জন প্রাক্তন সেনাকর্মী মোতায়েন করা হয়েছে ৷ এছাড়া মেলা প্রাঙ্গণে উপাচার্য দপ্তর তৈরি হয়েছে ৷ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নিজে সেখানে থাকছেন ৷

24 থেকে 27 ডিসেম্বর পর্যন্ত টানা 4 দিন শান্তিনিকেতনে পৌষমেলা চলবে ৷ এই মেলা শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী মেলা ৷ দূরদূরান্ত থেকে এই মেলা দেখতে আসেন অনেকেই ৷ মাটির গহনা থেকে শুরু করে হাতের কাজের সামগ্রীর পসরা বসে এই মেলায় ৷ যদিও অন্যান্য বারের তুলনায় এবার কম জাঁকজমক ভাবেই আয়োজন করা হয়েছে ৷ একাধিক জটিলতার কারণে অনেক কম সংখ্যক স্টল এসেছে ৷ তার জন্য উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্বভারতী ৷

মোতায়েন ১ কম্পানি প্রাক্তন সেনাকর্মী

এই মেলায় নিরাপত্তা ব্যবস্থার জন্য থাকছে বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তারক্ষী, স্টুডেন্ট ভলান্টিয়ার এবং রাজ্য পুলিশ ৷ এছাড়া বসানো হয়েছে ওয়াচ টাওয়ার, ড্রপ গেট ৷ মেলায় অস্থায়ী উপাচার্য দপ্তর থেকে উপাচার্য নিজেই লক্ষ্য রাখছেন ৷ মেলায় আগতরা এই দপ্তরে অনায়াসেই তাঁদের অভিযোগ জানাতে পারবেন ৷ নিরাপত্তা প্রসঙ্গে বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার বলেন, "পৌষমেলা সুষ্ঠু ভাবে পরিচালনা করতেই মোতায়েন হয়েছে সেনাকর্মী ৷ "

শান্তিনিকেতন, 20 ডিসেম্বর : মঙ্গলবার (24 ডিসেম্বর) থেকে শুরু হতে চলেছে শান্তিনিকেতনে পৌষমেলা ৷ মেলার নিরাপত্তার জন্য আজ সকালে 1 কম্পানি প্রাক্তন সেনাকর্মী এসে পৌঁছেছে ৷ তারা দুপুর থেকেই মোতায়েন রয়েছে ৷ বিশ্বভারতীর তরফ থেকে পৌষমেলায় নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীকে আবেদন জানানো হয়েছিল ৷ সেই আবেদনের ভিত্তিতে কলকাতার আর্মি ওয়েলফেয়ার প্লেসমেন্ট সার্ভিস থেকে 100 জন প্রাক্তন সেনাকর্মী মোতায়েন করা হয়েছে ৷ এছাড়া মেলা প্রাঙ্গণে উপাচার্য দপ্তর তৈরি হয়েছে ৷ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নিজে সেখানে থাকছেন ৷

24 থেকে 27 ডিসেম্বর পর্যন্ত টানা 4 দিন শান্তিনিকেতনে পৌষমেলা চলবে ৷ এই মেলা শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী মেলা ৷ দূরদূরান্ত থেকে এই মেলা দেখতে আসেন অনেকেই ৷ মাটির গহনা থেকে শুরু করে হাতের কাজের সামগ্রীর পসরা বসে এই মেলায় ৷ যদিও অন্যান্য বারের তুলনায় এবার কম জাঁকজমক ভাবেই আয়োজন করা হয়েছে ৷ একাধিক জটিলতার কারণে অনেক কম সংখ্যক স্টল এসেছে ৷ তার জন্য উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্বভারতী ৷

মোতায়েন ১ কম্পানি প্রাক্তন সেনাকর্মী

এই মেলায় নিরাপত্তা ব্যবস্থার জন্য থাকছে বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তারক্ষী, স্টুডেন্ট ভলান্টিয়ার এবং রাজ্য পুলিশ ৷ এছাড়া বসানো হয়েছে ওয়াচ টাওয়ার, ড্রপ গেট ৷ মেলায় অস্থায়ী উপাচার্য দপ্তর থেকে উপাচার্য নিজেই লক্ষ্য রাখছেন ৷ মেলায় আগতরা এই দপ্তরে অনায়াসেই তাঁদের অভিযোগ জানাতে পারবেন ৷ নিরাপত্তা প্রসঙ্গে বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার বলেন, "পৌষমেলা সুষ্ঠু ভাবে পরিচালনা করতেই মোতায়েন হয়েছে সেনাকর্মী ৷ "

Intro:শান্তিনিকেতন, ২০ ডিসেম্বরঃ এবার পৌষমেলার নিরাপত্তায় এল ১ কোম্পানি প্রাক্তন সেনাকর্মী। বিশ্বভারতীর আবেদনের ভিত্তিতে প্রধানমন্ত্রী দপ্তরের নির্দেশে আর্মি ওয়েলফেয়ার প্লেসমেন্ট সার্ভিস থেকে সেনাকর্মীদের মোতায়েন হয়। অন্যদিকে, এদিন থেকে পৌষমেলায় দপ্তর তৈরি করে নজরদারি চালাচ্ছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। Body:শান্তিনিকেতন, ২০ ডিসেম্বরঃ এবার পৌষমেলার নিরাপত্তায় এল ১ কোম্পানি প্রাক্তন সেনাকর্মী। বিশ্বভারতীর আবেদনের ভিত্তিতে প্রধানমন্ত্রী দপ্তরের নির্দেশে আর্মি ওয়েলফেয়ার প্লেসমেন্ট সার্ভিস থেকে সেনাকর্মীদের মোতায়েন হয়। অন্যদিকে, এদিন থেকে পৌষমেলায় দপ্তর তৈরি করে নজরদারি চালাচ্ছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

২৪ ডিসেম্বর থেকে শুরু শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা। যদিও, অন্যান্য বারের তুলনায় এবার অনেক কম জাঁকজমক ভাবেই হবে মেলা। মেলা নিয়ে একাধিক জটিলতার জন্য বহু কম সংখ্য স্টল এসেছে মেলায়।
মেলার নিরাপত্তার জন্য বিশ্বভারতীর তরফে প্রধানমন্ত্রী দপ্তরে আবেদন করা হয়েছিল। সেই মত প্রধানমন্ত্রী দপ্তরের নির্দেশে কলকাতার আর্মি ওয়েলফেয়ার প্লেসমেন্ট সার্ভিস থেকে ১ কোম্পানি অর্থাৎ ১০০ জন প্রাক্তন সেনাকর্মী মোতায়েন করা হয়েছে। মেলার ৪ দিন নিরাপত্তার মূল দায়িত্বে থাকছে এই সেনাকর্মীরাই৷ এছাড়া থাকছে বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তারক্ষী, স্টুডেন্ট ভলিন্টিয়ার, রাজ্য পুলিশ। বসানো হয়েছে ওয়াচ টাওয়ার, ড্রপ গেট।
এদিন থেকেই মেলা প্রাঙ্গণে একটি অস্থায়ী দপ্তর করেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এই দপ্তরে মেলায় আগতরা তাদের অভিযোগ করতে পারবেন।
বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার বলেন, "আমাদের আবেদন অনুযায়ী নিরাপত্তার জন্য প্রাক্তন সেনাকর্মীদের দেওয়া হয়েছে। মেলা সুষ্ঠু মত পরিচালনা করতে তারা সহযোগিতা করবে।"Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.