ETV Bharat / state

Subhas Sarkar: রেজিস্টার ও ডিন অফ স্টুডেন্টকে আগেই তলব করা উচিত ছিল, মন্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর - Subhas Sarkar

MOS Education on JU Student Death: আজ যাদবপুর কাণ্ডে রেজিস্টার ও ডিন অফ স্টুডেন্টকে তলব করেছে কলকাতা পুলিশ ৷ তাঁদের আগেই তলব করা উচিত ছিল বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ৷

Subhas Sarkar
সুভাষ সরকার
author img

By

Published : Aug 16, 2023, 9:32 PM IST

বাঁকুড়া, 16 অগস্ট: বুধবার যাদবপুরের ছাত্র মৃত্যু ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এবং ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে তলব করেছে লালবাজার । এবার এ নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ৷ তিনি বলেন, "এই ঘটনায় আরও আগেই তাঁদের তলব করা দরকার ছিল ৷ তাঁদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়া উচিত ৷"

তাঁর কথায়, তলব করা মানেই তাঁরা দোষী এমনটা নয় । কিন্তু কী পরিস্থিতি হয়েছে সেটাও দেখা উচিত ৷ তাঁদের থেকে ঘটনার সত্য উঠে আসা দরকার বলে জানান সুভাষ সরকার ৷ পাশাপাশি তিনি যাদবপুরে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেন ৷ তিনি বলেন, "শিক্ষা যেহেতু রাজ্য এবং কেন্দ্রের যৌথ বিষয় তাই রাজ্যের শিক্ষামন্ত্রীকে সঙ্গে নিয়েই যাদবপুরে যাব।"

যাদবপুরকাণ্ডে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন পড়ুয়া মিলে মোট 9 জনকে গ্রেফতার করা হয়েছে । তাঁদের গ্রেফতারি প্রসঙ্গে এ দিন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, "আরও দ্রুত তাঁদের গ্রেফতার করা দরকার ছিল ।" এই ঘটনায় রাজ্যপাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তলব করেছেন ৷ সে বিষয়ে তিনি বলেন, "রাজ্যপালের অধিকার আছে তাদের তলব করার ।"

আরও পড়ুন: লালবাজারে তলব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার-ডিন অফ স্টুডেন্টসকে

প্রসঙ্গত, যাদবপুর কাণ্ড নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি । ঘটনা নিয়ে চলছে বিভিন্ন রাজনৈতিক চাপানোতর । এই পরিস্থিতিতে যাদবপুর প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

বুধবার বাঁকুড়া-1 নম্বর ব্লকের ধলডাঙা মোড়ে 'আমার দেশ আমার মাটি' নামে বিজেপির কর্মসূচিতে যোগদান করেন সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার । এই কর্মসূচি অনুযায়ী, পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকের সাধারণ মানুষের বাড়ি থেকে মাটির সংগ্রহ করা হচ্ছে ৷ সেই মাটি সংগ্রহ করে ব্লক অফিসে রাখা হবে এবং দেশের আটহাজার ব্লক থেকে গাছ ও মাটি-সহ কলসি দিল্লি নিয়ে যাওয়া হবে ।

বাঁকুড়া, 16 অগস্ট: বুধবার যাদবপুরের ছাত্র মৃত্যু ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এবং ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে তলব করেছে লালবাজার । এবার এ নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ৷ তিনি বলেন, "এই ঘটনায় আরও আগেই তাঁদের তলব করা দরকার ছিল ৷ তাঁদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়া উচিত ৷"

তাঁর কথায়, তলব করা মানেই তাঁরা দোষী এমনটা নয় । কিন্তু কী পরিস্থিতি হয়েছে সেটাও দেখা উচিত ৷ তাঁদের থেকে ঘটনার সত্য উঠে আসা দরকার বলে জানান সুভাষ সরকার ৷ পাশাপাশি তিনি যাদবপুরে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেন ৷ তিনি বলেন, "শিক্ষা যেহেতু রাজ্য এবং কেন্দ্রের যৌথ বিষয় তাই রাজ্যের শিক্ষামন্ত্রীকে সঙ্গে নিয়েই যাদবপুরে যাব।"

যাদবপুরকাণ্ডে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন পড়ুয়া মিলে মোট 9 জনকে গ্রেফতার করা হয়েছে । তাঁদের গ্রেফতারি প্রসঙ্গে এ দিন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, "আরও দ্রুত তাঁদের গ্রেফতার করা দরকার ছিল ।" এই ঘটনায় রাজ্যপাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তলব করেছেন ৷ সে বিষয়ে তিনি বলেন, "রাজ্যপালের অধিকার আছে তাদের তলব করার ।"

আরও পড়ুন: লালবাজারে তলব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার-ডিন অফ স্টুডেন্টসকে

প্রসঙ্গত, যাদবপুর কাণ্ড নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি । ঘটনা নিয়ে চলছে বিভিন্ন রাজনৈতিক চাপানোতর । এই পরিস্থিতিতে যাদবপুর প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

বুধবার বাঁকুড়া-1 নম্বর ব্লকের ধলডাঙা মোড়ে 'আমার দেশ আমার মাটি' নামে বিজেপির কর্মসূচিতে যোগদান করেন সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার । এই কর্মসূচি অনুযায়ী, পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকের সাধারণ মানুষের বাড়ি থেকে মাটির সংগ্রহ করা হচ্ছে ৷ সেই মাটি সংগ্রহ করে ব্লক অফিসে রাখা হবে এবং দেশের আটহাজার ব্লক থেকে গাছ ও মাটি-সহ কলসি দিল্লি নিয়ে যাওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.