বাঁকুড়া, 28 এপ্রিল: "অনেক মস্তান দেখেছি, লক্ষণ শেঠ ছিল ৷ সে মস্তান এখন নাই ৷ অনুব্রত মণ্ডল পুরো পরিবার নিয়ে এখন তিহার জেলে । ভাইপো নতুন সংযোজোন আনছেন 'তৃণমূলের নবজোয়ার' ৷ নবজোয়ার বলে কিছু হবে না, এই জোয়ারেই তিহাড় যাত্রা হয়ে যাবে।" শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে এই মন্তব্য করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ উল্লেখ্য, গত 25 এপ্রিল থেকে 2 মাসব্যাপী 'নবজোয়ার' যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ পঞ্চায়েত ভোটের আগে এই কর্মসূচির মাধ্যমে জনসংযোগ গড়ে তুলতে চাইছে তৃণমূল ৷
এদিন বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভার সাহসপুরে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ডাকে একটি পঞ্চায়েত কর্মীসভার আয়োজন করা হয় । সেই কর্মিসভায় যোগদান করেন শুভেন্দু অধিকারী । এদিনের জনসভায থেকে নিয়োগ দুর্নীতি, একশো দিনের কাজের টাকা লুট-সহ একাধিক ইস্যুতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন বিরোধী দলনেতা । এদিন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন,"তিনি বাঁকুড়ায় এসে মন্তব্য করে গিয়েছেন যে বাঁকুড়ার মানুষ বিজেপিকে ভোট দিয়ে পাপ করেছেন, মানুষ পঞ্চায়েত ভোটে আরও দেখিয়ে দেবে পাপ করেছে না পূণ্য করেছে ।"
এদিন শুভেন্দু বাঁকুড়ার জেলার জেলাশাককেও আক্রমণ করেন ৷ তিনি বলেন, "এখানকার ডিএম ও পাশের জেলা পশ্চিম বর্ধমানে তাঁর স্বামী । যিনিও ডিএম । দু'জন মিলে 2 কোটি, 3 কোটি টাকা করে টাকা ভাইপোকে পৌঁছে দেয় ৷ বিডিওদের চাপ দেওয়া হয় ৷ তাঁদের বিজেপি বিধায়কদের কাজ করতে দেওয়া হয় না ৷ রাজ্যের উন্নয়নে বিজেপি-র ক্ষমতায় আসার পক্ষে সওয়াল করে এদিন শুভেন্দু অধিকারী এখানেও ডবল ইঞ্জিন সরকার গড়ার আবেদন জানান জনগণের কাছে ৷ পাশাপাশি তিনি এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে জানান, উনি যা রায় দিয়েছেন মানুষ সারা জীবন মনে রাখবে ৷
আরও পড়ুন: উত্তরবঙ্গ বনধ নিয়ে বিজেপিকে বিঁধলেন অভিষেক