বাঁকুড়া, 18 মার্চ : আপাতত স্বস্তির নিঃশ্বাস বাঁকুড়া জেলা প্রশাসনের । কোরোনা সন্দেহে আইসোলেশনে থাকা ডাক্তারবাবুর রিপোর্টে মিলল না কোরোনার ভাইরাস । গত 16 মার্চ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন বিভাগে ভর্তি করা হয় কলকাতার ওই চিকিৎসককে ।
কলকাতা মেডিকেল কলেজের ওই শল্যচিকিৎসক ওই দিন বাঁকুড়াতে আসেন একটি কর্মশালায় যোগ দিতে । ছাতনায় কর্মশালা চলাকালীন তিনি অসুস্থ বোধ করেন । প্রাথমিক চিকিৎসার পর তিনি কোরোনা আক্রান্ত হলেও হতে পারেন বলে আশঙ্কা করেন চিকিৎসকেরা । এরপর ওইদিন তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন বিভাগে ভর্তি করা হয় । পাশাপাশি তার রক্তের নমুনা পরীক্ষার জন্য NICED এ পাঠানো হয় ।
এই ঘটনার পাশাপাশি ওই দিনই রাত্রে বাঁকুড়ার সিমলাপাল থেকে আরও দুজনকে কোরোনা সন্দেহে পাঠানো হয়েছিল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে । তবে মেডিকেল কলেজের চিকিৎসকেরা ওই দুজনকে কোরোনাতে আক্রান্ত নয় বলে জানিয়ে দেয় এবং তাঁদের ছেড়ে দেওয়া হয় ।
আইসোলেশনে থাকা শল্যচিকিৎসকের রক্ত পরীক্ষার রিপোর্ট মিলেছে এবং সেই রিপোর্টে জানা গেছে যে তিনি কোরোনায় আক্রান্ত নন । আইসোলেশনে থাকা চিকিৎসকের কোরোনা মুক্ত রিপোর্ট পাওয়ার পর আজ তাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর । তবে যেহেতু তিনি গত 12 মার্চ বিদেশ থেকে ফিরেছেন তাই স্বাস্থ্য মন্ত্রকের সার্কুলার অনুযায়ী 26 মার্চ পর্যন্ত তাকে কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।