ETV Bharat / state

বাঁকুড়ায় 100 তৃণমূল কর্মীর যোগ BJP-তে

তৃণমূল ছেড়ে BJP তে নাম লেখালেন সোনামুখীর কার্যকরী সভাপতি সহ প্রায় 100 জন সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস কর্মী ।

author img

By

Published : Apr 26, 2019, 3:18 PM IST

Updated : Apr 26, 2019, 3:29 PM IST

দিলীপ ঘোষ

বর্ধমান, 26 এপ্রিল : তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিলেন সোনামুখীর কার্যকরী সভাপতি সহ প্রায় 100 জন সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস কর্মী । আজ বর্ধমানের খণ্ডঘোষে দিলীপ ঘোষের হাত ধরে BJP-তে যোগ দিলেন তাঁরা ।

বিষ্ণুপুর লোকসভার অন্যতম বিধানসভা কেন্দ্র হল খণ্ডঘোষ । আজ সেখানেই বিষ্ণুপুর লোকসভার BJP প্রার্থী সৌমিত্র খাঁর সমর্থনে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একটি রোড শোতে অংশ নেন । এই রোড শোতে সৌমিত্র খাঁ এবং তাঁর স্ত্রী সুজাতা খাঁসহ উপস্থিত ছিলেন এলাকার অন্য BJP নেতৃত্ব । খণ্ডঘোষের সেরা বাজারে সোনামুখী তৃণমূলের কার্যকরী সভাপতি ব্রজ অধিকারী সদলবলে যোগ দেন BJP-তে ।

দেখুন ভিডিয়ো

আজ বিষ্ণুপুরের BJP প্রার্থী সৌমিত্র খাঁয়ের সমর্থনে বাঁকুড়ার বিষ্ণুপুরে আর একটি জনসভার আয়োজন করা হয়েছিল । তাতে যোগ দেওয়ার কথা ছিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের । তবে প্রশাসনিক জটিলতা এবং জায়গার অনুমতিকে কেন্দ্র করে বানচাল হয়ে যায় সভাটি । যদিও BJP-র অভিযোগ, শাসকদলের অঙ্গুলিহেলনে নিরপেক্ষ কাজ না করেই তাদের সভা বাতিল করা হয়েছে ।

আগামীকাল বিকেল 4টে নাগাদ বাঁকুড়ার জয়পুর-বিষ্ণুপুর এলাকাতে রোড শোতে অংশ নেওয়ার কথা রয়েছে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষের । তবে আদালতের নির্দেশ অনুযায়ী খণ্ডঘোষের রোড শোতে সৌমিত্র খাঁ দিলীপ ঘোষের সঙ্গে উপস্থিত থাকলেও বিষ্ণুপুর-জয়পুরের রোড শোতে তিনি উপস্থিত থাকবেন না । থাকবেন তাঁর স্ত্রী সুজাতা খাঁ ।

বর্ধমান, 26 এপ্রিল : তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিলেন সোনামুখীর কার্যকরী সভাপতি সহ প্রায় 100 জন সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস কর্মী । আজ বর্ধমানের খণ্ডঘোষে দিলীপ ঘোষের হাত ধরে BJP-তে যোগ দিলেন তাঁরা ।

বিষ্ণুপুর লোকসভার অন্যতম বিধানসভা কেন্দ্র হল খণ্ডঘোষ । আজ সেখানেই বিষ্ণুপুর লোকসভার BJP প্রার্থী সৌমিত্র খাঁর সমর্থনে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একটি রোড শোতে অংশ নেন । এই রোড শোতে সৌমিত্র খাঁ এবং তাঁর স্ত্রী সুজাতা খাঁসহ উপস্থিত ছিলেন এলাকার অন্য BJP নেতৃত্ব । খণ্ডঘোষের সেরা বাজারে সোনামুখী তৃণমূলের কার্যকরী সভাপতি ব্রজ অধিকারী সদলবলে যোগ দেন BJP-তে ।

দেখুন ভিডিয়ো

আজ বিষ্ণুপুরের BJP প্রার্থী সৌমিত্র খাঁয়ের সমর্থনে বাঁকুড়ার বিষ্ণুপুরে আর একটি জনসভার আয়োজন করা হয়েছিল । তাতে যোগ দেওয়ার কথা ছিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের । তবে প্রশাসনিক জটিলতা এবং জায়গার অনুমতিকে কেন্দ্র করে বানচাল হয়ে যায় সভাটি । যদিও BJP-র অভিযোগ, শাসকদলের অঙ্গুলিহেলনে নিরপেক্ষ কাজ না করেই তাদের সভা বাতিল করা হয়েছে ।

আগামীকাল বিকেল 4টে নাগাদ বাঁকুড়ার জয়পুর-বিষ্ণুপুর এলাকাতে রোড শোতে অংশ নেওয়ার কথা রয়েছে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষের । তবে আদালতের নির্দেশ অনুযায়ী খণ্ডঘোষের রোড শোতে সৌমিত্র খাঁ দিলীপ ঘোষের সঙ্গে উপস্থিত থাকলেও বিষ্ণুপুর-জয়পুরের রোড শোতে তিনি উপস্থিত থাকবেন না । থাকবেন তাঁর স্ত্রী সুজাতা খাঁ ।

Intro:দিলীপ ঘোষের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপি তে নাম লেখালেন সোনামুখীর কার্যকরী সভাপতি সমেত প্রায় 100 জন সংখ্যালঘু তৃণমূল কর্মী।Body:শতাধিক তৃণমূলের সংখ্যালঘু কর্মী-সমর্থক সমেত বেশ কয়েকজন নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন আজ বর্ধমানের খণ্ডঘোষ এ।
বিষ্ণুপুর লোকসভার অন্যতম বিধানসভা কেন্দ্র হল এই বর্ধমানের খণ্ডঘোষ। এদিন বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খান এর সমর্থনে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একটি রোড শোতে অংশ নেন খণ্ডঘোষ এর বিভিন্ন জায়গায়। তার এই রোড শোতে সৌমিত্র খান এবং তার স্ত্রী সুজাতা খান সমেত উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য বিজেপি নেতৃত্ব। খণ্ডঘোষ এর সেরা বাজারে এদিন সোনামুখী তৃণমূলের কার্যকরী সভাপতি অধিকারী সদলবলে যোগ দেন বিজেপিতে। তার সঙ্গে যারা বিজেপিতে যোগ দেন তাদের মধ্যে রয়েছেন পিয়ার বেরার অঞ্চল সভাপতি এক প্রাক্তন প্রধান এবং সংখ্যালঘু কর্মী-সমর্থকরাও।
এদিন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এর সমর্থনে বাঁকুড়ার বিষ্ণুপুরের একটি জনসভার আয়োজন করা হয়েছিল যাতে যোগ দেওয়ার কথা ছিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের। তবে প্রশাসনিক জটিলতা এবং জায়গার অনুমতি কে কেন্দ্র করে বানচাল হয়ে যায় এই সভাটি। যদিও বিজেপির তরফ এ অভিযোগ তোলা হয়েছে শাসকদলের অঙ্গুলিহেলনে নিরপেক্ষ কাজ না করেই তাদের সভা কে বাতিল করেছে।
খণ্ডঘোষ বিধানসভার বিভিন্ন এলাকায় রোড শো করার পরে দিন বিকেল চারটে নাগাদ বাঁকুড়ার জয়পুর বিষ্ণুপুর এলাকাতে রোড শো অংশ নেওয়ার কথা রয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।Conclusion:খণ্ডঘোষ এর রোড শো তে বিষ্ণুপুরের প্রার্থী সৌমিত্র খান দিলীপ ঘোষের সঙ্গে উপস্থিত থাকলেও বিষ্ণুপুর জয়পুর রোড শোতে তিনি উপস্থিত থাকবেন না আদালতের নির্দেশ অনুযায়ী। তবে তার প্রতিনিধি হিসেবে তার স্ত্রী সুজাতা খান এই রোড শোতে উপস্থিত থাকবেন বলে বিজেপি সূত্রে জানানো হয়েছে।
Last Updated : Apr 26, 2019, 3:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.