বাঁকুড়া, 2 জুন : বাঁকুড়ার মানুষ তাঁর উপর ভরসা রাখেনি । তাই বলে বাঁকুড়াবাসীর থেকে মুখ ফিরিয়ে নেননি অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৷ করোনা আবহের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে মিলে কুড়ি শয্যা বিশিষ্ট একটি কোভিড কেয়ার সেন্টার উপহার দিলেন বাঁকুড়াবাসীকে ।
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়েছিলেন সায়ন্তিকা । আজ থেকে ঠিক এক মাস আগে ২ মে বিজেপি প্রার্থী নিলাদ্রী শেখর দানার কাছে পরাজিত হয়ে মনে একরাশ দুঃখ নিয়ে ফিরেছিলেন কলকাতায় । তারপর গত এক মাসে দু একবার তিনি বাঁকুড়ায় এসেছেন । করোনার বাড় বাড়ন্তে বাঁকুড়ার একটা বড় অংশের মানুষ যখন সামান্য চিকিৎসার আশায় ছুটে বেড়াচ্ছেন হাসপাতাল থেকে হাসপাতালে ৷ একের পর এক হাসপাতালে যখন রোগীর চাপে মিলছে না বেড ঠিক সেই সময় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার মানুষের জন্য বয়ে আনলেন সুখবর ।
আজ থেকে ঠিক এক মাস আগে বাঁকুড়ার মানুষ তাঁকে ফিরিয়ে দিয়েছিল শূন্য হাতে । কিন্তু তিনি ফিরে যাননি । বাঁকুড়ার মানুষের জন্য তিনি আবার এলেন । বলা ভাল এই করোনা আবহে সবথেকে বড় উপহার নিয়ে বাঁকুড়ায় হাজির হলেন সায়ন্তিকা । এক স্বেচ্ছাসেবী সংস্থাকে রাজি করিয়ে বাঁকুড়া শহরেই তিনি চালু করলেন কুড়ি বেডের কোভিড কেয়ার সেন্টার । সঙ্গে দুয়ারে অক্সিজেন ও টেলি মেডিসিন পরিষেবা ।
আরও পড়ুন : আমের ফলন ভাল হলেও করোনার দাপটে ক্ষতির মুখে চাষিরা
বাঁকুড়া অভিনেত্রী তথা তৃণমূল নেত্রীকে ফিরিয়ে দিয়েছিল শূন্য হাতে সেই বাঁকুড়ার মানুষের জন্য তাঁর এই উদ্যোগে রীতিমত খুশি সাধারণ মানুষ থেকে সরকারি আধিকারিক সকলেই । তবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই এই মহতী উদ্যোগকে কটাক্ষ করেছেন বিজেপি জেলা নেতৃত্ব ।