বাঁকুড়া, 26 অগাস্ট : আকাঙ্ক্ষা শর্মা হত্যা মামলায় উদয়ন দাসকে যাবজ্জীবন সাজা দিল বাঁকুড়ার ফাস্ট ট্র্যাক কোর্ট ৷ গতকাল উদয়নকে দোষী সাব্যস্ত করে আদালত ৷ এরপর আজ সাজা ঘোষণা করেন বিচারক সুরেশ বিশ্বশর্মা ৷
2016 সালের জুলাই মাসে আকাঙ্ক্ষাকে খুন করে উদয়ন । ভোপালে নিজের বাড়িতে সিমেন্টের বেদির নিচে পুঁতে দেয় মৃতদেহ ৷ বাঁকুড়া শহরের রবীন্দ্র সরণি এলাকার বাসিন্দা আকাঙ্ক্ষার সঙ্গে উদয়নের সম্পর্ক গড়ে ওঠে সোশাল মিডিয়ায় । সেই সূত্রে ভোপালের সাকেতনগরে আকাঙ্ক্ষাকে নিয়ে যায় সে । আকাঙ্ক্ষাকে বিয়েও করে । তারপর খুন ৷
আকাঙ্ক্ষার পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে 2017 সালে 2 ফেব্রুয়ারি উদয়নকে গ্রেপ্তার করে পুলিশ । তদন্ত শুরু হয় । পুলিশি জেরায় উদয়ন জানায়, শুধু আকাঙ্ক্ষাকেই নয়, সে নিজের মা-বাবাকেও একই কায়দায় খুন করেছে ৷ তদন্ত শেষে 2017 সালের জুলাই মাসে চার্জশিট দাখিল করে পুলিশ । গতকাল তাকে দোষীসাব্যস্ত করে বাঁকুড়া আদালত । আজ তার সাজা ঘোষণা হয় ।
যদিও আজ কোর্ট লকআপে ঢোকার সময় কোনওরকম অনুশোচনা ধরা পড়েনি উদয়নের চোখে-মুখে ৷ উলটে রায় ঘোষণা হওয়ার পর সে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার ইচ্ছের কথা জানায় ।