ETV Bharat / state

Bankura Cultivation : টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষের জমি, মাথায় হাত সোনামুখীর চাষিদের

রাজ্যজুড়ে টানা বৃষ্টিতে বাঁকুড়ার সোনামুখী ব্লকের একাধিক এলাকার কৃষিজমি ক্ষতিগ্রস্ত ৷ লক্ষ্মীপুজোয় সারা বছরের লক্ষ্মীকে ঘরে তুলতে না পেরে কার্যত মাথায় হাত চাষিদের ৷

বাঁকুড়া
বাঁকুড়া
author img

By

Published : Oct 20, 2021, 10:49 PM IST

সোনামুখী, 20 অক্টোবর : দুর্গাপুজোর আগে থেকেই রাজ্যজুড়ে চলছে বৃষ্টি ৷ পরপর নিম্নচাপের ঘনঘটায় বাঁকুড়ার সোনামুখী ব্লকের একাধিক এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিজমি ৷ ধান থেকে শুরু করে কাঁচা সবজি, সবই নষ্ট হতে বসেছে টানা বৃষ্টির জেরে ৷

কারোর ধান এখনও কাটায় হয়নি, তো কারও আবার কাটা হলেও ঘরে তোলার সময় পাননি ৷ যে লক্ষ্মী সারাবছর তাঁদের অন্নের জোগান দেয় সেই লক্ষ্মী আজ প্রাকৃতিক বিপর্যয়ে বিপন্ন । লক্ষ্মীপুজোয় সারাবছরের লক্ষ্মীকে ঘরে তুলতে না পেরে তাই কার্যত মুষড়ে পড়েছেন এখানকার চাষিরা ৷

তবে শুধুমাত্র ধান চাষিরাই নন, সবজি চাষিরাও ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন । পটল, বেগুন, বাঁধাকপি ও করলা-সহ সব সবজির জমিতে জল জমে গিয়েছে ৷ ফলে সবজি জল বসা হয়ে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষিরা ৷ লক্ষ্মীপুজোয় এমনিতেই সবজির বেশ ভাল বাজার থাকে ৷ কিন্তু এবছর সব শেষ ৷

স্থানীয় চাষি খনা দাস ও শান্তি দাসের কথায়, চাষবাস ছাড়া আমাদের উপার্জনের অন্য রাস্তা নেই ৷ সারা বছর চাষের উপর ভরসা করেই আমাদের সংসার চলে ৷ বৃষ্টিতে সারাবছরের ধান নষ্ট হয়ে গিয়েছে ৷ এখন ছেলেমেয়েদের নিয়ে কীভাবে সংসার চলবে তাই ভেবে রাতের ঘুম ছুটেছে আমাদের ।

টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষের জমি, মাথায় হাত সোনামুখীর চাষিদের
এ বিষয়ে কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় । তিনি বলেন, ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকার কৃষিজমির রিপোর্ট পাঠানো হয়েছে প্রশাসনকে ৷ তাই দ্রুতই ক্ষতিপূরণ পেয়ে যাবেন চাষিরা ৷

আরও পড়ুন : Flower cultivators : লাগাতার বৃষ্টিতে বড় ক্ষতির মুখে বিষ্ণুপুরের ফুল চাষীরা

সোনামুখী, 20 অক্টোবর : দুর্গাপুজোর আগে থেকেই রাজ্যজুড়ে চলছে বৃষ্টি ৷ পরপর নিম্নচাপের ঘনঘটায় বাঁকুড়ার সোনামুখী ব্লকের একাধিক এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিজমি ৷ ধান থেকে শুরু করে কাঁচা সবজি, সবই নষ্ট হতে বসেছে টানা বৃষ্টির জেরে ৷

কারোর ধান এখনও কাটায় হয়নি, তো কারও আবার কাটা হলেও ঘরে তোলার সময় পাননি ৷ যে লক্ষ্মী সারাবছর তাঁদের অন্নের জোগান দেয় সেই লক্ষ্মী আজ প্রাকৃতিক বিপর্যয়ে বিপন্ন । লক্ষ্মীপুজোয় সারাবছরের লক্ষ্মীকে ঘরে তুলতে না পেরে তাই কার্যত মুষড়ে পড়েছেন এখানকার চাষিরা ৷

তবে শুধুমাত্র ধান চাষিরাই নন, সবজি চাষিরাও ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন । পটল, বেগুন, বাঁধাকপি ও করলা-সহ সব সবজির জমিতে জল জমে গিয়েছে ৷ ফলে সবজি জল বসা হয়ে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষিরা ৷ লক্ষ্মীপুজোয় এমনিতেই সবজির বেশ ভাল বাজার থাকে ৷ কিন্তু এবছর সব শেষ ৷

স্থানীয় চাষি খনা দাস ও শান্তি দাসের কথায়, চাষবাস ছাড়া আমাদের উপার্জনের অন্য রাস্তা নেই ৷ সারা বছর চাষের উপর ভরসা করেই আমাদের সংসার চলে ৷ বৃষ্টিতে সারাবছরের ধান নষ্ট হয়ে গিয়েছে ৷ এখন ছেলেমেয়েদের নিয়ে কীভাবে সংসার চলবে তাই ভেবে রাতের ঘুম ছুটেছে আমাদের ।

টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষের জমি, মাথায় হাত সোনামুখীর চাষিদের
এ বিষয়ে কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় । তিনি বলেন, ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকার কৃষিজমির রিপোর্ট পাঠানো হয়েছে প্রশাসনকে ৷ তাই দ্রুতই ক্ষতিপূরণ পেয়ে যাবেন চাষিরা ৷

আরও পড়ুন : Flower cultivators : লাগাতার বৃষ্টিতে বড় ক্ষতির মুখে বিষ্ণুপুরের ফুল চাষীরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.