ETV Bharat / state

চোর-দস্যুরানি মমতার দল করি না : সৌমিত্র খাঁ

"আমরা শ্যামাপ্রাসাদ মুখার্জির ভারতীয় জনতা দল করি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দস্যুরানি ও চোরের রানির দল করি না ৷ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মানুষের আশীর্বাদ ও ভালোবাসায় সাংসদ হয়েছি । এবার বিষ্ণুপুর লোকসভার মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করব ৷" আজ বিষ্ণুপুরে BJP-র সদস্যতা অভিযানে গিয়ে একথা বললেন সৌমিত্র খাঁ ৷

author img

By

Published : Jul 28, 2019, 7:56 PM IST

Updated : Jul 28, 2019, 11:17 PM IST

সৌমিত্র খাঁ

বিষ্ণুপুর, 28 জুলাই : তৃণমূলে থেকে পাপ করেছিলাম । এবার পাপের প্রায়শ্চিত্ত করতে BJP-তে এসেছি । বিষ্ণুপুরে সদস্যতা কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ।

সৌমিত্র বলেন, "তৃণমূল নেতাদের সম্পত্তির বহর বেড়েছে । কিভাবে তাদের আর্থিক সম্পত্তির বহর বাড়ল গ্রামে গ্রামে গিয়ে আমি তার খবর নেব । তৃণমূলে গিয়ে পাপ করেছিলাম ৷ এবার BJP-তে যোগ দিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করছি । আমরা শ্যামাপ্রাসাদ মুখার্জির ভারতীয় জনতা দল করি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দস্যুরানি ও চোরের রানির দল করি না ৷ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মানুষের আশীর্বাদ ও ভালোবাসায় সাংসদ হয়েছি এবার বিষ্ণুপুর লোকসভার মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করব ৷"

ভিডিয়োয় শুনুন সৌমিত্র খাঁয়ের বক্তব্য

আজ সভা মঞ্চে দাঁড়িয়ে মুকুল BJP-র সদস্য পদ বাড়ানোর জন্য দলীয় কর্মী-সমর্থকদের আবেদন জানান । বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতবর্ষ এগিয়ে চলেছে ৷ আগামীদিনে পশ্চিমবঙ্গে BJP-র নেতৃত্বাধীন সরকার আসবে । 2021 বিধানসভা নির্বাচনে 30-এর বেশি আসন পাবে না তৃণমূল কংগ্রেস । এমন কী তৃণমূল বিরোধী দলের মর্যাদা পাবে না ৷"

সভা থেকে বেরিয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সৌমিত্র ও মুকুল পৌঁছে যান 18 নম্বর ওয়ার্ডে একটি আদিবাসীপাড়ায় । সেখানে একটি বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন ৷ গ্রামবাসীদের অনুরোধে গাছের চারাও রোপণ করেন ৷

প্রসঙ্গত, চলতি বছর জানুয়ারিতে তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন সৌমিত্র খাঁ । এর পরপরই তাঁর বিরুদ্ধে বালি চুরি, অস্ত্র-আইনসহ একাধিক মামলা দায়ের হয় । হাইকোর্টে এই মামলার শুনানি চলে । সৌমিত্র খাঁকে বাঁকুড়া জেলায় ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্ট । এরপর 22 জুলাই তাঁকে বিষ্ণুপুর যাওয়ার অনুমতি দেয় হাইকোর্ট ৷ 26 জুলাই বাঁকুড়া জেলায় ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় ।

বিষ্ণুপুর, 28 জুলাই : তৃণমূলে থেকে পাপ করেছিলাম । এবার পাপের প্রায়শ্চিত্ত করতে BJP-তে এসেছি । বিষ্ণুপুরে সদস্যতা কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ।

সৌমিত্র বলেন, "তৃণমূল নেতাদের সম্পত্তির বহর বেড়েছে । কিভাবে তাদের আর্থিক সম্পত্তির বহর বাড়ল গ্রামে গ্রামে গিয়ে আমি তার খবর নেব । তৃণমূলে গিয়ে পাপ করেছিলাম ৷ এবার BJP-তে যোগ দিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করছি । আমরা শ্যামাপ্রাসাদ মুখার্জির ভারতীয় জনতা দল করি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দস্যুরানি ও চোরের রানির দল করি না ৷ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মানুষের আশীর্বাদ ও ভালোবাসায় সাংসদ হয়েছি এবার বিষ্ণুপুর লোকসভার মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করব ৷"

ভিডিয়োয় শুনুন সৌমিত্র খাঁয়ের বক্তব্য

আজ সভা মঞ্চে দাঁড়িয়ে মুকুল BJP-র সদস্য পদ বাড়ানোর জন্য দলীয় কর্মী-সমর্থকদের আবেদন জানান । বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতবর্ষ এগিয়ে চলেছে ৷ আগামীদিনে পশ্চিমবঙ্গে BJP-র নেতৃত্বাধীন সরকার আসবে । 2021 বিধানসভা নির্বাচনে 30-এর বেশি আসন পাবে না তৃণমূল কংগ্রেস । এমন কী তৃণমূল বিরোধী দলের মর্যাদা পাবে না ৷"

সভা থেকে বেরিয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সৌমিত্র ও মুকুল পৌঁছে যান 18 নম্বর ওয়ার্ডে একটি আদিবাসীপাড়ায় । সেখানে একটি বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন ৷ গ্রামবাসীদের অনুরোধে গাছের চারাও রোপণ করেন ৷

প্রসঙ্গত, চলতি বছর জানুয়ারিতে তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন সৌমিত্র খাঁ । এর পরপরই তাঁর বিরুদ্ধে বালি চুরি, অস্ত্র-আইনসহ একাধিক মামলা দায়ের হয় । হাইকোর্টে এই মামলার শুনানি চলে । সৌমিত্র খাঁকে বাঁকুড়া জেলায় ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্ট । এরপর 22 জুলাই তাঁকে বিষ্ণুপুর যাওয়ার অনুমতি দেয় হাইকোর্ট ৷ 26 জুলাই বাঁকুড়া জেলায় ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় ।

Intro:বিষ্ণুপুরের প্রবেশ করে তৃণমূল নেতাকর্মীদের ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবার হুমকি দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ।Body: আদালতের নির্দেশে বাঁকুড়া জেলায় প্রবেশ করেই বিষ্ণুপুরে সদস্য অভিযান সভায় তৃনমূলের নেতাদের নাম করে আক্রমণের সুর শোনা গেল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের এর কণ্ঠে। কাটমানি সহ বিভিন্ন ভাবে আর্থিক সম্পত্তির বহর বেড়েছে তৃনমুল নেতাদের । কিভাবে বাড়লো এর হিসেব নেবেন গ্রামে গিয়ে এলাকায় গিয়ে। তিনি এদিন বলেন তৃনমুল করে পাপ করেছিলাম এবার বিজেপি তে এসে সেই পাপের প্রায়শ্চিত করছি। এদিন তিনি বলেন তৃনমুল কংগ্রেসকে পা দিয়ে লাখ মেরে চলে এসেছিলাম বিজেপিতে। এদিনের সভায় মমতা বানার্জী কে দস্যু রানী ও চোরের রানী বলে কটাক্ষ করেন সৌমিত্র খাঁ। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মানুষের আশীর্বাদ ও ভালোবাসায় সাংসদ হয়েছি এবার বিষ্ণুপুর লোকসভার মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করবো বলেই আশ্বাস দিলেন সাংসদ। এদিন সৌমিত্র খাঁ এর সাথে সদস্য সদস্য অভিযানে উপস্থিত হন বিজেপি নেতা মুকুল রায় এদিনের সভা মঞ্চে দাঁড়িয়ে মুকুলবাবু বিজেপির সদস্য পদ বাড়ানোর আবেদন জানান দলীয় কর্মী সমর্থকদের। তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষে এগিয়ে চলেছে আগামী দিনে পশ্চিমবঙ্গে আসবে বিজেপির নেতৃত্বাধীন সরকার ।2021 বিধানসভা নির্বাচনে 30 এর বেশি আসন পাবে না তৃণমূল কংগ্রেস। এমনকি বিরোধী দলের মর্যাদা পাবে না তৃণমূল এমনই ভবিষ্যবাণী করলেন বিজেপি নেতা মুকুল রায়। এদিনের সভা থেকে বেরিয়ে সাংসদ সৌমিত্র খাঁ এবং দলীয় নেতাদের সাথে মুকুল বাবু পৌঁছে যান 18 নম্বর ওয়ার্ডে একটি আদিবাসী পাড়ায়।Conclusion:সেখানে একটি আদিবাসী পরিবারের বাড়িতে দুপুরের মধ্যাহ্ন ভোজন সেরে গ্রামের মানুষের অনুরোধে গাছের চারা রোপন করে বেরিয়ে পড়েন মুকুলবাবু পুরুলিয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাবার পথে মুকুল বাবু জানান আদিবাসী মানুষজন নরেন্দ্র মোদির সাথে রয়েছে পাশে রয়েছে তারই প্রমাণ আজকের আদিবাসীদের আপ্যায়ন ।
Last Updated : Jul 28, 2019, 11:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.