ETV Bharat / state

জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী ওন্দার বিজেপি প্রার্থী - অমরনাথ শাখা

জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী অমরনাথ বাবু । তিনি জানিয়েছেন, বর্তমান সরকারের আমলে জেহাদি শাসন শুরু হয়েছে , তার থেকে বাংলা মানুষের মুক্তি তাঁর নির্বাচনের মূল লক্ষ্য ।

বিজেপি প্রার্থী অমরনাথ শাখা
বিজেপি প্রার্থী অমরনাথ শাখা
author img

By

Published : Mar 11, 2021, 10:44 PM IST

বাঁকুড়া, 11 মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনে ওন্দা বিধানসভার বিজেপি প্রার্থী অমরনাথ শাখা । কাল জেলাশাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা করেন তিনি । তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ ।

আরও পড়ুন : দল-নেত্রীর মঙ্গলকামনায় সায়ন্তিকা, আবেগে মাতল বাঁকুড়া

জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী অমরনাথ বাবু । তিনি জানিয়েছেন, বর্তমান সরকারের আমলে জেহাদি শাসন শুরু হয়েছে , তার থেকে বাংলা মানুষের মুক্তি তার নির্বাচনের মূল লক্ষ্য । সেখানে উপস্থিত বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ বলেন, ওন্দার অমরনাথ বাবু বহিরাগত নন এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যক কর্মী, সমর্থক তাদের কাছে সমান । তিনি আরও জানান, এ নির্বাচন বাংলার বেকার যুবকদের জন্য এবং এ লড়াই বাংলায় শিল্প স্থাপনের জন্যল । বড়জোড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণার কথা সাংসদকে জিজ্ঞেস করা হলে, তিনি তা এড়িয়ে যান।

জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী অমরনাথ শাখা

আরও পড়ুন : "চমক" রাজ্য বাজেটের প্রতিবাদে বাঁকুড়ায় আদিবাসীদের বিক্ষোভ

বাঁকুড়ায় আসার পর থেকে এদিন কার্যত জনস্রোতে ভেসেছেন বিজেপি প্রার্থী অমরনাথ শাখা । আর এই জনস্রোত ও ভিড় দেখে আপ্লুত তিনি । তিনি বলেন, মানুষের অনেক আশীর্বাদ পেয়েছি । আগামী দিনে বাংলার মানুষের জন্য কাজ করে যেতে চাই ।

বাঁকুড়া, 11 মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনে ওন্দা বিধানসভার বিজেপি প্রার্থী অমরনাথ শাখা । কাল জেলাশাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা করেন তিনি । তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ ।

আরও পড়ুন : দল-নেত্রীর মঙ্গলকামনায় সায়ন্তিকা, আবেগে মাতল বাঁকুড়া

জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী অমরনাথ বাবু । তিনি জানিয়েছেন, বর্তমান সরকারের আমলে জেহাদি শাসন শুরু হয়েছে , তার থেকে বাংলা মানুষের মুক্তি তার নির্বাচনের মূল লক্ষ্য । সেখানে উপস্থিত বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ বলেন, ওন্দার অমরনাথ বাবু বহিরাগত নন এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যক কর্মী, সমর্থক তাদের কাছে সমান । তিনি আরও জানান, এ নির্বাচন বাংলার বেকার যুবকদের জন্য এবং এ লড়াই বাংলায় শিল্প স্থাপনের জন্যল । বড়জোড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণার কথা সাংসদকে জিজ্ঞেস করা হলে, তিনি তা এড়িয়ে যান।

জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী অমরনাথ শাখা

আরও পড়ুন : "চমক" রাজ্য বাজেটের প্রতিবাদে বাঁকুড়ায় আদিবাসীদের বিক্ষোভ

বাঁকুড়ায় আসার পর থেকে এদিন কার্যত জনস্রোতে ভেসেছেন বিজেপি প্রার্থী অমরনাথ শাখা । আর এই জনস্রোত ও ভিড় দেখে আপ্লুত তিনি । তিনি বলেন, মানুষের অনেক আশীর্বাদ পেয়েছি । আগামী দিনে বাংলার মানুষের জন্য কাজ করে যেতে চাই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.