মেজিয়া, 16 মার্চ : মেজিয়ার সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ৷ চক্রান্তকারী হিসেবে কটাক্ষ করলেন তাঁকে ৷ একইসঙ্গে নির্বাচন কমিশনের কাজ নিয়েও প্রশ্ন তোলেন৷
আজ গোড়া থেকেই শাহকে একহাত নিতে শুরু করেন মমতা। বলেন, "হোম মিনিস্টার কলকাতায় বসে চক্রান্ত করছেন ৷ কাকে কোথায় গ্রেফতার করা হবে ৷ কাকে মারা হবে ৷ " একই সঙ্গে নির্বাচন কমিশন প্রসঙ্গ টেনে এনে তিনি প্রশ্ন তোলেন, "নির্বাচন কমিশন অমিত শাহ চালাচ্ছেন না তো ? কমিশনকে কেন নির্দেশ দেবেন অমিত শাহ ?"
আরও পড়ুন- দিলীপ ঘোষের ইস্তফা দাবি, হেস্টিংস কার্যালয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের
গত 10 বছরের তৃণমূলের সাফল্য়ের খতিয়ান তুলে ধরেন মমতা ৷ ক্ষমতায় এসে বাড়ি বাড়ি গিয়ে রেশন বণ্টন করা হবে বলে আশ্বাস দেন ৷ এপ্রসঙ্গে কটাক্ষের সুরে তিনি বলেন, বিজেপি লোকসভা ভোটে জিতলেও কোনও কাজ করেনি ৷ মেজিয়ার মানুষকে বোকা বানিয়েছে ৷
দলের পাশাপাশি সরকারি আধিকারিকদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূল নেত্রীর ৷ এমনকি, রাজ্য় সরকারি কাজেও হস্তক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ তাঁর৷