কোতলপুর, 31 অগাস্ট : কোনও আলোচনা ছাড়াই কোল্ড স্টোরেজের ভাড়া বাড়িয়েছে রাজ্য সরকার ৷ ফলে বেড়েছে আলু মজুত করার ভাড়া ৷ প্রতিবাদে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ৷
সংগঠনের সহ সম্পাদক বিভাস দে'র বক্তব্য, প্রতি বছরের শুরুতেই কোল্ড স্টোরেজের ভাড়া নির্ধারিত হয় ৷ মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত সেই নির্ধারিত ভাড়ায় কোল্ড স্টোরেজে আলু রাখা হয় ৷ তাঁর অভিযোগ, আলোচনা না করেই এবার হঠাৎ করে ভাড়া বাড়িয়েছে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ ৷ বিভাসবাবু বলেন, "আগে কোল্ড স্টোরেজে এক কুইন্টাল আলু রাখতে খরচ হত 148 টাকা ৷ 1 সেপ্টেম্বর থেকে কুইন্টাল প্রতি ভাড়া 9 টাকা বাড়ানো হয়েছে ৷ অথচ 2014 সালের পর থেকে আমাদের লোকসানের বহর বেড়েই চলেছে ৷ দেনার দায়ে ডুবে আমরা ৷ ভাড়া বাড়ানোর প্রতিবাদে সরকার ও কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের কাছে একাধিকবার গেছি ৷ কিন্তু, তাতে কোনও কাজ না হওয়ায় বাধ্য হয়ে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে ৷"
সংগঠনের হুঁশিয়ারি, কোল্ড স্টোরেজের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত রাজ্যজুড়ে কর্মবিরতি চলবে ৷ খুচরো ব্যবসায়ীদের আশঙ্কা, কর্মবিরতির জেরে ধাক্কা খাবে আলুর জোগান ৷ ফলে খুচরো বাজারে চড়চড়িয়ে বাড়বে আলুর দাম ৷