ETV Bharat / state

TMC Slams Kailash Vijayvargiya: মহিলাদের পোশাক নিয়ে বেফাঁস মন্তব্য, কৈলাসের কুশপুতুল পোড়াল তৃণমূল - হনুমান জয়ন্তী

বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক । মহিলাদের পোশাক নিয়ে তাঁর বেফাঁস মন্তব্যের প্রতিবাদে রাস্তায় নামল তৃণমূল ৷ শাসকদলের মহিলা নেতৃত্ব রবিবার মিছিল করে কৈলাসের কুশপুত্তলিকা দাহ করে বাঁকুড়ায় ৷

TMC women wing protest
তৃণমূলের প্রতিবাদ
author img

By

Published : Apr 9, 2023, 6:49 PM IST

কৈলাস বিজয়বর্গীয়র বেফাঁস মন্তব্যের প্রতিবাদ তৃণমূলের

বাঁকুড়া, 9 এপ্রিল: বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় মহিলাদের পোশাক নিয়ে বেফাঁস মন্তব্যের জেরে প্রতিবাদে নামল তৃণমূল ৷ রবিবার কালো চশমা পরে পথে নেমে এই মন্তব্যের প্রতিবাদ করল তৃণমূল মহিলা কংগ্রেস ৷ এমনকী এদিন কৈলাস বিজয়বর্গীয়র কুশপুত্তলিকাও দাহ করা হয় বাঁকুড়ার বড়জোড়ায় ।

প্রসঙ্গত, হনুমান জয়ন্তীর একটি অনুষ্ঠানে বিজেপির শীর্ষস্থানীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় মহিলাদের নিয়ে মন্তব্য করেন ৷ তিনি সেখানে বলেন, "যেসব মহিলারা খারাপ পোশাক পরেন তাদের শূর্পনখার মতো দেখতে লাগে ৷" আর তাঁর সেই মন্তব্যের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ এরপরেই সমালোচনার ঝড় ওঠে ৷ তাঁকে বিঁধতে ছাড়ে না বিরোধী শিবির ৷ বিজেপি নেতার মন্তব্যের প্রতিবাদে এদিন বাঁকুড়া জেলার বড়জোড়া তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে ব্লক অফিস থেকে একটি মিছিল করা হয় । সেই মিছিলটি সমগ্র বড়জোড়া বাজার পরিক্রমা করে ৷ পরে চৌমাথায় কৈলাস বিজয়বর্গীয়র কুশপুতুল পুড়িয়ে করে শেষ হয় মিছিলটি ।

এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন বাঁকুড়া জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী অর্চিতা বিদ । এছাড়াও এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন সকল মহিলা তৃণমূলের কার্যকর্তারা । রবিবার প্রতিটি মহিলা কালো চশমা পরে এই কর্মসূচিতে সামিল হন । ওই সমস্ত চশমাগুলিকে বিজেপির রাজ্য অফিস মুরলিধর লেনে পাঠানো হবে বলে জানান অর্চিতা বিদ । তিনি আরও বলেন, "মহিলাদের বিজেপি সম্মান করতে জানে না ৷ তাই এই ধরনের মন্তব্য করেছে ৷ ওই মন্তব্যের জন্য কৈলাস বিজয়বর্গীয়কে ক্ষমা চাইতে হবে ৷ নইলে প্রতিবাদ চলবে ।"

অন্যদিকে তৃণমূলের এই কর্মসূচিকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা সোমনাথ কর ৷ তিনি বলেন, "মোদি শাসিত ভারতবর্ষে মহিলারা খুবই সুরক্ষিত ৷ বরং পশ্চিমবঙ্গের নেতাদের তিনটে চারটে করে বান্ধবী রয়েছে ৷ একজন মহিলা পরিচালিত রাজ্যেও হাঁসখালি এবং বগটুইয়ের মতো কাণ্ড ঘটে ।" তবে রাজনৈতিক চাপানউতোর যাই হোক না কেন । ইতিমধ্যেই পশ্চিমবাংলার ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের পূর্বে শাসক বিরোধী তরজা তুঙ্গে । তারই মাঝে বিজেপির শীর্ষ নেতার এই মন্তব্যের প্রতিবাদের জল গড়িয়ে এল এবার বাঁকুড়া জেলাতেও ।

আরও পড়ুন: কেন দেশে বন্দর পরিচালনার অনুমতি আদানিদের ? চিনা সংযোগ টেনে প্রশ্ন কংগ্রেসের

কৈলাস বিজয়বর্গীয়র বেফাঁস মন্তব্যের প্রতিবাদ তৃণমূলের

বাঁকুড়া, 9 এপ্রিল: বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় মহিলাদের পোশাক নিয়ে বেফাঁস মন্তব্যের জেরে প্রতিবাদে নামল তৃণমূল ৷ রবিবার কালো চশমা পরে পথে নেমে এই মন্তব্যের প্রতিবাদ করল তৃণমূল মহিলা কংগ্রেস ৷ এমনকী এদিন কৈলাস বিজয়বর্গীয়র কুশপুত্তলিকাও দাহ করা হয় বাঁকুড়ার বড়জোড়ায় ।

প্রসঙ্গত, হনুমান জয়ন্তীর একটি অনুষ্ঠানে বিজেপির শীর্ষস্থানীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় মহিলাদের নিয়ে মন্তব্য করেন ৷ তিনি সেখানে বলেন, "যেসব মহিলারা খারাপ পোশাক পরেন তাদের শূর্পনখার মতো দেখতে লাগে ৷" আর তাঁর সেই মন্তব্যের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ এরপরেই সমালোচনার ঝড় ওঠে ৷ তাঁকে বিঁধতে ছাড়ে না বিরোধী শিবির ৷ বিজেপি নেতার মন্তব্যের প্রতিবাদে এদিন বাঁকুড়া জেলার বড়জোড়া তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে ব্লক অফিস থেকে একটি মিছিল করা হয় । সেই মিছিলটি সমগ্র বড়জোড়া বাজার পরিক্রমা করে ৷ পরে চৌমাথায় কৈলাস বিজয়বর্গীয়র কুশপুতুল পুড়িয়ে করে শেষ হয় মিছিলটি ।

এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন বাঁকুড়া জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী অর্চিতা বিদ । এছাড়াও এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন সকল মহিলা তৃণমূলের কার্যকর্তারা । রবিবার প্রতিটি মহিলা কালো চশমা পরে এই কর্মসূচিতে সামিল হন । ওই সমস্ত চশমাগুলিকে বিজেপির রাজ্য অফিস মুরলিধর লেনে পাঠানো হবে বলে জানান অর্চিতা বিদ । তিনি আরও বলেন, "মহিলাদের বিজেপি সম্মান করতে জানে না ৷ তাই এই ধরনের মন্তব্য করেছে ৷ ওই মন্তব্যের জন্য কৈলাস বিজয়বর্গীয়কে ক্ষমা চাইতে হবে ৷ নইলে প্রতিবাদ চলবে ।"

অন্যদিকে তৃণমূলের এই কর্মসূচিকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা সোমনাথ কর ৷ তিনি বলেন, "মোদি শাসিত ভারতবর্ষে মহিলারা খুবই সুরক্ষিত ৷ বরং পশ্চিমবঙ্গের নেতাদের তিনটে চারটে করে বান্ধবী রয়েছে ৷ একজন মহিলা পরিচালিত রাজ্যেও হাঁসখালি এবং বগটুইয়ের মতো কাণ্ড ঘটে ।" তবে রাজনৈতিক চাপানউতোর যাই হোক না কেন । ইতিমধ্যেই পশ্চিমবাংলার ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের পূর্বে শাসক বিরোধী তরজা তুঙ্গে । তারই মাঝে বিজেপির শীর্ষ নেতার এই মন্তব্যের প্রতিবাদের জল গড়িয়ে এল এবার বাঁকুড়া জেলাতেও ।

আরও পড়ুন: কেন দেশে বন্দর পরিচালনার অনুমতি আদানিদের ? চিনা সংযোগ টেনে প্রশ্ন কংগ্রেসের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.