ETV Bharat / state

বাঁকুড়ায় করোনা রোগীদের বাড়িতে বিনামূল্যে পৌঁছচ্ছে 'দুয়ারে খাবার'

author img

By

Published : May 23, 2021, 7:15 PM IST

বাঁকুড়ায় শুরু হল 'দুয়ারে খাবার' ৷ বাঁকুড়া 1 নম্বর ব্লক তৃণমূল এবং যুব তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে বিনামূল্যে দুয়ারে খাবার পৌঁছে দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হল । করোনা আক্রান্তদের বাড়িতে বাড়িতে দুপুরের খাবার পৌঁছে দেওয়া হচ্ছে ৷ এখন এই কর্মসূচি চলবে বলে জানায় ব্লক নেতৃত্ব ৷

বাঁকুড়ায় করোনা রোগীদের বাড়িতে বিনামূল্যে পৌঁছচ্ছে 'দুয়ারে খাবার'
বাঁকুড়ায় করোনা রোগীদের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে মধ্যাহ্নভোজ ৷

বাঁকুড়া, 23 মে : করোনা আক্রান্তদের বাড়িতে বাড়িতে বিনামূল্যে রান্না করা দুপুরের খাবার পৌঁছে দিচ্ছে তৃণমূল কংগ্রেস । কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'দুয়ারে খাবার' । বাঁকুড়া 1 নম্বর ব্লক তৃণমূল এবং যুব তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে বিনামূল্যে দুয়ারে খাবার পৌঁছে দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হল ।

বাঁকুড়া জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে । বিভিন্ন ব্লকে প্রতিদিন খোঁজ মিলছে করোনা আক্রান্তের । পিছিয়ে নেই বাঁকুড়া 1 নম্বর ব্লকও । এই ব্লকের 6টি অঞ্চলে প্রতিদিনই সংক্রমণের খোঁজ মিলছে ৷ কেউ হোম আইসোলেশনে রয়েছেন, আবার কেউ ভর্তি রয়েছেন হাসপাতালে । তবে যাঁরা বাড়িতে রয়েছেন তাঁদের সমস্যার কথা ভেবেই বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার কর্মসূচি গ্রহণ করল তৃণমূল নেতৃত্ব ।

বাঁকুড়া 1 নম্বর ব্লকে শাসকদলের উদ্যোগে করোনা রোগীদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে দুপুরের খাবার ৷

বাঁকুড়া 1 নম্বর ব্লকে এই মুহূর্তে দুশো জনের বেশি করোনা আক্রান্ত হয়েছেন ৷ তাঁরা বাড়িতে রয়েছেন । এই আক্রান্ত মানুষ ও তাঁদের পরিবারের সমস্যার কথা মাথায় রেখে তাঁদের বিনামূল্যে দুপুরের খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ব্লকের তৃণমূল কংগ্রেস কর্মীরা । এই ব্লকের 6টি অঞ্চলের তৃণমূলের সদস্যরা প্রতিদিন দুয়ারে খাবার কর্মসূচির মধ্য দিয়ে করোনা আক্রান্তদের বাড়িতে বাড়িতে গিয়ে দুপুরের রান্না করা প্যাকেট করা খাবার পৌঁছে দিচ্ছেন । এই ব্লকের প্রতিদিন অঞ্চল ভিত্তিক কোন গ্রামে কতজন মানুষ করোনা আক্রান্ত হয়ে বাড়িতে রয়েছেন সেই হিসাব করেই রান্না করা দুপুরের খাবার পৌঁছে দেওয়া হচ্ছে । এর ফলে তাঁরা খানিকটা উপকৃত হবেন বলেই আশা নেতৃত্বের ।

'দুয়ারে খাবার' কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৃণমূলের জেলা সভাপতি শ্যামল সাঁতরা, জেলা যুব সভাপতি রাজকুমার সিংহ এবং বাঁকুড়া 1 নম্বর ব্লকের তৃণমূল নেতৃত্ব । দুয়ারে খাবার-সহ এরকম বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়নোই মূল লক্ষ্য বলে দাবি শাসকদলের নেতাদের ৷

আরও পড়ুন : ভোট মিটতেই মোহভঙ্গ, তৃণমূলে ফিরতে চেয়ে আর্জি সরলার

বাঁকুড়া, 23 মে : করোনা আক্রান্তদের বাড়িতে বাড়িতে বিনামূল্যে রান্না করা দুপুরের খাবার পৌঁছে দিচ্ছে তৃণমূল কংগ্রেস । কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'দুয়ারে খাবার' । বাঁকুড়া 1 নম্বর ব্লক তৃণমূল এবং যুব তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে বিনামূল্যে দুয়ারে খাবার পৌঁছে দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হল ।

বাঁকুড়া জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে । বিভিন্ন ব্লকে প্রতিদিন খোঁজ মিলছে করোনা আক্রান্তের । পিছিয়ে নেই বাঁকুড়া 1 নম্বর ব্লকও । এই ব্লকের 6টি অঞ্চলে প্রতিদিনই সংক্রমণের খোঁজ মিলছে ৷ কেউ হোম আইসোলেশনে রয়েছেন, আবার কেউ ভর্তি রয়েছেন হাসপাতালে । তবে যাঁরা বাড়িতে রয়েছেন তাঁদের সমস্যার কথা ভেবেই বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার কর্মসূচি গ্রহণ করল তৃণমূল নেতৃত্ব ।

বাঁকুড়া 1 নম্বর ব্লকে শাসকদলের উদ্যোগে করোনা রোগীদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে দুপুরের খাবার ৷

বাঁকুড়া 1 নম্বর ব্লকে এই মুহূর্তে দুশো জনের বেশি করোনা আক্রান্ত হয়েছেন ৷ তাঁরা বাড়িতে রয়েছেন । এই আক্রান্ত মানুষ ও তাঁদের পরিবারের সমস্যার কথা মাথায় রেখে তাঁদের বিনামূল্যে দুপুরের খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ব্লকের তৃণমূল কংগ্রেস কর্মীরা । এই ব্লকের 6টি অঞ্চলের তৃণমূলের সদস্যরা প্রতিদিন দুয়ারে খাবার কর্মসূচির মধ্য দিয়ে করোনা আক্রান্তদের বাড়িতে বাড়িতে গিয়ে দুপুরের রান্না করা প্যাকেট করা খাবার পৌঁছে দিচ্ছেন । এই ব্লকের প্রতিদিন অঞ্চল ভিত্তিক কোন গ্রামে কতজন মানুষ করোনা আক্রান্ত হয়ে বাড়িতে রয়েছেন সেই হিসাব করেই রান্না করা দুপুরের খাবার পৌঁছে দেওয়া হচ্ছে । এর ফলে তাঁরা খানিকটা উপকৃত হবেন বলেই আশা নেতৃত্বের ।

'দুয়ারে খাবার' কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৃণমূলের জেলা সভাপতি শ্যামল সাঁতরা, জেলা যুব সভাপতি রাজকুমার সিংহ এবং বাঁকুড়া 1 নম্বর ব্লকের তৃণমূল নেতৃত্ব । দুয়ারে খাবার-সহ এরকম বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়নোই মূল লক্ষ্য বলে দাবি শাসকদলের নেতাদের ৷

আরও পড়ুন : ভোট মিটতেই মোহভঙ্গ, তৃণমূলে ফিরতে চেয়ে আর্জি সরলার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.