বাঁকুড়া, 11 জুন : শুক্রবার বাঁকুড়া সিপিআইএমের পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে রেড ভলান্টিয়ার্স কর্মীরা স্যানিটাইজার স্প্রে করে জীবাণুমুক্ত করার কাজ করল । বাঁকুড়ার শহরের 18 নম্বর ওয়ার্ডের কব্বরডাঙ্গা, আগুরিপাড়া, রায়পাড়া, রেলপাড় বস্তিসহ বিভিন্ন ঘিঞ্জি বস্তিতে জীবাণুমুক্ত করলেন রেড ভলান্টিয়ার্সরা ।
আগামী দিনে জেলার বিভিন্ন বস্তি, বাজার, ঘিঞ্জি এলাকাসহ সরকারি দফতর, যেসব অফিসে মানুষ ক্রমাগত আসা যাওয়া করেন সেইসব অফিস স্যানিটাইজ করে জীবাণুমুক্ত করার কাজ করবে রেড ভলান্টিয়ার্স ৷ এমনটাই দাবি সংগঠনের কর্মীদের । সরকার, ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকেও জীবাণুমুক্ত করার কাজ করা হচ্ছে ।
রেড ভলান্টিয়ার্সদের কথায়, সবকিছুর মতোই বঞ্চিত থেকে যাচ্ছেন বস্তির মানুষরা । ঘিঞ্জি এলাকায় সংক্রমণ ছড়াচ্ছে খুব দ্রুত হারে । সেই অবহেলায় কথা মাথায় রেখেই আজ যেসব সরকারি অফিসে মানুষের বেশি মাত্রায় আনাগোনা সেগুলি সহ 18 নম্বর ওয়ার্ডের রেলপাড় বস্তিসহ বিভিন্ন ঘিঞ্জি এলাকায় জীবাণুমুক্ত করণের কাজ করা হয়েছে ৷ আগামী দিনেও করা হবে ।
আরও পড়ুন : বাঁকুড়ায় বজ্রাঘাতে মৃত পরিবারকে অর্থ সাহায্য সরকার ও তৃণমূলের