ETV Bharat / state

ঘিঞ্জি বস্তিসহ সরকারি দফতর জীবাণুমুক্ত করার উদ্যোগ নিল রেড ভলেন্টিয়ার্স

আগামী দিনে জেলার বিভিন্ন বস্তি, বাজার ঘিঞ্জি এলাকাসহ সরকারি দফতর, যেসব অফিসে মানুষ ক্রমাগত আসা যাওয়া করেন সেইসব অফিস স্যানিটাইজ করে জীবাণুমুক্ত করার কাজ করবে রেড ভলান্টিয়ার্স ৷ এমনটাই দাবি সংগঠনের কর্মীদের ।

ঘিঞ্জি বস্তি এলাকাসহ বিভিন্ন সরকারি দফতর জীবাণুমুক্ত করার উদ্যোগ নিল রেড ভলেন্টিয়ার্স
ঘিঞ্জি বস্তি এলাকাসহ বিভিন্ন সরকারি দফতর জীবাণুমুক্ত করার উদ্যোগ নিল রেড ভলেন্টিয়ার্স
author img

By

Published : Jun 11, 2021, 4:59 PM IST

বাঁকুড়া, 11 জুন : শুক্রবার বাঁকুড়া সিপিআইএমের পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে রেড ভলান্টিয়ার্স কর্মীরা স্যানিটাইজার স্প্রে করে জীবাণুমুক্ত করার কাজ করল । বাঁকুড়ার শহরের 18 নম্বর ওয়ার্ডের কব্বরডাঙ্গা, আগুরিপাড়া, রায়পাড়া, রেলপাড় বস্তিসহ বিভিন্ন ঘিঞ্জি বস্তিতে জীবাণুমুক্ত করলেন রেড ভলান্টিয়ার্সরা ।

আগামী দিনে জেলার বিভিন্ন বস্তি, বাজার, ঘিঞ্জি এলাকাসহ সরকারি দফতর, যেসব অফিসে মানুষ ক্রমাগত আসা যাওয়া করেন সেইসব অফিস স্যানিটাইজ করে জীবাণুমুক্ত করার কাজ করবে রেড ভলান্টিয়ার্স ৷ এমনটাই দাবি সংগঠনের কর্মীদের । সরকার, ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকেও জীবাণুমুক্ত করার কাজ করা হচ্ছে ।

রেড ভলান্টিয়ার্সদের কথায়, সবকিছুর মতোই বঞ্চিত থেকে যাচ্ছেন বস্তির মানুষরা । ঘিঞ্জি এলাকায় সংক্রমণ ছড়াচ্ছে খুব দ্রুত হারে । সেই অবহেলায় কথা মাথায় রেখেই আজ যেসব সরকারি অফিসে মানুষের বেশি মাত্রায় আনাগোনা সেগুলি সহ 18 নম্বর ওয়ার্ডের রেলপাড় বস্তিসহ বিভিন্ন ঘিঞ্জি এলাকায় জীবাণুমুক্ত করণের কাজ করা হয়েছে ৷ আগামী দিনেও করা হবে ।

বাঁকুড়ায় বস্তি এলাকা স্যানিটাইজ করল রেড ভলান্টিয়ার্স কর্মীরা

আরও পড়ুন : বাঁকুড়ায় বজ্রাঘাতে মৃত পরিবারকে অর্থ সাহায্য সরকার ও তৃণমূলের

বাঁকুড়া, 11 জুন : শুক্রবার বাঁকুড়া সিপিআইএমের পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে রেড ভলান্টিয়ার্স কর্মীরা স্যানিটাইজার স্প্রে করে জীবাণুমুক্ত করার কাজ করল । বাঁকুড়ার শহরের 18 নম্বর ওয়ার্ডের কব্বরডাঙ্গা, আগুরিপাড়া, রায়পাড়া, রেলপাড় বস্তিসহ বিভিন্ন ঘিঞ্জি বস্তিতে জীবাণুমুক্ত করলেন রেড ভলান্টিয়ার্সরা ।

আগামী দিনে জেলার বিভিন্ন বস্তি, বাজার, ঘিঞ্জি এলাকাসহ সরকারি দফতর, যেসব অফিসে মানুষ ক্রমাগত আসা যাওয়া করেন সেইসব অফিস স্যানিটাইজ করে জীবাণুমুক্ত করার কাজ করবে রেড ভলান্টিয়ার্স ৷ এমনটাই দাবি সংগঠনের কর্মীদের । সরকার, ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকেও জীবাণুমুক্ত করার কাজ করা হচ্ছে ।

রেড ভলান্টিয়ার্সদের কথায়, সবকিছুর মতোই বঞ্চিত থেকে যাচ্ছেন বস্তির মানুষরা । ঘিঞ্জি এলাকায় সংক্রমণ ছড়াচ্ছে খুব দ্রুত হারে । সেই অবহেলায় কথা মাথায় রেখেই আজ যেসব সরকারি অফিসে মানুষের বেশি মাত্রায় আনাগোনা সেগুলি সহ 18 নম্বর ওয়ার্ডের রেলপাড় বস্তিসহ বিভিন্ন ঘিঞ্জি এলাকায় জীবাণুমুক্ত করণের কাজ করা হয়েছে ৷ আগামী দিনেও করা হবে ।

বাঁকুড়ায় বস্তি এলাকা স্যানিটাইজ করল রেড ভলান্টিয়ার্স কর্মীরা

আরও পড়ুন : বাঁকুড়ায় বজ্রাঘাতে মৃত পরিবারকে অর্থ সাহায্য সরকার ও তৃণমূলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.