ETV Bharat / state

অষ্টমঙ্গলায় যাওয়ার পথে মৃত ৩, প্রাণে বাঁচলেন নববধূ

সাতদিন আগে বাঁকুড়ার সারেঙ্গি থানার ব্রাহ্মণডিহা গ্রামের বাসিন্দা বিজয় পালের সঙ্গে বিয়ে হয় পুরুলিয়ার রামপুর গ্রামের শান্ত্বনার । রীতি রেওয়াজ মেনে আজ সকালে বউকে নিয়ে শ্বশুরবাড়ি অষ্টমঙ্গলা করতে যাচ্ছিলেন বিজয় । সঙ্গে ছিলেন তাঁর বাবা ও শান্ত্বনার এক তুতো ভাই । বাঁকুড়া জেলার কাশিবেদিয়ায় দুর্ঘটনা ঘটে । উল্টোদিক থেকে আসা একটি লরি ধাক্কা মারে বিজয়দের গাড়িতে । ঘটনাস্থলেই মারা যান বিজয় ও তাঁর বাবা সঞ্জয়ের ।

author img

By

Published : Jun 27, 2019, 2:04 PM IST

Updated : Jun 27, 2019, 2:11 PM IST

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি

বাঁকুড়া, 27 জুন : সাতদিন আগে বিয়ে হয়েছিল । অষ্টমঙ্গলায় যাচ্ছিলেন নব দম্পতি । কিন্তু, তাই কাল হল । পথ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন যুবক । কোনওরকমে প্রাণে বেঁচেছেন নববধূ । কিন্তু, মারা গেছেন তাঁর শ্বশুর ও এক ভাই । দুর্ঘটনাটি বাঁকুড়া সদর থানার কাশিবেদিয়া এলাকা সংলগ্ন 60 নম্বর এ জাতীয় সড়কের । ওই যুবতিকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে । তবে হাসপাতালের তরফে জানা গেছে, তাঁর অবস্থাও আশঙ্কাজনক ।

সাতদিন আগে বাঁকুড়ার সারেঙ্গি থানার ব্রাহ্মণডিহা গ্রামের বাসিন্দা বিজয় পালের সঙ্গে বিয়ে হয় পুরুলিয়ার রামপুর গ্রামের শান্ত্বনার । রীতি রেওয়াজ মেনে আজ সকালে বউকে নিয়ে শ্বশুরবাড়ি অষ্টমঙ্গলা করতে যাচ্ছিলেন বিজয় । সঙ্গে ছিলেন তাঁর বাবা ও শান্ত্বনার এক তুতো ভাই । বাঁকুড়া জেলার কাশিবেদিয়ায় দুর্ঘটনা ঘটে । উল্টোদিক থেকে আসা একটি লরি ধাক্কা মারে বিজয়দের গাড়িতে । ঘটনাস্থলেই মারা যান বিজয় ও তাঁর বাবা সঞ্জয়ের । এলাকার লোকজন গাড়ি থেকে শান্ত্বনা ও মৃত্যুঞ্জয়কে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন । কিন্তু, হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান মৃত্যুঞ্জয় । কোনওরকমে প্রাণ নিয়ে বেঁচে ফেরা শান্ত্বনাকে হাসপাতালে ভরতি করা হয়েছে । তবে তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ।

প্রত্যক্ষদর্শীর বক্তব্য

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধাক্কা মারার পরই লরি ফেলে পালিয়ে যায় চালক । তার সন্ধান পাওয়া যায়নি । সঙ্গে সঙ্গে ফোন করা হলেও অ্যাম্বুলেন্স অনেক দেরিতে এসে পৌঁছায় । ফলে আহতদের হাসপাতালে নিয়ে যেতে দেরি হয় । অ্যাম্বুলেন্স দেরিতে আসার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করা হয় । ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে বাঁকুড়া সদর থানার পুলিশ । তারপর ওঠে অবরোধ । শুরু হয় যান চলাচল ।

বাঁকুড়া, 27 জুন : সাতদিন আগে বিয়ে হয়েছিল । অষ্টমঙ্গলায় যাচ্ছিলেন নব দম্পতি । কিন্তু, তাই কাল হল । পথ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন যুবক । কোনওরকমে প্রাণে বেঁচেছেন নববধূ । কিন্তু, মারা গেছেন তাঁর শ্বশুর ও এক ভাই । দুর্ঘটনাটি বাঁকুড়া সদর থানার কাশিবেদিয়া এলাকা সংলগ্ন 60 নম্বর এ জাতীয় সড়কের । ওই যুবতিকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে । তবে হাসপাতালের তরফে জানা গেছে, তাঁর অবস্থাও আশঙ্কাজনক ।

সাতদিন আগে বাঁকুড়ার সারেঙ্গি থানার ব্রাহ্মণডিহা গ্রামের বাসিন্দা বিজয় পালের সঙ্গে বিয়ে হয় পুরুলিয়ার রামপুর গ্রামের শান্ত্বনার । রীতি রেওয়াজ মেনে আজ সকালে বউকে নিয়ে শ্বশুরবাড়ি অষ্টমঙ্গলা করতে যাচ্ছিলেন বিজয় । সঙ্গে ছিলেন তাঁর বাবা ও শান্ত্বনার এক তুতো ভাই । বাঁকুড়া জেলার কাশিবেদিয়ায় দুর্ঘটনা ঘটে । উল্টোদিক থেকে আসা একটি লরি ধাক্কা মারে বিজয়দের গাড়িতে । ঘটনাস্থলেই মারা যান বিজয় ও তাঁর বাবা সঞ্জয়ের । এলাকার লোকজন গাড়ি থেকে শান্ত্বনা ও মৃত্যুঞ্জয়কে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন । কিন্তু, হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান মৃত্যুঞ্জয় । কোনওরকমে প্রাণ নিয়ে বেঁচে ফেরা শান্ত্বনাকে হাসপাতালে ভরতি করা হয়েছে । তবে তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ।

প্রত্যক্ষদর্শীর বক্তব্য

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধাক্কা মারার পরই লরি ফেলে পালিয়ে যায় চালক । তার সন্ধান পাওয়া যায়নি । সঙ্গে সঙ্গে ফোন করা হলেও অ্যাম্বুলেন্স অনেক দেরিতে এসে পৌঁছায় । ফলে আহতদের হাসপাতালে নিয়ে যেতে দেরি হয় । অ্যাম্বুলেন্স দেরিতে আসার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করা হয় । ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে বাঁকুড়া সদর থানার পুলিশ । তারপর ওঠে অবরোধ । শুরু হয় যান চলাচল ।

Intro:অষ্টমঙ্গলা করতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে নব দম্পতি, ঘটনাস্থলে নিহত বর গুরুতর আহত বধু। এছাড়াও আরো দুজন এই দুর্ঘটনায় প্রাণ হারালেন।Body:এদিন বাঁকুড়ার সারেঙ্গা থানার ব্রাহ্মণডিহা গ্রাম থেকে একটি মারুতি গাড়িতে করে সঞ্জয় পাল বিজয় পাল সান্তনা পাল ও মৃত্যুঞ্জয় খান চারজন যাচ্ছিলেন 60 এ জাতীয় সড়ক ধরে কমলপুরের দিকে। বাঁকুড়া থেকে পুরুলিয়া যাওয়ার এই জাতীয় সড়কের জাতীয় সড়কের অপর কাশি বেদিয়া তে পুরুলিয়ার দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় নববধূর এই গাড়িটির। দুর্ঘটনাস্থলেই সঞ্জয় পাল ও বিজয় পাল নামের দুজন মারা যান এবং মৃত্যুঞ্জয় খান ও সান্তনা পাল গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুঞ্জয় খান মারা যান।
গুরুতর আহত অবস্থায় নববধূ সান্তনা পাল কে ভর্তি করা হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে।
দুর্ঘটনার পর পুলিশ ও আম্বুলান্স দেরিতে আসার অভিযোগে স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষন ধরে বিক্ষোভ দেখানো পথ অবরোধ করে পরে সদর থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।
ঘাতক লরিটি কে আটক করেছে পুলিশ এবং মৃতদেহগুলি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য।Conclusion:বাইট; স্থানীয় বাসিন্দা
Last Updated : Jun 27, 2019, 2:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.