বাঁকুড়া, 21 জুলাই : বাইরের রাজ্যে তৃণমূল কংগ্রেস হল গরুর গাড়ির হেডলাইট ৷ এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুর থেকে ফেরার পথে বাঁকুড়ার বাইপাস মোড়ে 6 টা নাগাদ 'চায়ে পে চর্চার' আসরে যোগদান করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে বেশ কিছু উত্তর দিলেন।
শুভেন্দু অধিকারী এদিন দুর্গাপুর থেকে ফেরার পথে বাঁকুড়ায় 'চায়ে পে চর্চায়' যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসকে একহাত নেন ৷ উত্তরপ্রদেশ এবং গুজরাতের মতো বিজেপিশাসিত রাজ্যে 21 জুলাই উপলক্ষ্যে ভার্চুয়ালি সভা করছে তৃণমূল ৷ সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'তৃণমূল কংগ্রেসের আবার উত্তরপ্রদেশ' ৷ অসম, ত্রিপুরায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস নোটার থেকে কম ভোট পায় বলে কটাক্ষ করেন ৷
এছাড়াও পেট্রল-ডিজেলের দামবৃদ্ধি নিয়ে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস কোভিডের প্রোটোকল ভেঙেছে এবং আমার কাছে এরকম অনেক ভিডিয়ো ক্লিপিংস আছে এর প্রমাণ স্বরূপ ৷ ছাত্র রাজনীতি থেকে আমাদের হাতেখড়ি এসব মিথ্যা মামলা, পুলিশের ভয় আমাদের দেখাতে পারবে না ৷
আরও পড়ুন...পিসিমণি বাঁচাতে পারবেন না, পুলিশ সুপারকে বদলির হুঁশিয়ারি শুভেন্দুর
সম্প্রতি বাঁকুড়ার সাংসদ সুভাষ মণ্ডলকে নিয়ে শশী পাঁজার টুইটের বিষয়ে তিনি বলেন, গ্রামের এক ডাক্তার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন কলকাতার লোকেদের কি তা সহ্য হয় ৷ সমগ্র বাঁকুড়াকে অপমান করেছে ৷ গোটা জঙ্গলমহল এতে অপমানিত ৷