ETV Bharat / state

BJP কর্মীর স্ত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্ত তৃণমূল - BJP worker's wife

BJP কর্মীর স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি বাঁকুড়ার হীড়বাঁধের গোবরদা গ্রামের । অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সন্ধ্যার দিকে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান BJP কর্মীরা ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 7, 2019, 5:15 AM IST

বাঁকুড়া, 7 মে : BJP কর্মীর স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । বেশ কয়েকজনের বাড়ি ও দোকানে হামলা চালানো হয় । অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সন্ধ্যার দিকে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান BJP কর্মীরা । ঘটনাটি বাঁকুড়ার হীড়বাঁধের গোবরদা গ্রামের ।

BJP নেতৃত্বের অভিযোগ, গতকাল সকালে গ্রামে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । প্রত্যেকের হাতে ছিল রড, লাঠি । এক BJP কর্মীর স্ত্রীকে শ্লীলতাহানির পাশাপাশি ধর্ষণের হুমকিও দেয় তারা । বলা হয়, নিচু জাতির মহিলা BJP করলে তাদের ধর্ষণ ও ছেলেদের খুন করা হবে । এরপর ওই গ্রামের BJP সমর্থক বাপ্পারঞ্জন দে ও সমাপ্তিরঞ্জন দে-র দোকানে ঢুকে ভাঙচুর চালানো হয় । চলে লুটপাট ।

BJP
থানা ঘেরাও করে বিক্ষোভ BJP কর্মীদের

এই ঘটনার প্রতিবাদে থানায় যান BJP কর্মীরা । অভিযোগ, প্রথমে পুলিশ অভিযোগ নিতে চায়নি । সন্ধ্যার দিকে হীড়বাঁধ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় । পরে পুলিশ অভিযোগ নেয় । অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে ।

ঘটনাটি নিয়ে তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া মেলেনি ।

বাঁকুড়া, 7 মে : BJP কর্মীর স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । বেশ কয়েকজনের বাড়ি ও দোকানে হামলা চালানো হয় । অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সন্ধ্যার দিকে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান BJP কর্মীরা । ঘটনাটি বাঁকুড়ার হীড়বাঁধের গোবরদা গ্রামের ।

BJP নেতৃত্বের অভিযোগ, গতকাল সকালে গ্রামে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । প্রত্যেকের হাতে ছিল রড, লাঠি । এক BJP কর্মীর স্ত্রীকে শ্লীলতাহানির পাশাপাশি ধর্ষণের হুমকিও দেয় তারা । বলা হয়, নিচু জাতির মহিলা BJP করলে তাদের ধর্ষণ ও ছেলেদের খুন করা হবে । এরপর ওই গ্রামের BJP সমর্থক বাপ্পারঞ্জন দে ও সমাপ্তিরঞ্জন দে-র দোকানে ঢুকে ভাঙচুর চালানো হয় । চলে লুটপাট ।

BJP
থানা ঘেরাও করে বিক্ষোভ BJP কর্মীদের

এই ঘটনার প্রতিবাদে থানায় যান BJP কর্মীরা । অভিযোগ, প্রথমে পুলিশ অভিযোগ নিতে চায়নি । সন্ধ্যার দিকে হীড়বাঁধ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় । পরে পুলিশ অভিযোগ নেয় । অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে ।

ঘটনাটি নিয়ে তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া মেলেনি ।

Intro:Byte গোপাল হেমরম বিজেপি নেতাBody:ByteConclusion:Byte
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.