ETV Bharat / state

জলের ট্যাঙ্ক, অ্যাম্বুলেন্সে তৃণমূল প্রার্থীর নাম ঢাকা হয়নি; নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ - sujata khan

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সৌমিত্র খাঁ'র স্ত্রী সুজাতা খাঁ'র অভিযোগ, বিভিন্ন জনসেবামূলক প্রকল্পে তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরার নাম উল্লেখ রয়েছে । বিধায়ক শ্যামল সাঁতরার নাম মুছে বা ঢেকে দেওয়া হয়নি ।

অ্যাম্বুলেন্সে তৃণমূল প্রার্থীর নাম ঢাকা হয়নি
author img

By

Published : Apr 25, 2019, 9:28 PM IST

Updated : Apr 25, 2019, 10:22 PM IST

বিষ্ণুপুর, 25 এপ্রিল: রাজ্যের সর্বত্র নির্বাচনী আচরণ বিধি মানা হচ্ছে না। অভিযোগে সরব BJP । বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সৌমিত্র খাঁ'র স্ত্রী সুজাতা খাঁ'র অভিযোগ, বিভিন্ন জনসেবামূলক প্রকল্পে তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরার নাম উল্লেখ রয়েছে । বিধায়ক শ্যামল সাঁতরার নাম মুছে বা ঢেকে দেওয়া হয়নি ।

কোতুলপুরের শাসকদলের বিধায়ক শ্যামল সাঁতরা নিজের বিধায়ক তহবিল থেকে এলাকা উন্নয়নের ক্ষেত্রে জয়পুরের এক স্বেচ্ছাসেবী সংস্থাকে 1টি অ্যাম্বুলেন্স দান করেন । কোতুলপুর গ্রাম পঞ্চায়েতে 1টি জলের ট্যাঙ্কও দেন । সেই অ্যাম্বুলেন্স ও জলের ট্যাঙ্কে বিধায়কের নাম স্পষ্ট উল্লেখ রয়েছে । কিন্তু শ্যামলবাবু লোকসভা ভোটের প্রার্থী । নির্বাচন বিধি অনুযায়ী, শ্যামলবাবুর নাম ঢেকে ফেলার কথা। তা করা হয়নি ।

ভিডিয়োয় দেখুন
বিষ্ণুপুরের মহকুমাশাসক তথা মহকুমা নির্বাচন আধিকারিক মানস মণ্ডল বলেন, নির্বাচিত বিধায়ক বা সাংসদ তহবিল থেকে কোনও কাজ হয়ে থাকলে ভোটের সময় সেখানে থাকা তাঁদের নাম ঢেকে ফেলা হয়। ভোট ঘোষণার দিন থেকেই আদর্শ নির্বাচন বিধি চালু হয়ে যায়। এটাই নিয়ম। এরপরও কোথাও এ ধরনের ঘটনা ঘটে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।
Intro:সর্বত্র আদর্শ নির্বাচন বিধি মানা হচ্ছেনা। এই অভিযোগ তুলে সরব হলো বিজেপি।Body: বিজেপি নেত্রী ও বিষ্ণুপুর (তফঃ) লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা খাঁ এর অভিযোগ, শাসক দলের বিধায়কের তহবিল থেকে দেওয়া অ্যাম্বুল্যান্স বা জলের ট্যাঙ্কের সংশ্লিষ্ট বিধায়ক, বর্তমানে যিনি লোকসভা নির্বাচনে প্রার্থী তাঁর নাম ঢেকে দেওয়া হয়নি। তাঁর স্পষ্ট অভিযোগ, কোতুলপুরের শাসক দলের বিধায়ক শ্যামল সাঁতরা তাঁর বিধায়কের এলাকা উন্নয়ন তহবিল থেকে জয়পুরের একটি সংস্থাকে একটি অ্যাম্বুল্যান্স ও কোতুলপুর গ্রাম পঞ্চায়েতকে একটি জলের ট্যাঙ্ক দেন। এই মুহুর্তে আদর্শ নির্বাচন আচরণবিধি অনুযায়ী ঐ দুই অ্যাম্বুল্যান্স ও জলের ট্যাঙ্কে সংশ্লিষ্ট বিধায়কের নাম ঢেকে ফেলার কথা। কিন্থু তা হয়নি বলেই সুজাতা খাঁ এর অভিযোগ।Conclusion:এবিষয়ে বিষ্ণুপুর মহকুমা শাসক ও মহকুমা নির্বাচন আধিকারিক মানস মণ্ডল বলেন, নির্বাচিত বিধায়ক বা সাংসদ তহবিল থেকে কোন কাজ হয়ে থাকলে সেখানে তাঁদের নাম লেখা থাকলে তা ঢেকে ফেলা হয়েছে। নির্বাচন ঘোষণার দিন থেকে আদর্শ নির্বাচন বিধি চালু হয়ে যায়। তখন এটাই নিয়ম। এর পরেও কোথাও এই ধরণের ঘটনা থাকলে তা সঙ্গে সঙ্গেই ঢেকে ফেলা হবে বলে তিনি জানান।

বাইট_মানস মন্ডল (বিষ্ণুপুর মহকুমা শাসক)
সুজাতা খাঁ (বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এর স্ত্রী)
Last Updated : Apr 25, 2019, 10:22 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.