ETV Bharat / state

অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক আলু ব্যবসায়ী সংগঠনের - Bankura

অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ৷ এর ফলে আলুর দাম বাড়বে বলে আশঙ্কা ৷

আলু
author img

By

Published : Aug 31, 2019, 6:55 AM IST

Updated : Aug 31, 2019, 7:47 AM IST

কোতলপুর, 31 অগাস্ট : কোনও আলোচনা ছাড়াই কোল্ড স্টোরেজের ভাড়া বাড়িয়েছে রাজ্য সরকার ৷ ফলে বেড়েছে আলু মজুত করার ভাড়া ৷ প্রতিবাদে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ৷

সংগঠনের সহ সম্পাদক বিভাস দে'র বক্তব্য, প্রতি বছরের শুরুতেই কোল্ড স্টোরেজের ভাড়া নির্ধারিত হয় ৷ মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত সেই নির্ধারিত ভাড়ায় কোল্ড স্টোরেজে আলু রাখা হয় ৷ তাঁর অভিযোগ, আলোচনা না করেই এবার হঠাৎ করে ভাড়া বাড়িয়েছে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ ৷ বিভাসবাবু বলেন, "আগে কোল্ড স্টোরেজে এক কুইন্টাল আলু রাখতে খরচ হত 148 টাকা ৷ 1 সেপ্টেম্বর থেকে কুইন্টাল প্রতি ভাড়া 9 টাকা বাড়ানো হয়েছে ৷ অথচ 2014 সালের পর থেকে আমাদের লোকসানের বহর বেড়েই চলেছে ৷ দেনার দায়ে ডুবে আমরা ৷ ভাড়া বাড়ানোর প্রতিবাদে সরকার ও কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের কাছে একাধিকবার গেছি ৷ কিন্তু, তাতে কোনও কাজ না হওয়ায় বাধ্য হয়ে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে ৷"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সংগঠনের হুঁশিয়ারি, কোল্ড স্টোরেজের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত রাজ্যজুড়ে কর্মবিরতি চলবে ৷ খুচরো ব্যবসায়ীদের আশঙ্কা, কর্মবিরতির জেরে ধাক্কা খাবে আলুর জোগান ৷ ফলে খুচরো বাজারে চড়চড়িয়ে বাড়বে আলুর দাম ৷

কোতলপুর, 31 অগাস্ট : কোনও আলোচনা ছাড়াই কোল্ড স্টোরেজের ভাড়া বাড়িয়েছে রাজ্য সরকার ৷ ফলে বেড়েছে আলু মজুত করার ভাড়া ৷ প্রতিবাদে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ৷

সংগঠনের সহ সম্পাদক বিভাস দে'র বক্তব্য, প্রতি বছরের শুরুতেই কোল্ড স্টোরেজের ভাড়া নির্ধারিত হয় ৷ মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত সেই নির্ধারিত ভাড়ায় কোল্ড স্টোরেজে আলু রাখা হয় ৷ তাঁর অভিযোগ, আলোচনা না করেই এবার হঠাৎ করে ভাড়া বাড়িয়েছে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ ৷ বিভাসবাবু বলেন, "আগে কোল্ড স্টোরেজে এক কুইন্টাল আলু রাখতে খরচ হত 148 টাকা ৷ 1 সেপ্টেম্বর থেকে কুইন্টাল প্রতি ভাড়া 9 টাকা বাড়ানো হয়েছে ৷ অথচ 2014 সালের পর থেকে আমাদের লোকসানের বহর বেড়েই চলেছে ৷ দেনার দায়ে ডুবে আমরা ৷ ভাড়া বাড়ানোর প্রতিবাদে সরকার ও কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের কাছে একাধিকবার গেছি ৷ কিন্তু, তাতে কোনও কাজ না হওয়ায় বাধ্য হয়ে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে ৷"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সংগঠনের হুঁশিয়ারি, কোল্ড স্টোরেজের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত রাজ্যজুড়ে কর্মবিরতি চলবে ৷ খুচরো ব্যবসায়ীদের আশঙ্কা, কর্মবিরতির জেরে ধাক্কা খাবে আলুর জোগান ৷ ফলে খুচরো বাজারে চড়চড়িয়ে বাড়বে আলুর দাম ৷

Intro:পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতি ও আলু বিক্রি বন্ধের সিন্ধান্ত। আগামী ১লা সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংগঠনের তরফে।Body: গতকাল সংগঠনের একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানানো হয়েছে সংগঠনের তরফে। চলতি মরসুমের মাঝপথে রাজ্য সরকারের তরফে কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা গেছে। কুইন্টাল প্রতি ৯ টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। কোল্ড স্টোরেজের আলু মজুতের ভাড়া ছিল কুই: প্রতি ১৪৮ টাকা সেই ভাড়া ১৫৭ টাকা করা হয়েছে। হটাৎ করে এই ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন নেমেছে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আলু ব্যবসায়ী সমিতির দাবি, মরসুমের মাঝপথে আলু চাষী, আলুর সংরক্ষণকারী, এবং আলু ব্যবসায়ীদের তথা আলু ভিত্তিক গ্রামীণ অর্থনীতির বিপুল পরিমাণ ক্ষয় ক্ষতির তোয়াক্কা না করে ভাড়া বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সরকারি ভাবে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি।Conclusion:এই দিকে ব্যবসায়ী সমিতির আন্দোলনে আলুর বাজারে এর ব্যাপক প্রভাব পড়বে বলেই মনে করছেন ক্রেতারা। বাজারে আলুর চাহিদা থাকলেও যোগান না থাকলে আলুর দাম বৃদ্ধির আশংখা করছেন ক্রেতারা।
Last Updated : Aug 31, 2019, 7:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.