বাঁকুড়া, 6 জানুয়ারি : বাংলার রাজনীতি নিয়ে কথা বললে অবধারিতভাবে আসবে জঙ্গলমহলের কথা ৷ 2011 সালে তৃণমূলের ক্ষমতায় আসা বা তার কয়েক বছর আগে থেকে বাংলার রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়া, জঙ্গলমহলকে ছাড়া কিছুই হত না ৷
উনিশের লোকসভা ভোটে এই জঙ্গলমহলই মুখ ফিরিয়েছিল জোড়াফুল থেকে ৷ প্রান্তিক মানুষেরা ঢেলে ভোট দিয়েছিলেন বিজেপিকে ৷ যদিও বছর ঘুরতেই ফের চেনা ছবি ৷ এবারের বিধানসভা ভোটে বিপুল ভোট পেয়েছে তৃণমূল ৷ তারপরেই প্রায় 200 জন বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে (BJP Workers Join TMC) ৷
আরও পড়ুন : TMC Workers Join BJP : রানাঘাটে উলটপুরাণ ! তৃণমূলের বুথ সভাপতি-সহ শতাধিক কর্মীর বিজেপিতে যোগ
বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র বলেন, ‘‘আমরা হয়তো মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছিলাম তাই তারা বিজেপিতে চলে গিয়েছিল ৷ মানুষ তাদের ভুল বুঝতে পেরে মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়ে আবার ফিরে এসেছে ।’’ যদিও, বিজেপি ছেড়ে কেউ তৃণমূলে যোগ দেননি ৷ এমনটাই দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের ৷