জলের ট্যাঙ্ক, অ্যাম্বুলেন্সে তৃণমূল প্রার্থীর নাম ঢাকা হয়নি; নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ - sujata khan
বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সৌমিত্র খাঁ'র স্ত্রী সুজাতা খাঁ'র অভিযোগ, বিভিন্ন জনসেবামূলক প্রকল্পে তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরার নাম উল্লেখ রয়েছে । বিধায়ক শ্যামল সাঁতরার নাম মুছে বা ঢেকে দেওয়া হয়নি ।
বিষ্ণুপুর, 25 এপ্রিল: রাজ্যের সর্বত্র নির্বাচনী আচরণ বিধি মানা হচ্ছে না। অভিযোগে সরব BJP । বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সৌমিত্র খাঁ'র স্ত্রী সুজাতা খাঁ'র অভিযোগ, বিভিন্ন জনসেবামূলক প্রকল্পে তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরার নাম উল্লেখ রয়েছে । বিধায়ক শ্যামল সাঁতরার নাম মুছে বা ঢেকে দেওয়া হয়নি ।
কোতুলপুরের শাসকদলের বিধায়ক শ্যামল সাঁতরা নিজের বিধায়ক তহবিল থেকে এলাকা উন্নয়নের ক্ষেত্রে জয়পুরের এক স্বেচ্ছাসেবী সংস্থাকে 1টি অ্যাম্বুলেন্স দান করেন । কোতুলপুর গ্রাম পঞ্চায়েতে 1টি জলের ট্যাঙ্কও দেন । সেই অ্যাম্বুলেন্স ও জলের ট্যাঙ্কে বিধায়কের নাম স্পষ্ট উল্লেখ রয়েছে । কিন্তু শ্যামলবাবু লোকসভা ভোটের প্রার্থী । নির্বাচন বিধি অনুযায়ী, শ্যামলবাবুর নাম ঢেকে ফেলার কথা। তা করা হয়নি ।
বাইট_মানস মন্ডল (বিষ্ণুপুর মহকুমা শাসক)
সুজাতা খাঁ (বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এর স্ত্রী)